নয়াদিল্লি, 15 জুন : 2021 সালের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যে সফরের মূল উদ্দেশ্য হল করোনা সংক্রান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা ৷ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে ৷ যদিও এ নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি ঘোষণা করা হয়নি ৷ তবে প্রধানমন্ত্রীর মার্কিন সফরের খবর সত্যি হলে, জো বাইডেন আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নরেন্দ্র মোদির প্রথম সফর হবে ৷ কূটনৈতিক মহলে যার গুরুত্ব অনেক ৷
প্রসঙ্গত, গত 12 এবং 13 জুন জি 7’র ভার্চুয়াল সম্মেলনে অতিথি দেশ হিসেবে অংশ নিয়েছিল ভারত ৷ এবার 47তম জি 7’র সম্মেলনে সভাপতিত্ব করেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ সভাপতিত্ব করার সৌজন্যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন নরেন্দ্র মোদিকে এই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিলেন ৷ প্রথমে কথা ছিল ইংল্যান্ডে গিয়ে জি 7’র এই সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী ৷ কিন্তু ভারতে করোনার পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছানোর পর গত মাসে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, প্রধানমন্ত্রী ইংল্যান্ড যাবেন না ৷ ভারতে থেকেই ভার্চুয়ালি সম্মেলনে অংশ নেবেন ৷
জি 7-র এই সম্মেলনে প্রতিনিধি দেশ হিসবে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন উপস্থিত ছিলেন ৷ সেই সঙ্গে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং জাপানের রাষ্ট্রপ্রধানরা সম্মেলনে অংশ নিয়েছিলেন ৷ অন্যদিকে ভারত ছাড়াও জি 7’র 47তম সম্মেলনে অতিথি দেশ হিসেবে অংশ নিয়েছিল অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানরা ৷
আরও পড়ুন : বিশ্বকে যা করতে বলছেন, আগে নিজের দেশে তা করুন; মোদিকে কটাক্ষ চিদম্বরমের
করোনা পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে এবারের জি 7 সম্মেলনের থিম ছিল, ‘আরও ভাল করে গড়ে তোলো’ ৷ যেখানে করোনা মহামারির প্রকোপ থেকে গোটা বিশ্বকে পুনরুদ্ধার করাই ছিল সম্মেলনের আলোচনার মূল উদ্দেশ্য ৷ জি 7 সম্মেলনের পরেই প্রধানমন্ত্রী এ বছরের শেষে মার্কিন মুলুকে যাত্রার খবর বড় বার্তা দিচ্ছে বলে মনে করছে কূটনৈতিক মহল ৷