ETV Bharat / bharat

PM Narendra Modi: পরিবর্তনের বছর 2014-তে মানুষ পুরনো মোবাইলের মতো সরকারও বদলে দিয়েছিল, কটাক্ষ মোদির - PM Narendra Modi Slams Congress

PM Narendra Modi Slams Congress: বৃহস্পতিবার নয়াদিল্লিতে উদ্বোধন হল ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের ৷ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই উদ্বোধনের মঞ্চ থেকে কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী ৷

PM Narendra Modi
PM Narendra Modi
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 6:02 PM IST

নয়াদিল্লি, 27 অক্টোবর: ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের মঞ্চ থেকে কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায়, 2014 সাল শুধুমাত্র কোনও তারিখ নয় ৷ বরং ওই সালকে পরিবর্তনের বছর হিসেবে দেখা উচিত ৷ কারণ, ওই বছরই ভারতবাসী ফ্রোজেন স্ক্রিনের পুরনো ফোনকে প্রত্যাখান করেছে ৷ এর পর যে সরকারকে মানুষ বেছে নিয়েছে, তা বদলে দিয়েছে সামগ্রিক পরিস্থিতি ৷

বৃহস্পতিবার এই ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের সূচনা করেন প্রধানমন্ত্রী ৷ সেখান থেকেই তিনি এই কথা বলেন ৷ সেখানে মোদি পরিসংখ্যান তুলে ধরেন যে ভারত কীভাবে আমদানিকারক থেকে মোবাইল ফোনের রফতানিকারক হয়ে উঠেছে ৷ অ্যাপল থেকে গুগলের মতো বড় সংস্থাগুলি কীভাবে এই দেশে এসে মোবাইল তৈরি করতে চাইছে, সেই ব্যাখ্যাও এ দিন করেন প্রধানমন্ত্রী ৷

মোদি কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে কটাক্ষ করেন৷ তাঁর কথায়, পুরনো ফোনগুলির মতো ফ্রোজেন স্ক্রিন আর নেই ৷ বোতাম টিপলেও কাজ করবে না৷ আগের সরকারও এমন ফ্রোজেন (স্থির) অবস্থায় ছিল । প্রধানমন্ত্রী বলেন, ‘‘রিস্টার্ট করলে বা ব্যাটারি চার্জ করলে বা এমনকি ব্যাটারি পরিবর্তন করলেও পুরনো কাজ করে না ৷ 2014 সালে সাধারণ মানুষ এই ধরনের পুরনো ফোন প্রত্যাখান করেছিলেন এবং আমাদের দেশের সেবা করার সুযোগ দিয়েছিলেন ।"

তিনি জানান, দ্রুততম 5জি মোবাইল নেটওয়ার্ক চালু করার পর, ভারত নিজেকে 6জি-এর ক্ষেত্রে অগ্রগামী হিসেবে প্রতিষ্ঠিত করার দিকে অগ্রসর হচ্ছে । প্রধানমন্ত্রী আরও জানান, সারা বিশ্ব 'মেড ইন ইন্ডিয়া' ফোন ব্যবহার করছে । ভারত মোবাইল ব্রডব্যান্ড গতিতে 118তম অবস্থান থেকে 43তম অবস্থানে পৌঁছেছে ৷ 5জি রোল-আউটের এক বছরের মধ্যে চার লক্ষ 5জি বেস স্টেশন স্থাপন করা হয়েছে ।

তাঁর বক্তব্য, দেশের মানুষকে পুঁজি ও সম্পদ ব্যবহার করার সুযোগ দেওয়ার পাশাপাশি প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেওয়াও সরকারের দায়িত্বের মধ্যে পড়ে ৷

আরও পড়ুন: দেশের প্রথম স্যাটেলাইট-ভিত্তিক গিগাবিট ব্রডব্যান্ড পরিষেবা জিওস্পেসফাইবার আনল রিলায়েন্স জিও

নয়াদিল্লি, 27 অক্টোবর: ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের মঞ্চ থেকে কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায়, 2014 সাল শুধুমাত্র কোনও তারিখ নয় ৷ বরং ওই সালকে পরিবর্তনের বছর হিসেবে দেখা উচিত ৷ কারণ, ওই বছরই ভারতবাসী ফ্রোজেন স্ক্রিনের পুরনো ফোনকে প্রত্যাখান করেছে ৷ এর পর যে সরকারকে মানুষ বেছে নিয়েছে, তা বদলে দিয়েছে সামগ্রিক পরিস্থিতি ৷

বৃহস্পতিবার এই ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের সূচনা করেন প্রধানমন্ত্রী ৷ সেখান থেকেই তিনি এই কথা বলেন ৷ সেখানে মোদি পরিসংখ্যান তুলে ধরেন যে ভারত কীভাবে আমদানিকারক থেকে মোবাইল ফোনের রফতানিকারক হয়ে উঠেছে ৷ অ্যাপল থেকে গুগলের মতো বড় সংস্থাগুলি কীভাবে এই দেশে এসে মোবাইল তৈরি করতে চাইছে, সেই ব্যাখ্যাও এ দিন করেন প্রধানমন্ত্রী ৷

মোদি কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে কটাক্ষ করেন৷ তাঁর কথায়, পুরনো ফোনগুলির মতো ফ্রোজেন স্ক্রিন আর নেই ৷ বোতাম টিপলেও কাজ করবে না৷ আগের সরকারও এমন ফ্রোজেন (স্থির) অবস্থায় ছিল । প্রধানমন্ত্রী বলেন, ‘‘রিস্টার্ট করলে বা ব্যাটারি চার্জ করলে বা এমনকি ব্যাটারি পরিবর্তন করলেও পুরনো কাজ করে না ৷ 2014 সালে সাধারণ মানুষ এই ধরনের পুরনো ফোন প্রত্যাখান করেছিলেন এবং আমাদের দেশের সেবা করার সুযোগ দিয়েছিলেন ।"

তিনি জানান, দ্রুততম 5জি মোবাইল নেটওয়ার্ক চালু করার পর, ভারত নিজেকে 6জি-এর ক্ষেত্রে অগ্রগামী হিসেবে প্রতিষ্ঠিত করার দিকে অগ্রসর হচ্ছে । প্রধানমন্ত্রী আরও জানান, সারা বিশ্ব 'মেড ইন ইন্ডিয়া' ফোন ব্যবহার করছে । ভারত মোবাইল ব্রডব্যান্ড গতিতে 118তম অবস্থান থেকে 43তম অবস্থানে পৌঁছেছে ৷ 5জি রোল-আউটের এক বছরের মধ্যে চার লক্ষ 5জি বেস স্টেশন স্থাপন করা হয়েছে ।

তাঁর বক্তব্য, দেশের মানুষকে পুঁজি ও সম্পদ ব্যবহার করার সুযোগ দেওয়ার পাশাপাশি প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেওয়াও সরকারের দায়িত্বের মধ্যে পড়ে ৷

আরও পড়ুন: দেশের প্রথম স্যাটেলাইট-ভিত্তিক গিগাবিট ব্রডব্যান্ড পরিষেবা জিওস্পেসফাইবার আনল রিলায়েন্স জিও

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.