ETV Bharat / bharat

Modi Slams Opposition: ভোটের জন্য বিনামূল্যে পাইয়ে দেওয়ার সংস্কৃতিই দেশের জন্য বিপজ্জনক, দাবি প্রধানমন্ত্রীর - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শনিবার বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের (Bundelkhand Expressway) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ উদ্বোধনের পর তিনি বিরোধীদের উদ্দেশ্যে তোপ দাগেন (PM Narendra Modi Slams Opposition on Free Revdi Culture) ৷

pm-narendra-modi-slams-opposition-on-free-revdi-culture
Modi Slams Opposition: ভোটের জন্য বিনামূল্যে পাইয়ে দেওয়ার সংস্কৃতিই দেশের জন্য বিপজ্জনক, দাবি প্রধানমন্ত্রীর
author img

By

Published : Jul 16, 2022, 6:21 PM IST

জালাউন (উত্তরপ্রদেশ), 16 জুলাই : বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের (Bundelkhand Expressway) উদ্বোধন হল শনিবার ৷ উত্তরপ্রদেশের জালাউন থেকে এই উদ্বোধনের পর বিরোধীদের উদ্দেশ্যে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ বিরোধীদের বিরুদ্ধে মোদির অভিযোগ, ভোট নেওয়ার জন্য মিষ্টি বিতরণের সংস্কৃতি (বিনামূল্যে কিছু পাইয়ে দেওয়া)-র রীতি ছিল ৷ এটা বন্ধ হওয়া উচিত বলে জানিয়েছেন তিনি ৷

PM Narendra Modi Slams Opposition on Free Revdi Culture
বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে

উত্তরপ্রদেশের এই বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে চিত্রকূটের সঙ্গে লখনউ-আগরা এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ স্থাপন করবে ৷ 2020 সালের ফেব্রুয়ারিতে এই এক্সপ্রেসওয়ের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী ৷ প্রায় আড়াই বছর পর শনিবার উদ্বোধন করলেন তিনি ৷

PM Narendra Modi Slams Opposition on Free Revdi Culture
বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে

উদ্বোধনের পর জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘‘মিষ্টি বিতরণের এই সংস্কৃতি দেশের উন্নয়নের জন্য খুবই ভয়ঙ্কর ৷ যাঁরা এই সংস্কৃতির সঙ্গে যুক্ত, তাঁরা কেউ নতুন এক্সপ্রেসওয়ে, নতুন বিমানবন্দর বা ডিফেন্স করিডর তৈরি করবে না ৷ তাই আমাদের এই সংস্কৃতিকে হারাতে হবে ৷ দেশের রাজনীতি থেকে এই মিষ্টি বিতরণের সংস্কৃতি বাদ দিতে হবে ৷’’ কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকার একসঙ্গে রাজ্যের ভবিষ্যৎ বদল করা হচ্ছে ৷

PM Narendra Modi Slams Opposition on Free Revdi Culture
বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে

প্রধানমন্ত্রীর মতে, যদি আইন-শৃঙ্খলা ও যোগাযোগ ব্যবস্থা ঠিক থাকে, তাহলে সব সমস্যার বিরুদ্ধে লড়াই করা যায় ৷ উত্তরপ্রদেশে এই দু’টিই ভালো করা হচ্ছে ৷

PM Narendra Modi Slams Opposition on Free Revdi Culture
বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে

এদিন রানি লক্ষ্মী বাঈয়ের (Rani Laxmi Bai) প্রসঙ্গও টেনে আনেন প্রধানমন্ত্রী ৷ বুন্দেলখণ্ড যে রানি লক্ষ্মী বাঈয়ের ভূমি সেই কথাও মনে করিয়ে দেন তিনি ৷ তাই তিনি এদিন স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গ টানেন ৷ স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষ্যে প্রতিটি গ্রামে স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগের স্মৃতিচারণের আর্জি জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : BJP Slams Sonia: আহমেদের মাধ্যমে সোনিয়াই মোদিকে টার্গেট করেছিলেন, দাবি বিজেপির সম্বিতের

জালাউন (উত্তরপ্রদেশ), 16 জুলাই : বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের (Bundelkhand Expressway) উদ্বোধন হল শনিবার ৷ উত্তরপ্রদেশের জালাউন থেকে এই উদ্বোধনের পর বিরোধীদের উদ্দেশ্যে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ বিরোধীদের বিরুদ্ধে মোদির অভিযোগ, ভোট নেওয়ার জন্য মিষ্টি বিতরণের সংস্কৃতি (বিনামূল্যে কিছু পাইয়ে দেওয়া)-র রীতি ছিল ৷ এটা বন্ধ হওয়া উচিত বলে জানিয়েছেন তিনি ৷

PM Narendra Modi Slams Opposition on Free Revdi Culture
বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে

উত্তরপ্রদেশের এই বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে চিত্রকূটের সঙ্গে লখনউ-আগরা এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ স্থাপন করবে ৷ 2020 সালের ফেব্রুয়ারিতে এই এক্সপ্রেসওয়ের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী ৷ প্রায় আড়াই বছর পর শনিবার উদ্বোধন করলেন তিনি ৷

PM Narendra Modi Slams Opposition on Free Revdi Culture
বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে

উদ্বোধনের পর জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘‘মিষ্টি বিতরণের এই সংস্কৃতি দেশের উন্নয়নের জন্য খুবই ভয়ঙ্কর ৷ যাঁরা এই সংস্কৃতির সঙ্গে যুক্ত, তাঁরা কেউ নতুন এক্সপ্রেসওয়ে, নতুন বিমানবন্দর বা ডিফেন্স করিডর তৈরি করবে না ৷ তাই আমাদের এই সংস্কৃতিকে হারাতে হবে ৷ দেশের রাজনীতি থেকে এই মিষ্টি বিতরণের সংস্কৃতি বাদ দিতে হবে ৷’’ কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকার একসঙ্গে রাজ্যের ভবিষ্যৎ বদল করা হচ্ছে ৷

PM Narendra Modi Slams Opposition on Free Revdi Culture
বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে

প্রধানমন্ত্রীর মতে, যদি আইন-শৃঙ্খলা ও যোগাযোগ ব্যবস্থা ঠিক থাকে, তাহলে সব সমস্যার বিরুদ্ধে লড়াই করা যায় ৷ উত্তরপ্রদেশে এই দু’টিই ভালো করা হচ্ছে ৷

PM Narendra Modi Slams Opposition on Free Revdi Culture
বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে

এদিন রানি লক্ষ্মী বাঈয়ের (Rani Laxmi Bai) প্রসঙ্গও টেনে আনেন প্রধানমন্ত্রী ৷ বুন্দেলখণ্ড যে রানি লক্ষ্মী বাঈয়ের ভূমি সেই কথাও মনে করিয়ে দেন তিনি ৷ তাই তিনি এদিন স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গ টানেন ৷ স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষ্যে প্রতিটি গ্রামে স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগের স্মৃতিচারণের আর্জি জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : BJP Slams Sonia: আহমেদের মাধ্যমে সোনিয়াই মোদিকে টার্গেট করেছিলেন, দাবি বিজেপির সম্বিতের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.