নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর : গত দেড় দশকে বহু লক্ষ্যপূরণ করেছে ব্রিকস ৷ বৃহস্পতিবার এই জোটের সম্মেলনে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায়, বিশ্বে যে সমস্ত দেশের অর্থনীতি ক্রমশ ঊর্ধ্বগামী ৷ সেই সমস্ত দেশের জন্য ব্রিকস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ৷
বৃহস্পতিবার শুরু হয়েছে ব্রিকসের এই 13তম সম্মেলন ৷ ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে তৈরি এই জোটের সম্মেলন এবার ভার্চুয়াল মাধ্যমে হচ্ছে ৷ কারণ অবশ্যই করোনার জেরে তৈরি হওয়া অতিমারি পরিস্থিতি ৷
আরও পড়ুন : Uttar Pradesh BJP : নজরে উত্তরপ্রদেশ, ভোটের আগে যোগী রাজ্যের সংগঠনে ব্যাপক রদবদল বিজেপির
এবার ওই সম্মেলনের 15তম বর্ষ ৷ এবার সভাপতিত্বের দায়িত্ব রয়েছে ভারতের কাঁধে ৷ তাই এদিনের সম্মেলনে সভাপতিত্ব করেন ও শুরুতেই ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি ৷ এই সুযোগ পাওয়ার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান ৷ পাশাপাশি বলেন, ‘‘ভারতের সভাপতিত্ব কালে সমস্ত দেশই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ৷ এর জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ ৷’’
তার পরই গত দেড় দশকে ব্রিকসের সাফল্যের কথা তুলে ধরেন তিনি ৷ কীভাবে এই জোট উন্নয়নশীল দেশগুলিকে সাহায্য করছে, সেই ব্যাখ্যাও তিনি দেন ৷ পাশাপাশি আগামী 15 বছরে একে অপরকে সাহায্য করার বিষয়টির উপরও জোর দেন প্রধানমন্ত্রী মোদি ৷
আরও পড়ুন : Afghanistan Situation : আফগানিস্তান নিয়ে বাড়ছে উদ্বেগ, মার্কিন ও রুশ শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক ডোভালের
এছাড়া তিনি জানান, করোনা পরিস্থিতির মধ্যেও চলতি বছরে ব্রিকসের দেড়শোটি বৈঠক ও অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ৷ তার মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে 20টি ৷ আগামী নভেম্বরে ব্রিকসের জলসম্পদ মন্ত্রীদের বৈঠক হবে ৷ যা এই জোটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে বলে নরেন্দ্র মোদি এদিন তাঁর ভাষণে জানিয়েছেন ৷
এদিনের এই ভার্চুয়াল সম্মেলনে অংশ নিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসানারো, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাপোসা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট জি জিংপিং ৷
আরও পড়ুন : Mohan Bhagwat : এদেশে হিন্দু-মুসলমানের পূর্বপুরুষ একই, ব্রিটিশরা এসে ভুল বুঝিয়েছে; দাবি ভাগবতের
এর আগে 2016 সালে গোয়ায় ব্রিকসের যে সম্মেলন বসেছিল, সেখানে সভাপতিত্ব করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷