নয়াদিল্লি, 12 ডিসেম্বর: কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর সঙ্গে যোগ রয়েছে, এমন জায়গা থেকে ইতিমধ্য়ে সাড়ে তিনশো কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে আয়কর দফতর ৷ এই নিয়ে মঙ্গলবার কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কংগ্রেসকে বিঁধতে তিনি এই অর্থ উদ্ধারের সঙ্গে তুলনা করেছেন ওটিটি-তে রিলিজ করা একটি ক্রাইম সিরিজের সঙ্গে ৷
আসলে ওই সিরিজের সঙ্গে ধীরাজ সাহুর কাছে থেকে অর্থ উদ্ধারের বিষয়টি মিলিয়ে সোশাল মিডিয়ায় বিজেপির তরফে একটি পোস্ট করা হয়েছে ৷ যে ক্রাইম সিরিজের সঙ্গে তুলনা করা হয়েছে, তার নাম ‘মানি হেইস্ট’ ৷ বাংলায় তর্জমা করলে টাকা চুরি ৷ বিজেপির তরফে করা পোস্টে এই অর্থ উদ্ধারকে বলা হয়েছে, ‘‘কংগ্রেস মানি হেইস্ট উপস্থাপন করছে ৷’’
বিজেপির ওই পোস্টটিই রিপোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি লিখেছেন, "ভারতে, কার 'মানি হেইস্ট' গল্পের প্রয়োজন, যখন আপনার কাছে কংগ্রেস পার্টি আছে, যাদের চুরি 70 বছর ধরে চলার ঐতিহ্য রয়েছে এবং তা হয়ে চলেছে ৷’’
-
In India, who needs 'Money Heist' fiction, when you have the Congress Party, whose heists are legendary for 70 years and counting! https://t.co/J70MCA5lcG
— Narendra Modi (@narendramodi) December 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">In India, who needs 'Money Heist' fiction, when you have the Congress Party, whose heists are legendary for 70 years and counting! https://t.co/J70MCA5lcG
— Narendra Modi (@narendramodi) December 12, 2023In India, who needs 'Money Heist' fiction, when you have the Congress Party, whose heists are legendary for 70 years and counting! https://t.co/J70MCA5lcG
— Narendra Modi (@narendramodi) December 12, 2023
রবিবার সরকারি একটি সূত্র থেকে জানা যায়, রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ ধীরাজ সাহুর পরিবারের মালিকানাধীন ওড়িশায় অবস্তিত বৌধ ডিস্টিলারি প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে আয়কর বিভাগের অনুসন্ধানে 351 কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করা হয় ৷ এখনও পর্যন্ত কোনও একটি তদন্তে নগদ অর্থ উদ্ধারের এটা সর্বোচ্চ পরিমাণ ৷
এই বিষয়টি সামনে আসার পর থেকেই এই নিয়ে হইচই পড়ে ৷ বিজেপি কংগ্রেসকে আক্রমণ করতে থাকে ৷ সেই বিষয়টি বিজেপির তৈরি করা ভিডিয়োতেও সামনে এসেছে ৷ সেখানে রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গের-সহ সিনিয়র কংগ্রেস নেতাদের সঙ্গে ধীরাজ সাহুর ছবিও দেওয়া হয়েছে ৷
সংবাদসংস্থা - পিটিআই
আরও পড়ুন: