উত্তরাখণ্ড, 7 অক্টোবর : হৃষিকেশে পৌঁছালেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ এমআই-17 (MI-17) হেলিকপ্টারে করে সেখানে যান তিনি ৷ তাঁকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, মন্ত্রী হরক সিং রাওয়াত, মন্ত্রী গণেশ জোশী ও অন্যরা ৷
আজ তাঁর মন্ত্রিত্বের 20তম বছর পূর্ণ হচ্ছে ৷ সকালে এ কথা জানিয়ে একটি টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "আজ 7 অক্টোবর, সরকারের শীর্ষ নেতৃত্ব হিসেবে আজ 20 বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদি ৷ তিনি 'আত্মনির্ভর ভারত'-এর জন্য কাজ করছেন, প্রায়ই 'প্রধান সেবক' নিজের পরিচয় দেন ৷ এই 20 বছরে দেশের উন্নয়নে কী কী হয়েছে তার বিভিন্ন দিক জানতে @mygovindia-তে একটি কুইজে অংশগ্রহণ করুন ৷" আজ সেখানে পিএসএ অক্সিজেন প্লান্ট-এর উদ্বোধন করার কথা ৷
-
PM @narendramodi completes 20 years as a head of Government today, 7th Oct. He has often described himself as a ‘Pradhan Sevak’, working for an ‘Aatmanirbhar Bharat’. Take this quiz on @mygovindia on various aspects of nation-building in these 20 years: https://t.co/nEYpBCltGN
— PMO India (@PMOIndia) October 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">PM @narendramodi completes 20 years as a head of Government today, 7th Oct. He has often described himself as a ‘Pradhan Sevak’, working for an ‘Aatmanirbhar Bharat’. Take this quiz on @mygovindia on various aspects of nation-building in these 20 years: https://t.co/nEYpBCltGN
— PMO India (@PMOIndia) October 7, 2021PM @narendramodi completes 20 years as a head of Government today, 7th Oct. He has often described himself as a ‘Pradhan Sevak’, working for an ‘Aatmanirbhar Bharat’. Take this quiz on @mygovindia on various aspects of nation-building in these 20 years: https://t.co/nEYpBCltGN
— PMO India (@PMOIndia) October 7, 2021
আরও পড়ুন : Narendra Modi : মন্ত্রিত্বের 20 বছর পূর্তিতে কেদারনাথ যাত্রা মোদির
হৃষিকেশে পৌঁছে সেখানকার এইমসে বক্তৃতায় তিনি বলেন, "20 বছর আগে আজকের দিনে মানুষের সেবা করার নতুন এক দায়িত্ব পেয়েছিলাম আমি ৷ মানুষের মধ্যে থেকে মানুষের সেবা করার আমার এই যাত্রা কয়েক দশক আগে থেকে চলছে ৷ কিন্তু আজ থেকে 20 বছর আগে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে আমি নতুন দায়িত্ব পেয়েছিলাম ৷"