মুম্বই, 12 জুলাই : কৃষিক্ষেত্রে (Agriculture) ফলন বাড়ছে ৷ এবার ফসল ফলানোর পরবর্তী বিপ্লব (Post Harvest Revolution) প্রয়োজন ৷ সোমবার এমনই মত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ পাশাপাশি করোনা অতিমারীর (Covid Pandemic) মধ্যেও কৃষকরা যেভাবে ফসল ফলিয়েছে, তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি ৷ মুম্বইতে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট এর একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল ৷ সেখানেই প্রধানমন্ত্রীর পাঠানো একটি বার্তা পাঠ করা হয় ৷ সেখানেই এই বিষয়গুলি জানিয়েছেন মোদি ৷
ওই বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘এর জন্য গতি বৃদ্ধি করতে আমরা অক্লান্ত পরিশ্রম করে চলেছি ৷ আমরা সমাধানসূত্র বের করতে বিস্তারিত পদক্ষেপ করছি ৷ সেচ থেকে ফসল ফলানো এবং রোজগার, সবকিছুর সঙ্গেই প্রযুক্তিকে জুড়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ৷’’
আরও পড়ুন : রাজনীতিতে মোহভঙ্গ ! দল তুলে দেওয়ার সিদ্ধান্ত রজনীকান্তের
গত বছর কেন্দ্রীয় সরকারের তরফে তিনটি নতুন কৃষি আইন সংসদে পাস করানো হয় ৷ কিন্তু সেই আইন এখনও বলবৎ করা যায়নি কৃষকদের আন্দোলনের জেরে ৷ চলতি বছর জানুয়ারিতে সুপ্রিম কোর্ট এই আইন লাগু করার উপর স্থগিতাদেশ জারি করে ৷ এই নিয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে শীর্ষ আদালত ৷ ওই কমিটি আপাতত এই লাগু করা যায় কি না, তা খতিয়ে দেখার কাজ করছে ৷
যদিও ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্রের বিজেপির নেতৃত্বাধীন সরকার কৃষকদের উন্নতির প্রতিশ্রুতি বারেবারে দিয়েছে ৷ প্রধানমন্ত্রীও একাধিকবার জানিয়েছেন যে 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুন করার লক্ষ্য নিয়ে তাঁরা এগোচ্ছেন ৷ ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট-কে পাঠানো বার্তাতেও এই বিষয়গুলি আরও একবার উঠে এসেছে ৷ প্রধানমন্ত্রী সেখানে উল্লেখ করেছেন যে কৃষিক্ষেত্রের সঙ্গে জড়িত স্টার্টআপগুলিকে উৎসাহিত করার কাজ করা এবং যুবসমাজকে এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত করা তাঁদের লক্ষ্য ৷
আরও পড়ুন : Yogi Adityanath : নয়া জনসংখ্যা নীতি প্রকাশ যোগীর, দুই সন্তানের মাঝে ব্যবধান বৃদ্ধিতে জোর
তিনি লিখেছেন, ‘‘সততার সঙ্গে আমরা কৃষিক্ষেত্রের অর্থনীতিতে এবং গ্রামের আশা-আকাঙ্ক্ষায় বদল ঘটাতে চাই ৷ এর জন্য উন্নয়নের গতি বৃদ্ধি ও সায়েন্টিফিক ইকো সিস্টেম তৈরির দিকে নজর দেওয়া হয়েছে ৷’’ একই সঙ্গে গত সাত বছরে তাঁর সরকার কৃষিক্ষেত্রে কী কী কাজ করেছে, সেগুলিও উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি ৷ পাশাপাশি জানিয়েছেন, আত্মনির্ভর ভারত গড়ে তুলতে গেলে গ্রামীণ অর্থনীতিকে স্বনির্ভর করা জরুরি ৷ সেই কারণে সরকার 12 কোটি ক্ষুদ্র কৃষকের ক্ষমতায়নে তাঁর সরকার কাজ করছে বলে ওই চিঠিতে দাবি করেছেন প্রধানমন্ত্রী ৷
আরও পড়ুন : পদ্ম সম্মানের জন্য প্রতিভাধরদের বেছে নিন, দেশবাসীকে আহ্বান মোদির