বেঙ্গালুরু, 26 অগস্ট: "ইন্ডিয়া ইজ অন দ্য মুন", ইসরোয় পৌঁছে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার সকালে দেশে ফিরে প্রথমেই তিনি বেঙ্গালুরুতে যান ৷ সেখানে ইসরোর টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্ক মিশন কন্ট্রোল কমপ্লেক্সে পৌঁছন ৷ ইসরোর চেয়ারম্যান এস সোমানাথের পিঠ চাপড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ৷
-
#WATCH | Karnataka | Prime Minister Narendra Modi says, "...Meri aakhon ke saamne 23 August ka vo din vo ek ek second baar baar ghoom raha hai..." pic.twitter.com/plEnT9q5ro
— ANI (@ANI) August 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Karnataka | Prime Minister Narendra Modi says, "...Meri aakhon ke saamne 23 August ka vo din vo ek ek second baar baar ghoom raha hai..." pic.twitter.com/plEnT9q5ro
— ANI (@ANI) August 26, 2023#WATCH | Karnataka | Prime Minister Narendra Modi says, "...Meri aakhon ke saamne 23 August ka vo din vo ek ek second baar baar ghoom raha hai..." pic.twitter.com/plEnT9q5ro
— ANI (@ANI) August 26, 2023
বেঙ্গালুরতে ইসরোর কার্যালয়ে পৌঁছে গাড়ি থেকে নামতেই তাঁকে স্বাগত জানাতে এগিয়ে আসেন ইসরোর চেয়ারম্যান ৷ তখন প্রধানমন্ত্রী মিশন তাঁকে এভাবেই অভিনন্দন জানান ৷ মিশন চন্দ্রযান-3-এর সাফল্যে নারীশক্তির ভূমিকার প্রশংসা করেন তিনি ৷ 23 অগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করা হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর ৷ এদিন প্রধানমন্ত্রী ইসরোর বিজ্ঞানীদের উদ্দেশ্যে বলেন, "আপনারা দেশকে যে উচ্চতায় নিয়ে গিয়েছেন, তা কোনও সাধারণ সফলতা নয় ৷ অন্তরীক্ষে ভারতীয় বৈজ্ঞানিকদের শঙ্খনাদ বেজে উঠেছে ৷"
-
#WATCH | Karnataka | Prime Minister Narendra Modi says, "The spot on the lunar surface where the Chandrayaan-2 left its footprints will be known as 'Tiranga'. This will be an inspiration for every effort made by India. it will remind us any failure is not final..." pic.twitter.com/Ubk0IkXVXL
— ANI (@ANI) August 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Karnataka | Prime Minister Narendra Modi says, "The spot on the lunar surface where the Chandrayaan-2 left its footprints will be known as 'Tiranga'. This will be an inspiration for every effort made by India. it will remind us any failure is not final..." pic.twitter.com/Ubk0IkXVXL
— ANI (@ANI) August 26, 2023#WATCH | Karnataka | Prime Minister Narendra Modi says, "The spot on the lunar surface where the Chandrayaan-2 left its footprints will be known as 'Tiranga'. This will be an inspiration for every effort made by India. it will remind us any failure is not final..." pic.twitter.com/Ubk0IkXVXL
— ANI (@ANI) August 26, 2023
আরও পড়ুন: চাঁদের মাটিতে নামল প্রজ্ঞান রোভার, ভিডিয়ো প্রকাশ ইসরোর
23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান-3-এর অবতরণ শতাব্দীর অন্যতম অমরত্বের ক্ষণ বলে জানান তিনি ৷ এদিন তিনি ইসরোর বিজ্ঞানীদের উদ্দেশ্যে আরও বলেন, "চাঁদের যেখানে আমাদের চন্দ্রযান নেমেছে, ভারত সেই জায়গার নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ৷ চাঁদের মাটিতে ঠিক যে পয়েন্টে চন্দ্রযান-3-এর ল্যান্ডার নেমেছে, সেই পয়েন্টকে 'শিবশক্তি' নাম দেওয়া হয়েছে ৷ শিবশক্তিতে মানব জাতির কল্যাণ রয়েছে ৷ এভাবেই হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত জুড়ে থাকবে ৷"
ইসরোয় চন্দ্রযান-2-এর প্রসঙ্গও উত্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 2019 সালে চন্দ্রযান-2-র অবতরণ সফল হয়নি ৷ তবে সেটি চাঁদের উপরে যে জায়গায় ছিল, সেই জায়গাটিরও নাম রেখেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "চন্দ্রযান-2 যেখানে তার পদচিহ্ন রেখেছে, সেই জায়গাটির নাম হবে 'তেরঙা পয়েন্ট' ৷ এটা আমাদের মনে করিয়ে দেবে কোনও ব্যর্থতাই চূড়ান্ত নয় ৷"
এদিন ইসরোয় তিনি ঘোষণা করেন 23 অগস্ট দিনটি 'ন্যাশনাল স্পেস ডে' হিসেবে পালন করা হবে ৷ এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "এখন কোনও শিশু রাতে চাঁদ দেখলে বিশ্বাস করবে, আমার দেশ কোন সাহসিকতার সঙ্গে চাঁদে পৌঁছেছে ৷ সেই বিশ্বাস দেশের যুবসমাজের মধ্যেও রয়েছে ৷ তাদের সেই আকাঙ্খা আগামিকাল বটবৃক্ষ হয়ে উঠবে ৷ উন্নত ভারত তৈরি হবে ৷ 23 অগস্ট দিনটিতে চাঁদের মাটিতে ভারতীয় পতাকা উত্তোলিত হয়েছে ৷ তাই এই দিনটি ন্যাশনাল স্পেস ডে হিসেবে পালিত হবে ৷"
আরও পড়ুন: 'জয় জওয়ান, জয় বিজ্ঞান', গ্রিস থেকে সোজা বেঙ্গালুরুতে নেমে মন্তব্য মোদির
এদিন প্রধানমন্ত্রী ইসরোর কার্যালয় চত্বরে চন্দ্রযান-3-এর মডেল ঘুরে দেখেন ৷ তাঁকে এই মিশন সম্পর্কে বুঝিয়ে বলেন এস সোমানাথ ৷ ল্যান্ডার বিক্রম থেকে প্রজ্ঞান রোভার কীভাবে চাঁদের মাটিতে নেমে এল, সে বিষয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ৷ ইসরোর চেয়ারম্যান তাঁকে পুরো বিষয়টি বোঝান ৷ মডেলের মাধ্যমে তার প্রদর্শন করেন ৷