ETV Bharat / bharat

IAF on Ukraine Evacuation : আজই কিভ ছাড়ার বার্তা বিদেশ মন্ত্রকের, ভারতীয়দের ফেরাতে ইউক্রেন যাচ্ছে বায়ুসেনা

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখনও আটকে রয়েছেন বহু ভারতীয় ৷ তাঁদের নিয়ে আসতে কাজে লাগানো হচ্ছে ভারতীয় বায়ুসেনাকে (IAF on Ukraine Evacuation) ৷

IAF in Ukraine Evacuation
ইউক্রেনে ভারতীয়দের আনতে যাবে ভারতীয় বায়ু সেনা
author img

By

Published : Mar 1, 2022, 12:13 PM IST

Updated : Mar 1, 2022, 1:01 PM IST

নয়াদিল্লি, 1 মার্চ : রাশিয়া থেকে ভারতীয় ছাত্রছাত্রী তথা নাগরিকদের উদ্ধারে এবার নামছে ভারতীয় বায়ুসেনা ৷ সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় বায়ুসেনাকে এই কাজে সামিল হতে নির্দেশ দিয়েছেন (PM Narendra Modi calls for the Indian Air Force to join the evacuation efforts) ৷

ইতিমধ্যে দেশের বিদেশ মন্ত্রক আরও একটি নির্দেশিকা জারি করেছে ৷ সেখানে ছাত্রছাত্রী-সহ অন্য ভারতীয়দের আজই যত দ্রুত সম্ভব কিভ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে (leave Kyiv urgently) ৷ ট্রেনে বা অন্য কোনও যান, যা কিছু পাওয়া যায়, তাতেই তাঁরা যেন কিভ ছেড়ে বেরিয়ে আসেন বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক ৷

সম্ভবত আজ মঙ্গলবার 'অপারেশন গঙ্গা'র অংশ হিসেবে ভারতীয় বায়ুসেনার একাধিক সি-17 এয়ারক্রাফ্ট (C-17 aircraft) রওনা দেবে ৷ 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের আকাশপথ বন্ধ রয়েছে ৷ ইউক্রেন পশ্চিম সীমান্তে অবস্থিত রোমানিয়া, হাঙ্গেরি থেকে শুধুমাত্র প্রাইভেট বিমানে ভারতীয়দের নিয়ে আসা হচ্ছিল ৷ 26 ফেব্রুয়ারি থেকে ভারত এই উদ্ধার অভিযানে নামে ৷ প্রায় 14 হাজার ভারতীয় সেখানে রয়েছেন ৷

আরও পড়ুন : Russia-Ukraine Crisis : ইউক্রেনে আটকে বহু দেশের নাগরিক, এবার তাঁদের পাশে মোদি

এবার এই 'অপারেশন গঙ্গা' (Operational Ganga) অভিযানে গতি আনতে ভারতীয় বায়ুসেনাকেও নিযুক্ত করার সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ তিনি উল্লেখ করেছেন, এতে কম সময়ের মধ্যে আরও বেশি ভারতীয়কে নিয়ে আসা সম্ভব হবে ৷ এই সি-17 এয়ারক্রাফ্ট ইউক্রেনে ত্রাণ সামগ্রী পাঠাতেও ব্যবহার করা হবে ৷

ইউক্রেন-রাশিয়ার পরিস্থিতি ক্রমশ বদলাচ্ছে এবং তাতে আরও বেশি উদ্বেগে বিশ্ব ৷ এই সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করতে আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাষ্ট্রপতিকে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারকার্যে ভারত সরকারের পদক্ষেপগুলি জানান মোদি ৷

নয়াদিল্লি, 1 মার্চ : রাশিয়া থেকে ভারতীয় ছাত্রছাত্রী তথা নাগরিকদের উদ্ধারে এবার নামছে ভারতীয় বায়ুসেনা ৷ সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় বায়ুসেনাকে এই কাজে সামিল হতে নির্দেশ দিয়েছেন (PM Narendra Modi calls for the Indian Air Force to join the evacuation efforts) ৷

ইতিমধ্যে দেশের বিদেশ মন্ত্রক আরও একটি নির্দেশিকা জারি করেছে ৷ সেখানে ছাত্রছাত্রী-সহ অন্য ভারতীয়দের আজই যত দ্রুত সম্ভব কিভ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে (leave Kyiv urgently) ৷ ট্রেনে বা অন্য কোনও যান, যা কিছু পাওয়া যায়, তাতেই তাঁরা যেন কিভ ছেড়ে বেরিয়ে আসেন বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক ৷

সম্ভবত আজ মঙ্গলবার 'অপারেশন গঙ্গা'র অংশ হিসেবে ভারতীয় বায়ুসেনার একাধিক সি-17 এয়ারক্রাফ্ট (C-17 aircraft) রওনা দেবে ৷ 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের আকাশপথ বন্ধ রয়েছে ৷ ইউক্রেন পশ্চিম সীমান্তে অবস্থিত রোমানিয়া, হাঙ্গেরি থেকে শুধুমাত্র প্রাইভেট বিমানে ভারতীয়দের নিয়ে আসা হচ্ছিল ৷ 26 ফেব্রুয়ারি থেকে ভারত এই উদ্ধার অভিযানে নামে ৷ প্রায় 14 হাজার ভারতীয় সেখানে রয়েছেন ৷

আরও পড়ুন : Russia-Ukraine Crisis : ইউক্রেনে আটকে বহু দেশের নাগরিক, এবার তাঁদের পাশে মোদি

এবার এই 'অপারেশন গঙ্গা' (Operational Ganga) অভিযানে গতি আনতে ভারতীয় বায়ুসেনাকেও নিযুক্ত করার সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ তিনি উল্লেখ করেছেন, এতে কম সময়ের মধ্যে আরও বেশি ভারতীয়কে নিয়ে আসা সম্ভব হবে ৷ এই সি-17 এয়ারক্রাফ্ট ইউক্রেনে ত্রাণ সামগ্রী পাঠাতেও ব্যবহার করা হবে ৷

ইউক্রেন-রাশিয়ার পরিস্থিতি ক্রমশ বদলাচ্ছে এবং তাতে আরও বেশি উদ্বেগে বিশ্ব ৷ এই সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করতে আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাষ্ট্রপতিকে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারকার্যে ভারত সরকারের পদক্ষেপগুলি জানান মোদি ৷

Last Updated : Mar 1, 2022, 1:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.