ETV Bharat / bharat

Vande Bharat: ভোপাল থেকে পাঁচটি বন্দে ভারতের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি - প্রধানমন্ত্রী মোদি

মঙ্গলবার পাঁচটি বন্দে ভারতের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মধ্যপ্রদেশের ভোপালে রানি কমলাপতি রেল স্টেশন থেকে এই পাঁচটি ট্রেনের উদ্বোধন করবেন তিনি ৷ বেশ কয়েকটি ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি ৷

Vande Bharat
Vande Bharat
author img

By

Published : Jun 26, 2023, 5:33 PM IST

পটনা, 26 জুন: একসঙ্গে পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হবে আগামিকাল, মঙ্গলবার ৷ মধ্যপ্রদেশের ভোপালে রানি কমলাপতি রেল স্টেশন থেকে এই পাঁচটি বন্দে ভারতের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই পাঁচটি ট্রেনের মধ্যে বেশ কয়েকটি ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি ৷

যে পাঁচটি বন্দে ভারত উদ্বোধন হবে, সেগুলি হল - রানি কমলাপতি-জব্বলপুর, খাজুরাহো-ভোপাল-ইন্দোর, মাডগাঁও (গোয়া)-মুম্বই, ধারওয়ার-বেঙ্গালুরু ও রাঁচি-পটনা৷ মূলত পর্যটনের প্রসারেই এই রুটগুলিতে বন্দে ভারত চালু হচ্ছে বলে রেল সূত্রে খবর ৷

Vande Bharat
বন্দে ভারত এক্সপ্রেস

উল্লেখ্য, মঙ্গলবার রাঁচি থেকে যাত্রা শুরু করবে এই ট্রেন ৷ তবে যাত্রীদের জন্য 28 জুন থেকে শুরু হবে পরিষেবা ৷ ওই দিন সকাল 7টায় পটনা থেকে ট্রেন চলাচল শুরু হবে ৷ এই ট্রেনটি পাটনা ও রাঁচি থেকে সপ্তাহে 6 দিন চালানো হবে । মঙ্গলবার বন্ধ থাকবে ।

Vande Bharat
বন্দে ভারত এক্সপ্রেস

বন্দে ভারত-এর চালক ইটিভি ভারতকে জানান, রুট অনুযায়ী গতি বাড়ানো হয় । পটনা ও গয়ার মধ্যে গতি 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘণ্টা হবে । আবার গয়া থেকে কোডারমা পর্যন্ত এটি 100 থেকে 110 গতিতে চলবে । যেখানে টানেল আছে, সেখানে গতি কমবে ৷ এই ট্রেন 160 কিমি প্রতি ঘণ্টা গতিতেও চালানো যায় ৷ তবে বর্তমানে এই ট্রেন ট্র্যাকের ক্ষমতা অনুযায়ী চালানো হচ্ছে ।

Vande Bharat
বন্দে ভারত এক্সপ্রেস

অন্যদিকে মধ্যপ্রদেশে আরও কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী ৷ দুপুরে তিনি শাহদোলে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ৷ সেখানকার পাকারিয়া নামের একটি গ্রামে ওই অনুষ্ঠান হবে ৷ সেখান থেকে তিনি ন্যাশনাল সিকল সেল অ্যানিমিয়া এলিমিনেশন মিশনের সূচনা করবেন ৷ এছাড়া 3.57 কোটি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ডও দেবেন ৷ এছাড়া শাহদোলে আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গেও তিনি কথা বলবেন ৷

Vande Bharat
বন্দে ভারত এক্সপ্রেস

আরও পড়ুন: বন্দে ভারত পাথর না ছোড়া নিয়ে সচেতনা প্রশাসনের

পটনা, 26 জুন: একসঙ্গে পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হবে আগামিকাল, মঙ্গলবার ৷ মধ্যপ্রদেশের ভোপালে রানি কমলাপতি রেল স্টেশন থেকে এই পাঁচটি বন্দে ভারতের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই পাঁচটি ট্রেনের মধ্যে বেশ কয়েকটি ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি ৷

যে পাঁচটি বন্দে ভারত উদ্বোধন হবে, সেগুলি হল - রানি কমলাপতি-জব্বলপুর, খাজুরাহো-ভোপাল-ইন্দোর, মাডগাঁও (গোয়া)-মুম্বই, ধারওয়ার-বেঙ্গালুরু ও রাঁচি-পটনা৷ মূলত পর্যটনের প্রসারেই এই রুটগুলিতে বন্দে ভারত চালু হচ্ছে বলে রেল সূত্রে খবর ৷

Vande Bharat
বন্দে ভারত এক্সপ্রেস

উল্লেখ্য, মঙ্গলবার রাঁচি থেকে যাত্রা শুরু করবে এই ট্রেন ৷ তবে যাত্রীদের জন্য 28 জুন থেকে শুরু হবে পরিষেবা ৷ ওই দিন সকাল 7টায় পটনা থেকে ট্রেন চলাচল শুরু হবে ৷ এই ট্রেনটি পাটনা ও রাঁচি থেকে সপ্তাহে 6 দিন চালানো হবে । মঙ্গলবার বন্ধ থাকবে ।

Vande Bharat
বন্দে ভারত এক্সপ্রেস

বন্দে ভারত-এর চালক ইটিভি ভারতকে জানান, রুট অনুযায়ী গতি বাড়ানো হয় । পটনা ও গয়ার মধ্যে গতি 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘণ্টা হবে । আবার গয়া থেকে কোডারমা পর্যন্ত এটি 100 থেকে 110 গতিতে চলবে । যেখানে টানেল আছে, সেখানে গতি কমবে ৷ এই ট্রেন 160 কিমি প্রতি ঘণ্টা গতিতেও চালানো যায় ৷ তবে বর্তমানে এই ট্রেন ট্র্যাকের ক্ষমতা অনুযায়ী চালানো হচ্ছে ।

Vande Bharat
বন্দে ভারত এক্সপ্রেস

অন্যদিকে মধ্যপ্রদেশে আরও কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী ৷ দুপুরে তিনি শাহদোলে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ৷ সেখানকার পাকারিয়া নামের একটি গ্রামে ওই অনুষ্ঠান হবে ৷ সেখান থেকে তিনি ন্যাশনাল সিকল সেল অ্যানিমিয়া এলিমিনেশন মিশনের সূচনা করবেন ৷ এছাড়া 3.57 কোটি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ডও দেবেন ৷ এছাড়া শাহদোলে আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গেও তিনি কথা বলবেন ৷

Vande Bharat
বন্দে ভারত এক্সপ্রেস

আরও পড়ুন: বন্দে ভারত পাথর না ছোড়া নিয়ে সচেতনা প্রশাসনের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.