ETV Bharat / bharat

দাসত্বের মানসিকতা থেকে মুক্তি পেয়েছে ভারত, স্বরবেদ মহামন্দিরের উদ্বোধনের পর বললেন প্রধানমন্ত্রী - বারাণসী

PM Narendra Modi inaugurates Swarved Mahamandir: সোমবার উত্তরপ্রদেশের বারাণসীতে স্বরবেদ মহামন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওই মহামন্দিরে একসঙ্গে 20 হাজার মানুষ ধ্যান করতে পারবেন ৷ সেখানে প্রধানমন্ত্রী জানান, দাসত্বের মানসিকতা থেকে মুক্তি পেয়েছে ভারত ৷

PM Narendra Modi
PM Narendra Modi
author img

By PTI

Published : Dec 18, 2023, 4:24 PM IST

বারাণসী, 18 ডিসেম্বর: দাসত্বের মানসিকতা থেকে মুক্ত হওয়ার ঘোষণা করেছে দেশ ৷ আর এই দেশের মানুষ এখন নিজেদের ঐতিহ্য নিয়ে গর্ববোধ করেন ৷ সোমবার একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এ দিন উত্তরপ্রদেশের বারাণসীতে তিনি বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্র স্বরবেদ মহামন্দিরের উদ্বোধন করেন ৷ সেখানেই এই কথা জানিয়েছেন তিনি ৷

প্রধানমন্ত্রী বলেন, "দাসত্বের যুগে, যারা ভারতকে দুর্বল করার চেষ্টা করেছিল, তারা প্রথমে আমাদের প্রতীকগুলিকে আক্রমণ করেছিল । স্বাধীনতার পরে এই সাংস্কৃতিক প্রতীকগুলির পুনর্নির্মাণ অপরিহার্য ছিল । ভারত স্বাধীন হওয়ার পরে সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের বিরোধিতা হয়েছিল এবং এই চিন্তাধারা কয়েক দশক ধরে প্রভাব বিস্তার করে রেখেছিল ।"

এই নিয়ে তাঁর আরও বক্তব্য, এর পরিণতিতে ভারত হীনমন্যতার গর্তে পড়ে গেল এবং তার ঐতিহ্য নিয়ে গর্ববোধ করতে ভুলে গেল । স্বাধীনতার সাত দশক পরে, সময়ের চাকা আবার ঘুরেছে । লাল কেল্লা থেকে দেশ দাসত্বের মানসিকতা থেকে মুক্ত হওয়ার ঘোষণা করেছে ৷ আর তার ঐতিহ্য সম্পর্কে গর্ববোধ করা শুরু করেছে ৷ সোমনাথ মন্দির থেকে শুরু হওয়া কাজ এখন প্রচারে পরিণত হয়েছে । এখন বিশ্বনাথের মহিমা ভারতের গৌরবগাথা প্রচার করছে ৷

প্রধানমন্ত্রী জানান, কয়েক শতাব্দী ধরে, ভারত অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের উদাহরণ হয়ে উঠেছে ৷ তিনি আরও উল্লেখ করেন যে সরকার, সমাজ এবং সাধুরা কাশীর পুনরুজ্জীবনের জন্য একসঙ্গে কাজ করছেন । এদিকে এ দিন স্বরবেদ মহামন্দিরের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুরো কেন্দ্রটি ঘুরে দেখেন ৷ ওই কেন্দ্রে একসঙ্গে 20 হাজার মানুষ বসে ধ্যান করতে পারবেন ৷ সাততলা এই মহামন্দিরের দেওয়ালে স্বরবেদের শ্লোকগুলি খোদাই করা হয়েছে ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. দিল্লি-বারাণসী দ্বিতীয় বন্দে ভারতের উদ্বোধন মোদির, অত্যাধুনিক গেরুয়া ট্রেনের সফর শুরু
  2. বারাণসীতে অ্যাম্বুলেন্সের জন্য নিজের কনভয় থামিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদি
  3. 'সংসদে স্মোক ক্যানিস্টার হামলায় কোনও তর্ক-বির্তক নয়,' মন্তব্য নরেন্দ্র মোদির

বারাণসী, 18 ডিসেম্বর: দাসত্বের মানসিকতা থেকে মুক্ত হওয়ার ঘোষণা করেছে দেশ ৷ আর এই দেশের মানুষ এখন নিজেদের ঐতিহ্য নিয়ে গর্ববোধ করেন ৷ সোমবার একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এ দিন উত্তরপ্রদেশের বারাণসীতে তিনি বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্র স্বরবেদ মহামন্দিরের উদ্বোধন করেন ৷ সেখানেই এই কথা জানিয়েছেন তিনি ৷

প্রধানমন্ত্রী বলেন, "দাসত্বের যুগে, যারা ভারতকে দুর্বল করার চেষ্টা করেছিল, তারা প্রথমে আমাদের প্রতীকগুলিকে আক্রমণ করেছিল । স্বাধীনতার পরে এই সাংস্কৃতিক প্রতীকগুলির পুনর্নির্মাণ অপরিহার্য ছিল । ভারত স্বাধীন হওয়ার পরে সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের বিরোধিতা হয়েছিল এবং এই চিন্তাধারা কয়েক দশক ধরে প্রভাব বিস্তার করে রেখেছিল ।"

এই নিয়ে তাঁর আরও বক্তব্য, এর পরিণতিতে ভারত হীনমন্যতার গর্তে পড়ে গেল এবং তার ঐতিহ্য নিয়ে গর্ববোধ করতে ভুলে গেল । স্বাধীনতার সাত দশক পরে, সময়ের চাকা আবার ঘুরেছে । লাল কেল্লা থেকে দেশ দাসত্বের মানসিকতা থেকে মুক্ত হওয়ার ঘোষণা করেছে ৷ আর তার ঐতিহ্য সম্পর্কে গর্ববোধ করা শুরু করেছে ৷ সোমনাথ মন্দির থেকে শুরু হওয়া কাজ এখন প্রচারে পরিণত হয়েছে । এখন বিশ্বনাথের মহিমা ভারতের গৌরবগাথা প্রচার করছে ৷

প্রধানমন্ত্রী জানান, কয়েক শতাব্দী ধরে, ভারত অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের উদাহরণ হয়ে উঠেছে ৷ তিনি আরও উল্লেখ করেন যে সরকার, সমাজ এবং সাধুরা কাশীর পুনরুজ্জীবনের জন্য একসঙ্গে কাজ করছেন । এদিকে এ দিন স্বরবেদ মহামন্দিরের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুরো কেন্দ্রটি ঘুরে দেখেন ৷ ওই কেন্দ্রে একসঙ্গে 20 হাজার মানুষ বসে ধ্যান করতে পারবেন ৷ সাততলা এই মহামন্দিরের দেওয়ালে স্বরবেদের শ্লোকগুলি খোদাই করা হয়েছে ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. দিল্লি-বারাণসী দ্বিতীয় বন্দে ভারতের উদ্বোধন মোদির, অত্যাধুনিক গেরুয়া ট্রেনের সফর শুরু
  2. বারাণসীতে অ্যাম্বুলেন্সের জন্য নিজের কনভয় থামিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদি
  3. 'সংসদে স্মোক ক্যানিস্টার হামলায় কোনও তর্ক-বির্তক নয়,' মন্তব্য নরেন্দ্র মোদির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.