ETV Bharat / bharat

PM Modi Slams India Alliance: 'দুর্নীতি-পরিবারবাদ ইন্ডিয়া ছাড়ো', ঘুরপথে বিরোধীদের তোপ মোদির - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

508টি রেল স্টেশনের সংস্কারের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই অনুষ্ঠানে তিনি বিরোধী ইন্ডিয়া জোটকেও কড়া আক্রমণ করতে ভুললেন না তিনি ৷

ETV Bharat
নরেন্দ্র মোদি
author img

By

Published : Aug 6, 2023, 12:23 PM IST

Updated : Aug 6, 2023, 1:27 PM IST

নয়াদিল্লি, 6 অগস্ট: রেলের অনুষ্ঠানে 'কুইট ইন্ডিয়া'র প্রসঙ্গ উত্থাপন করলেন প্রধানমন্ত্রী ৷ ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে অগস্ট মাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহাত্মা গান্ধির 'ভারত ছাড়ো আন্দোলনে'র কথা বলেন তিনি ৷ এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, "'কুইট ইন্ডিয়া' (ভারত ছাড়ো আন্দোলন) থেকে অনুপ্রেরণা নিয়ে দেশবাসী এখন বলছে, দুর্নীতি- ইন্ডিয়া ছাড়ো, ভ্রষ্টাচার- ইন্ডিয়া ছাড়ো, পরিবারবাদ- ইন্ডিয়া ছাড়ো, পৃষ্ঠপোষকতা- ইন্ডিয়া ছাড়ো ৷"

রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছে, প্রধানমন্ত্রী বিরোধী 'ইন্ডিয়া জোট'কে উদ্দেশ্য করেই এমন মন্তব্য করেছেন ৷ দেশে নেতিবাচক রাজনীতি করছে বিরোধীরা, তোপ দাগেন তিনি ৷ রবিবার 508টি স্টেশন সংস্কারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের সূচনা করেন তিনি ৷ সেখানে তিনি বিরোধী শিবিরের রাজনীতি, ইন্ডিয়া জোটকে আক্রমণ করতে ছাড়লেন না ৷

  • #WATCH | Prime Minister Narendra Modi says, "...9th August is the day when the historic Quit India Movement began. Mahatma Gandhi gave the mantra and the Quit India Movement filled new energy into the steps of India towards attaining freedom. Inspired by this, today the entire… pic.twitter.com/frWkc6DIXB

    — ANI (@ANI) August 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্য একটি প্রসঙ্গে নাম না-করে তিনি কংগ্রেসকেও তীব্র আক্রমণ করেন ৷ গুজরাতে সবরমতী নদীর ধারে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি 'স্ট্যাচু অফ ইউনিটি' বিশ্বে সবচেয়ে বড় মূর্তি ৷ এই নিয়ে দেশবাসী গর্বিত, জানান প্রধানমন্ত্রী ৷ এই প্রসঙ্গে কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, "কয়েকটি দল নির্বাচনের আগে দেশের প্রথম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কথা স্মরণ করেন ৷ সর্দার বল্লভভাই প্যাটেলের নাম করেন, কিন্তু আজ পর্যন্ত দলের কোনও শীর্ষ নেতা ওই মূর্তি দেখতে যাননি ৷ তাঁর মূর্তিতে প্রণামও করেননি ৷"

আরও পড়ুন: নাগাল্যান্ডে 100 বছর বাদে দ্বিতীয় রেল স্টেশন, ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল প্রসঙ্গে টেনে মোদি বলেন, "গত 70 বছরে কেউ শহিদদের উদ্দেশ্যে ওয়ার মেমোরিয়াল তৈরি করেনি ৷ এর জন্য তারা লজ্জিতও নয় ৷ উলটে আমরা যখন এটা তৈরি করলাম, তখন আমাদের বিরোধিতা হয়েছিল ৷" বিরোধীরা নেতিবাচক রাজনীতি করছে বলে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

তাঁর দাবি, এতকিছুর পরেও রাজনীতির ঊর্ধ্বে উঠেই উন্নয়ন করছে মোদি সরকার ৷ তিনি জানান, কোন রাজ্য কোন দল ক্ষমতায় আছে, কোন রাজ্যের ভোটব্যাংক কত, এসব না ভেবে কেন্দ্রীয় সরকার সব রাজ্যের জন্য উন্নয়নের কথা ভেবেছে এবং সেই অনুযায়ী কাজ করছে ৷

নয়াদিল্লি, 6 অগস্ট: রেলের অনুষ্ঠানে 'কুইট ইন্ডিয়া'র প্রসঙ্গ উত্থাপন করলেন প্রধানমন্ত্রী ৷ ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে অগস্ট মাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহাত্মা গান্ধির 'ভারত ছাড়ো আন্দোলনে'র কথা বলেন তিনি ৷ এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, "'কুইট ইন্ডিয়া' (ভারত ছাড়ো আন্দোলন) থেকে অনুপ্রেরণা নিয়ে দেশবাসী এখন বলছে, দুর্নীতি- ইন্ডিয়া ছাড়ো, ভ্রষ্টাচার- ইন্ডিয়া ছাড়ো, পরিবারবাদ- ইন্ডিয়া ছাড়ো, পৃষ্ঠপোষকতা- ইন্ডিয়া ছাড়ো ৷"

রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছে, প্রধানমন্ত্রী বিরোধী 'ইন্ডিয়া জোট'কে উদ্দেশ্য করেই এমন মন্তব্য করেছেন ৷ দেশে নেতিবাচক রাজনীতি করছে বিরোধীরা, তোপ দাগেন তিনি ৷ রবিবার 508টি স্টেশন সংস্কারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের সূচনা করেন তিনি ৷ সেখানে তিনি বিরোধী শিবিরের রাজনীতি, ইন্ডিয়া জোটকে আক্রমণ করতে ছাড়লেন না ৷

  • #WATCH | Prime Minister Narendra Modi says, "...9th August is the day when the historic Quit India Movement began. Mahatma Gandhi gave the mantra and the Quit India Movement filled new energy into the steps of India towards attaining freedom. Inspired by this, today the entire… pic.twitter.com/frWkc6DIXB

    — ANI (@ANI) August 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্য একটি প্রসঙ্গে নাম না-করে তিনি কংগ্রেসকেও তীব্র আক্রমণ করেন ৷ গুজরাতে সবরমতী নদীর ধারে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি 'স্ট্যাচু অফ ইউনিটি' বিশ্বে সবচেয়ে বড় মূর্তি ৷ এই নিয়ে দেশবাসী গর্বিত, জানান প্রধানমন্ত্রী ৷ এই প্রসঙ্গে কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, "কয়েকটি দল নির্বাচনের আগে দেশের প্রথম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কথা স্মরণ করেন ৷ সর্দার বল্লভভাই প্যাটেলের নাম করেন, কিন্তু আজ পর্যন্ত দলের কোনও শীর্ষ নেতা ওই মূর্তি দেখতে যাননি ৷ তাঁর মূর্তিতে প্রণামও করেননি ৷"

আরও পড়ুন: নাগাল্যান্ডে 100 বছর বাদে দ্বিতীয় রেল স্টেশন, ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল প্রসঙ্গে টেনে মোদি বলেন, "গত 70 বছরে কেউ শহিদদের উদ্দেশ্যে ওয়ার মেমোরিয়াল তৈরি করেনি ৷ এর জন্য তারা লজ্জিতও নয় ৷ উলটে আমরা যখন এটা তৈরি করলাম, তখন আমাদের বিরোধিতা হয়েছিল ৷" বিরোধীরা নেতিবাচক রাজনীতি করছে বলে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

তাঁর দাবি, এতকিছুর পরেও রাজনীতির ঊর্ধ্বে উঠেই উন্নয়ন করছে মোদি সরকার ৷ তিনি জানান, কোন রাজ্য কোন দল ক্ষমতায় আছে, কোন রাজ্যের ভোটব্যাংক কত, এসব না ভেবে কেন্দ্রীয় সরকার সব রাজ্যের জন্য উন্নয়নের কথা ভেবেছে এবং সেই অনুযায়ী কাজ করছে ৷

Last Updated : Aug 6, 2023, 1:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.