দিল্লি, 7 ফেব্রুয়ারি: অসম থেকেই উত্তরাখণ্ডের পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটে জানিয়েছেন, এই বিপর্যয়ে উত্তরাখণ্ডের পাশে রয়েছে গোটা দেশ। রাজ্যকে যাবতীয় সাহায্য করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরাখণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও।
অসম সফররত প্রধানমন্ত্রী টুইটারে জানিয়েছেন, ''উত্তরাখণ্ডের দুর্ভাগ্যজনক পরিস্থিতির দিকে প্রতিনিয়ত নজর রাখছি। ভারত উত্তরাখণ্ডের পাশে রয়েছে এবং দেশ সেখানকার সবার জন্য প্রার্থনা করছে। এনডিআরএফ-এর অবস্থান, উদ্ধারকাজ ও ত্রাণকাজ সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে সবসময় নজর রাখছি।''
-
Am constantly monitoring the unfortunate situation in Uttarakhand. India stands with Uttarakhand and the nation prays for everyone’s safety there. Have been continuously speaking to senior authorities and getting updates on NDRF deployment, rescue work and relief operations.
— Narendra Modi (@narendramodi) February 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Am constantly monitoring the unfortunate situation in Uttarakhand. India stands with Uttarakhand and the nation prays for everyone’s safety there. Have been continuously speaking to senior authorities and getting updates on NDRF deployment, rescue work and relief operations.
— Narendra Modi (@narendramodi) February 7, 2021Am constantly monitoring the unfortunate situation in Uttarakhand. India stands with Uttarakhand and the nation prays for everyone’s safety there. Have been continuously speaking to senior authorities and getting updates on NDRF deployment, rescue work and relief operations.
— Narendra Modi (@narendramodi) February 7, 2021
উত্তরাখণ্ডের বিপর্যয়ে কেন্দ্রীয় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি টুইটে লিখেছেন, ''উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত ও আইটিবিপি-র ডিজি এসএস দেসওয়ালের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। কথা বলেছি এনডিআরএফ-এর ডিজি এসএন প্রধান ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকদের সঙ্গেও। দিল্লি থেকে এনডিআরএফ-এর আর একটি দলকে এয়ারলিফ্ট করে উত্তরাখণ্ড পাঠানো হচ্ছে।''
-
NDRF की कुछ और टीमें दिल्ली से Airlift करके उत्तराखंड भेजी जा रही हैं। हम वहाँ की स्थिति को निरंतर मॉनिटर कर रहे हैं। https://t.co/BVFZJiHiWY
— Amit Shah (@AmitShah) February 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">NDRF की कुछ और टीमें दिल्ली से Airlift करके उत्तराखंड भेजी जा रही हैं। हम वहाँ की स्थिति को निरंतर मॉनिटर कर रहे हैं। https://t.co/BVFZJiHiWY
— Amit Shah (@AmitShah) February 7, 2021NDRF की कुछ और टीमें दिल्ली से Airlift करके उत्तराखंड भेजी जा रही हैं। हम वहाँ की स्थिति को निरंतर मॉनिटर कर रहे हैं। https://t.co/BVFZJiHiWY
— Amit Shah (@AmitShah) February 7, 2021
যোশীমঠের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি জানিয়েছেন, ঠিক পথেই এগোচ্ছে ত্রাণ ও উদ্ধারকাজ।
-
Deeply worried about the glacier burst near Joshimath, Uttarakhand, that caused destruction in the region. Praying for well being and safety of people. Am confident that rescue and relief operations on ground are progressing well.
— President of India (@rashtrapatibhvn) February 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Deeply worried about the glacier burst near Joshimath, Uttarakhand, that caused destruction in the region. Praying for well being and safety of people. Am confident that rescue and relief operations on ground are progressing well.
— President of India (@rashtrapatibhvn) February 7, 2021Deeply worried about the glacier burst near Joshimath, Uttarakhand, that caused destruction in the region. Praying for well being and safety of people. Am confident that rescue and relief operations on ground are progressing well.
— President of India (@rashtrapatibhvn) February 7, 2021
এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
-
Deeply shocked and very saddened at the loss of lives in the disaster that took place in Uttarakhand. My deepest condolences to the families of the deceased. Wishing a speedy and full recovery for those injured in the calamity.
— Mamata Banerjee (@MamataOfficial) February 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Deeply shocked and very saddened at the loss of lives in the disaster that took place in Uttarakhand. My deepest condolences to the families of the deceased. Wishing a speedy and full recovery for those injured in the calamity.
— Mamata Banerjee (@MamataOfficial) February 7, 2021Deeply shocked and very saddened at the loss of lives in the disaster that took place in Uttarakhand. My deepest condolences to the families of the deceased. Wishing a speedy and full recovery for those injured in the calamity.
— Mamata Banerjee (@MamataOfficial) February 7, 2021
রবিবার সকালে আচমকা ভেঙে পড়ে নন্দা দেবী হিমবাহ। তার জেরে প্রবল তুষারধসের সৃষ্টি হয়। বেড়ে যায় ওই এলাকার নদীগুলির জলস্তর। প্রবল জলোচ্ছ্বাসে ভেঙে যায় কয়েকটি বাঁধ। ক্ষতিগ্রস্ত হয় ঋষিগঙ্গা জলবিদ্যুত্ কেন্দ্রের। সেখানে কর্মরত বহু শ্রমিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। বান এসেছে ধৌলীগঙ্গা, অলকানন্দা নদীতে। সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, যে এলাকায় হিমবাহ ভেঙেছে, সেখানে বিশেষ জনবসতি না-থাকলেও, বেশ কয়েকটি বিদ্যুত্কেন্দ্র রয়েছে। সেগুলির যথেষ্ট ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: উত্তরাখণ্ডে হিমবাহ ভেঙে ব্যাপক তুষারধস! ভাঙল বাঁধ, 150 জনের মৃত্যুর আশঙ্কা
উদ্ধারকাজ চালাচ্ছে আইটিবিপি ও এসডিআরএফ-এর বাহিনী। আশপাশের নদীগুলিতে জলস্তর বেড়ে গিয়ে বহু এলাকা প্লাবিত হয়েছে। ওই এলাকার মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় মানুষকে গঙ্গার ধারে না-যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্গত এলাকায় যাঁরা আটকে পড়েছেন সাহায্যের জন্য তাঁরা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত বিপর্যয় মোকাবিলা কেন্দ্রের ফোন করতে বলেছেন এই নম্বরে, 1070 or 9557444486।