নয়াদিল্লি, 21 এপ্রিল: সুদানের পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার এই নিয়ে পর্যালোচনা বৈঠক করেন তিনি ৷ হিংসাদীর্ণ উত্তর আফ্রিকার ওই দেশে প্রায় তিন হাজার ভারতীয় আটকে রয়েছে ৷ মূলত সেই বিষয়টিই আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বলে খবর ৷ সরকারিভাবে জানানো হয়েছে যে বৈঠক প্রধানমন্ত্রী আধিকারিকদের জানান, সুদানের পরিস্থিতির উপর যেন সঠিকভাবে নজর রাখা হয় ৷ সেখান থেকে ভারতীয়দের যেন নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় ৷
সরকারি ওই বিবৃতিতে বলা হয়েছে, বৈঠক চলাকালীন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুদানের সাম্প্রতিকতম পরিস্থিতির পর্যালোচনা করেছেন এবং বর্তমানে ওই দেশের বিভিন্ন জায়গায় থাকা তিন হাজারের বেশি ভারতীয় নাগরিকের সুরক্ষার উপর আরও বেশি করে নজর দিতে বলেছেন ৷ উচ্চপর্যায়ের এই বৈঠকে উপস্থিত থাকা আধিকারিকদের থেকে রিপোর্টও নেন ৷
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই সুদানের পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে ৷ দু’টি সেনা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরেই এই ঘটনা ৷ ইতিমধ্যে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে ৷ আহতও অনেক৷ খাবার ও জলের সংকট তৈরি হয়েছে ৷ ক্রমশ ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ওই দেশ৷ সম্প্রতি একজন ভারতীয় নাগরিকেরও সেখানে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে ৷ সেই বিষয়টিও এদিনের বৈঠকে ওঠে ৷ গত সপ্তাহের ওই ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী শোকপ্রকাশ করেছেন বলেও সরকারি বিবৃতিতে জানানো হয়েছে ৷
সেই কারণেই আটকে ভারতীয়দের দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে বের করে আনার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ সুদানের প্রতিবেশী দেশগুলির সঙ্গে যোগাযোগ রেখে এই উদ্ধারকাজ চালাতে বলেছেন তিনি ৷
প্রসঙ্গত, সুদানের এই পরিস্থিতি দেখা দেওয়ার পর দেশের বিভিন্ন অংশ থেকে খবর আসতে থাকে যে ওই দেশে গিয়ে অনেকেই আটকে পড়েছেন ৷ তাঁদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ৷ পরিবারের সদস্যদের তাঁরা জানিয়েছেন যে তাঁরা বাড়ির বাইরে বের হতে পারছেন না ৷ বাইরে গুলি আর বোমার শব্দ শোনা যাচ্ছে সবসময় ৷ তাঁদের খাবার ও জলেও টান পড়েছে ৷ তাই পরিবারের সদস্যদের তাঁরা ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করতে বলেন ৷ অনেক পরিবারের তরফে সরকারের কাছে ইতিমধ্যে আবেদনও করা হয়েছে ৷
আরও পড়ুন: গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান, অন্য দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখছে কেন্দ্র