ETV Bharat / bharat

P20 Summit: 'বিশ্বের বিভিন্ন দেশের সংসদ থেকে আসা অধ্যক্ষদের সম্মেলন মহাকুম্ভের মতো', মন্তব্য প্রধানমন্ত্রীর - জি 20 শীর্ষ সম্মেলন

আজ দুনিয়ার বিভিন্ন দেশের সংসদের অধ্যক্ষদের পি-20 সম্মেলন হচ্ছে দিল্লিতে ৷ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইজরায়েল-হামাস যুদ্ধের প্রসঙ্গে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদের মোকাবিলার কথা বলেন ৷

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 3:57 PM IST

নয়াদিল্লি, 13 অক্টোবর: ভারতের সংসদীয় প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের সংসদের নিয়মকানুন মিশে রয়েছে ৷ শুক্রবার জি-20 শীর্ষ সম্মেলনে দিল্লিতে বিভিন্ন দেশের সংসদের অধ্যক্ষদের সম্মেলন হচ্ছে ৷ সেখানে একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি আরও জানান, ভারতের সংসদীয় কাজকর্মের পদ্ধতিগুলির বিবর্তন হয়েছে ৷ সময়ের সঙ্গে সঙ্গে তা আরও শক্তিশালী হয়েছে ৷

তিনি বলেন, "এই সম্মেলন মহাকুম্ভের মতো ৷ আমরা এমন একটা দেশের প্রতিনিধিত্ব করছি, যে দেশ মাদার অফ ডেমোক্রেসি ৷ এবং পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র ৷" এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, "সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বের একটাই স্বর থাকবে ৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়া উচিত ৷"

গত শনিবার, 7 অক্টোবর ভোরে ইজরায়েলের উপর অতর্কিতে আক্রমণ হানে হামাস ৷ এরপরেই যুদ্ধ ঘোষণা করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ ইজরায়েল ও প্যালেস্তাইনের দ্বন্দ্ব বহু পুরনো ৷ ফের এই সংঘর্ষে ইজরায়েল ও প্যালেস্তাইন মিলিয়ে এখনও পর্যন্ত 2 হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে ৷ আহত বহু ৷

এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী জানান, জঙ্গিবাদী কার্যকলাপ মানবতার বিরুদ্ধে ৷ আজ বিশ্বে যে সংঘর্ষের ঘটনা ঘটছে, তাতে আদতে কারও লাভ হবে না ৷ সন্ত্রাসবাদ এখন পৃথিবীর মানুষের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ৷ ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া একটা বিশ্ব এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে না ৷ তিনি উল্লেখ করেন, এখনও পর্যন্ত ভারতে 17টি সাধারণ বা লোকসভা নির্বাচন হয়েছে ৷ আর একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের সংখ্যা 300 ৷

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জি-20 স্পিকার্স শীর্ষ সম্মেলনের আয়োজক দেশের সংসদ ৷ এটি জি-20 সভাপতিত্বের আওতাধীন ৷ এর আরেক নাম পি-20 ৷ নবম এই পি-20 শীর্ষ সম্মেলনের থিম 'এক পৃথিবীর জন্য সংসদ, এক পরিবার, এক ভবিষ্যৎ' ৷ এবছরই প্রথম আফ্রিকার সব দেশের সব সংসদ এই পি-20 শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে ৷ 9-10 সেপ্টেম্বর জি-20 শীর্ষ সম্মেলনে আফ্রিকান ইউনিয়ন জি-20 গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়েছে ৷

আরও পড়ুন: মোদিকে ফোন নেতানিয়াহুর, ইজরায়েলের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, 13 অক্টোবর: ভারতের সংসদীয় প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের সংসদের নিয়মকানুন মিশে রয়েছে ৷ শুক্রবার জি-20 শীর্ষ সম্মেলনে দিল্লিতে বিভিন্ন দেশের সংসদের অধ্যক্ষদের সম্মেলন হচ্ছে ৷ সেখানে একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি আরও জানান, ভারতের সংসদীয় কাজকর্মের পদ্ধতিগুলির বিবর্তন হয়েছে ৷ সময়ের সঙ্গে সঙ্গে তা আরও শক্তিশালী হয়েছে ৷

তিনি বলেন, "এই সম্মেলন মহাকুম্ভের মতো ৷ আমরা এমন একটা দেশের প্রতিনিধিত্ব করছি, যে দেশ মাদার অফ ডেমোক্রেসি ৷ এবং পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র ৷" এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, "সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বের একটাই স্বর থাকবে ৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়া উচিত ৷"

গত শনিবার, 7 অক্টোবর ভোরে ইজরায়েলের উপর অতর্কিতে আক্রমণ হানে হামাস ৷ এরপরেই যুদ্ধ ঘোষণা করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ ইজরায়েল ও প্যালেস্তাইনের দ্বন্দ্ব বহু পুরনো ৷ ফের এই সংঘর্ষে ইজরায়েল ও প্যালেস্তাইন মিলিয়ে এখনও পর্যন্ত 2 হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে ৷ আহত বহু ৷

এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী জানান, জঙ্গিবাদী কার্যকলাপ মানবতার বিরুদ্ধে ৷ আজ বিশ্বে যে সংঘর্ষের ঘটনা ঘটছে, তাতে আদতে কারও লাভ হবে না ৷ সন্ত্রাসবাদ এখন পৃথিবীর মানুষের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ৷ ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া একটা বিশ্ব এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে না ৷ তিনি উল্লেখ করেন, এখনও পর্যন্ত ভারতে 17টি সাধারণ বা লোকসভা নির্বাচন হয়েছে ৷ আর একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের সংখ্যা 300 ৷

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জি-20 স্পিকার্স শীর্ষ সম্মেলনের আয়োজক দেশের সংসদ ৷ এটি জি-20 সভাপতিত্বের আওতাধীন ৷ এর আরেক নাম পি-20 ৷ নবম এই পি-20 শীর্ষ সম্মেলনের থিম 'এক পৃথিবীর জন্য সংসদ, এক পরিবার, এক ভবিষ্যৎ' ৷ এবছরই প্রথম আফ্রিকার সব দেশের সব সংসদ এই পি-20 শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে ৷ 9-10 সেপ্টেম্বর জি-20 শীর্ষ সম্মেলনে আফ্রিকান ইউনিয়ন জি-20 গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়েছে ৷

আরও পড়ুন: মোদিকে ফোন নেতানিয়াহুর, ইজরায়েলের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.