কেরালা, 21 ডিসেম্বর : কোভিড 19 টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি (PM Modi’s photo on vaccine certificate) ব্যবহারের বিরুদ্ধে আবেদন করা হয়েছিল কেরালা হাইকোর্টে (Kerala HC dismisses plea) ৷ সেই আবেদনকে খারিজ করে দিল আদালত ৷ এই মামলা করার জন্য আবেদনকারীকে এক লক্ষ টাকা জরিমানাও (Kerala HC fines petitioner Rs 1 lakh) করা হয়েছে ৷
আবেদনকারী পিটার মায়ালিপরমবিলকে এক লক্ষ টাকা জরিমানা করে বিচারপতি পিভি কুনহিকৃষ্ণণের বেঞ্চ বলেছে, অযৌক্তিক পিটিশনটি ভুল উদ্দেশ্য নিয়ে দাখিল করা হয়েছে ৷ ভারী মূল্যের বিনিময়ে এটি খারিজ করে দেওয়ার উপযুক্ত ৷ বিচারপতির কথায়, "পিটিশনারের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে আমার জোরালো সন্দেহ রয়েছে ৷"
আরও পড়ুন: UP Free Ration with Modi Yogi photo : ফ্রি রেশনের খাবারের প্যাকেটে মোদি-যোগীর ছবি, তোপ কংগ্রেসের
পিটিশনারের যুক্তি ছিল, টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি (corona vaccine certificate) থাকাটা তাঁর গোপনীয়তায় আঘাত ৷ তবে তাঁর সেই যুক্তি খারিজ করে দিয়ে বিচারপতি বলেছেন, "প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানানোটা প্রত্যেক নাগরিকের কর্তব্য ৷ তাঁরা সরকারের নীতির এমনকী প্রধানমন্ত্রীর রাজনৈতিক সত্ত্বার বিরোধী হতে পারেন ৷ তাঁরা বলতে পারেন যে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার যে কাজ করছে তাতে মানুষের কল্যাণ হচ্ছে না ৷ তবে অতিমারি পরিস্থিতিতে নৈতিক বার্তা-সহ টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি থাকায় দেশের নাগরিকের লজ্জিত হওয়া উচিত নয় ৷"
পিটিশনার আদালতের সময় নষ্ট করেছেন বলে জানিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি ৷ এই আবেদন করার জন্য আবেদনকারীকে এক লক্ষ টাকা জরিমানাও করেছে আদালত ৷