পোর্ট মর্সবি (পাপুয়া নিউ গিনি), 21 মে: হিরোশিমা থেকে জি-7 শীর্ষ সম্মেলন শেষে পাপুয়া নিউ গিনি পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদি নামতেই তাঁর পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ চাইলেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে ৷ এরপরই, সে দেশের প্রধানমন্ত্রীকে আশীর্বাদের ভঙ্গিতে পিঠ চাপড়ে দিতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ সেই সঙ্গে, ভারতীয় সংস্কৃতির এই ঝলক অন্য রাষ্ট্রপ্রধানের থেকে পেয়ে যথেষ্ট উচ্ছ্বসিতও দেখিয়েছে মোদিকে ৷
খাঁটি ভারতীয় সংস্কার এবং সংস্কৃতির অন্যতম অঙ্গ পায়ে হাত দিয়ে প্রণাম করা ৷ দেশের বাইরে এর প্রচলন নেই বললেই চলে ৷ তবে বর্তমান সময়ে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করার চল খোদ দেশে উঠে যাচ্ছে বলে, বারবার হতাশ হতে দেখা যায় অনেককেই ৷ সেখানে সেই রীতিই রবিবার পালন করতে দেখা গেল ভারত থেকে প্রায় 7 হাজার 693 কিলোমিটার দূরের এক দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে ৷ খোদ সে দেশের রাষ্ট্রপ্রধানকে প্রকাশ্যে নরেন্দ্র মোদির পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গেল ৷ উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদি জাপান সফর শেষ করে তাঁর তিন দেশ সফরের দ্বিতীয় পর্বে পাপুয়া নিউ গিনি পৌঁছেছেন এদিন রাতে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে।
জি-7 শীর্ষ সম্মেলনের পর জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তিন দেশের সফরে বেরিয়েছেন এদিন ৷ এই সফরে একাধিক দেশের নেতৃত্বের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদির ৷ তবে তাৎপর্যপূর্ণভাবে, এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পাপুয়া নিউ গিনি সফরে গেলেন ৷ বিদেশ মন্ত্রক সূত্রে খবর, জাপানের আমন্ত্রণে জি-7 শীর্ষ সম্মেলনের তিনটি অধিবেশনে যোগ দিতে শুক্রবারই হিরোশিমা পৌঁছে ছিলেন মোদি। পাশাপাশি সেখানেই ইউক্রেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন প্রধানমন্ত্রী ৷ যাকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে বিদেশ মন্ত্রক ৷ সেই সঙ্গে, মোদির জাপান সফর সব দিক থেকেই ফলপ্রসূ হয়েছে বলেও জানিয়েছে বিদেশ মন্ত্রক। অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদি জাপানের সরকার এবং সে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টুইটও করেন।
প্রসঙ্গত, একদিকে জাপানে জি-7 সম্মেলনের মাঝে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে যেমন বৈঠক করেন মোদি, তেমনই পাপুয়া নিউ গিনির মতো দ্বীপরাষ্ট্রেও গেলেন প্রধানমন্ত্রী ৷ সোমবার সে দেশের প্রধানমন্ত্রী জেমস মারাপের সঙ্গে যৌথভাবে মোদি ফোরাম ফর ইন্ডিয়া প্যাসিফিক আইল্যান্ডস কো-অপারেশন (এফআইপিআইসি)-এর তৃতীয় শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ৷ তার আগে প্রধানমন্ত্রী মোদি বলেন, "আমি কৃতজ্ঞ যে সমস্ত 14টি প্যাসিফিক দ্বীপ রাষ্ট্র এই গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে (এফআইপিআইসি) যোগদানের আমন্ত্রণ গ্রহণ করেছে ৷" 2014 সালে ফিজি সফরের সময় চালু হয়েছিল এই এফআইপিআইসি সম্মেলন। সফরের তৃতীয় এবং শেষ পর্যায়ে, মোদি 22 থেকে 24 মে অস্ট্রেলিয়া সফর করবেন। অস্ট্রেলিয়া সফরে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ান সিইও এবং ব্যবসায়ী গোষ্ঠীদের সঙ্গে আলাপচারিতা করবেন বলে খবর ৷ পাশাপাশি সিডনিতে প্রবাসী ভারতীয়দের একটি বিশেষ অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর ৷
আরও পড়ুন: গ্রাহকদের 2000 টাকা জমা দেওয়ার ক্ষেত্রে নয়া নিয়ম আনল আরবিআই