ETV Bharat / bharat

PM Modi’s photo on vaccine certificate: টিকার শংসাপত্রে মোদির ছবির বিরোধিতা, আবেদনকারীকে ₹1 লাখ জরিমানা আদালতের - আবেদনকারীকে 1 লাখ টাকা জরিমানা

করোনা টিকার শংসাপত্রে (PM Modi’s photo on vaccine certificate) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবির বিরোধিতা করে যে আবেদন করা হয়েছিল তা খারিজ করে দিল কেরালা হাইকোর্ট (Kerala HC dismisses plea)৷ আবেদনকারীকে ₹1 লাখ জরিমানা (Kerala HC fines petitioner Rs 1 lakh) করা হয়েছে ৷

PM Modi's photo on corona vaccine certificate: Kerala HC dismisses plea, fines petitioner Rs 1 lakh
টিকার শংসাপত্রে মোদির ছবির বিরোধিতা, আবেদনকারীকে ₹1 লাখ জরিমানা আদালতের
author img

By

Published : Dec 21, 2021, 2:22 PM IST

কেরালা, 21 ডিসেম্বর : কোভিড 19 টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি (PM Modi’s photo on vaccine certificate) ব্যবহারের বিরুদ্ধে আবেদন করা হয়েছিল কেরালা হাইকোর্টে (Kerala HC dismisses plea) ৷ সেই আবেদনকে খারিজ করে দিল আদালত ৷ এই মামলা করার জন্য আবেদনকারীকে এক লক্ষ টাকা জরিমানাও (Kerala HC fines petitioner Rs 1 lakh) করা হয়েছে ৷

আবেদনকারী পিটার মায়ালিপরমবিলকে এক লক্ষ টাকা জরিমানা করে বিচারপতি পিভি কুনহিকৃষ্ণণের বেঞ্চ বলেছে, অযৌক্তিক পিটিশনটি ভুল উদ্দেশ্য নিয়ে দাখিল করা হয়েছে ৷ ভারী মূল্যের বিনিময়ে এটি খারিজ করে দেওয়ার উপযুক্ত ৷ বিচারপতির কথায়, "পিটিশনারের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে আমার জোরালো সন্দেহ রয়েছে ৷"

আরও পড়ুন: UP Free Ration with Modi Yogi photo : ফ্রি রেশনের খাবারের প্যাকেটে মোদি-যোগীর ছবি, তোপ কংগ্রেসের

পিটিশনারের যুক্তি ছিল, টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি (corona vaccine certificate) থাকাটা তাঁর গোপনীয়তায় আঘাত ৷ তবে তাঁর সেই যুক্তি খারিজ করে দিয়ে বিচারপতি বলেছেন, "প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানানোটা প্রত্যেক নাগরিকের কর্তব্য ৷ তাঁরা সরকারের নীতির এমনকী প্রধানমন্ত্রীর রাজনৈতিক সত্ত্বার বিরোধী হতে পারেন ৷ তাঁরা বলতে পারেন যে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার যে কাজ করছে তাতে মানুষের কল্যাণ হচ্ছে না ৷ তবে অতিমারি পরিস্থিতিতে নৈতিক বার্তা-সহ টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি থাকায় দেশের নাগরিকের লজ্জিত হওয়া উচিত নয় ৷"

আরও পড়ুন: Narendra Modi Visit Prayagraj : প্রয়াগরাজ সফরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের 1 হাজার কোটি সাহায্য প্রধানমন্ত্রীর

পিটিশনার আদালতের সময় নষ্ট করেছেন বলে জানিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি ৷ এই আবেদন করার জন্য আবেদনকারীকে এক লক্ষ টাকা জরিমানাও করেছে আদালত ৷

কেরালা, 21 ডিসেম্বর : কোভিড 19 টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি (PM Modi’s photo on vaccine certificate) ব্যবহারের বিরুদ্ধে আবেদন করা হয়েছিল কেরালা হাইকোর্টে (Kerala HC dismisses plea) ৷ সেই আবেদনকে খারিজ করে দিল আদালত ৷ এই মামলা করার জন্য আবেদনকারীকে এক লক্ষ টাকা জরিমানাও (Kerala HC fines petitioner Rs 1 lakh) করা হয়েছে ৷

আবেদনকারী পিটার মায়ালিপরমবিলকে এক লক্ষ টাকা জরিমানা করে বিচারপতি পিভি কুনহিকৃষ্ণণের বেঞ্চ বলেছে, অযৌক্তিক পিটিশনটি ভুল উদ্দেশ্য নিয়ে দাখিল করা হয়েছে ৷ ভারী মূল্যের বিনিময়ে এটি খারিজ করে দেওয়ার উপযুক্ত ৷ বিচারপতির কথায়, "পিটিশনারের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে আমার জোরালো সন্দেহ রয়েছে ৷"

আরও পড়ুন: UP Free Ration with Modi Yogi photo : ফ্রি রেশনের খাবারের প্যাকেটে মোদি-যোগীর ছবি, তোপ কংগ্রেসের

পিটিশনারের যুক্তি ছিল, টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি (corona vaccine certificate) থাকাটা তাঁর গোপনীয়তায় আঘাত ৷ তবে তাঁর সেই যুক্তি খারিজ করে দিয়ে বিচারপতি বলেছেন, "প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানানোটা প্রত্যেক নাগরিকের কর্তব্য ৷ তাঁরা সরকারের নীতির এমনকী প্রধানমন্ত্রীর রাজনৈতিক সত্ত্বার বিরোধী হতে পারেন ৷ তাঁরা বলতে পারেন যে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার যে কাজ করছে তাতে মানুষের কল্যাণ হচ্ছে না ৷ তবে অতিমারি পরিস্থিতিতে নৈতিক বার্তা-সহ টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি থাকায় দেশের নাগরিকের লজ্জিত হওয়া উচিত নয় ৷"

আরও পড়ুন: Narendra Modi Visit Prayagraj : প্রয়াগরাজ সফরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের 1 হাজার কোটি সাহায্য প্রধানমন্ত্রীর

পিটিশনার আদালতের সময় নষ্ট করেছেন বলে জানিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি ৷ এই আবেদন করার জন্য আবেদনকারীকে এক লক্ষ টাকা জরিমানাও করেছে আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.