গান্ধিনগর (গুজরাত), 30 ডিসেম্বর: কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের দ্বিতীয় বৈঠকে (National Ganga Council Meeting) সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আজ ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে (Modi virtually chairs Meeting) এই বৈঠকে নেতৃত্ব দেন তিনি ৷
জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরা ৷ ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী ও পরিষদের অন্যান্য সদস্যরা ৷ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পরিবর্তেন এই বৈঠকে যোগ দেন তাঁর ডেপুটি তেজস্বী যাদব ।
আজ সকালে মা হীরাবেন মোদির শেষকৃত্য সম্পন্ন করার পর প্রধানমন্ত্রী তাঁর রাজ্য সফরের সব কর্মসূচিই ভার্চুয়ালি সেরেছেন ৷ এ দিন ভারতীয় রেলের একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি ৷ জাতীয় গঙ্গা পরিষদকে গঙ্গা নদী এবং এর উপনদীগুলির দূষণ প্রতিরোধ ও পুনর্জীবনের তত্ত্বাবধানের সামগ্রিক দায়িত্ব দেওয়া হয়েছে ।
নমামি গঙ্গে কর্মসূচি হল একটি সমন্বিত সংরক্ষণ মিশন, যা জাতীয় নদী গঙ্গার দূষণ, সংরক্ষণ ও পুনর্জীবনের কার্যকরী উদ্দেশ্যগুলি সম্পাদনের জন্য 2014 সালের জুন মাসে সরকার 20,000 কোটি টাকার বাজেট ব্যয়ে 'ফ্ল্যাগশিপ প্রোগ্রাম' হিসাবে অনুমোদন করেছে ৷
আরও পড়ুন: বন্দে মাতরমের মাটিতে বন্দে ভারত নিয়ে উৎফুল্ল মোদি
ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (NMCG)-এর কার্যনির্বাহী কমিটির 46তম বৈঠকে গঙ্গা অববাহিকায় নিকাশি পরিকাঠামোর উন্নয়নের জন্য প্রায় 2,700 টাকার প্রকল্প অনুমোদিত হয়েছিল । জলশক্তি মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে 12টি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের নিকাশি পরিকাঠামোর উন্নয়নের সঙ্গে সম্পর্কিত এবং এর জন্য খরচ হবে 2,700 কোটি টাকারও বেশি অর্থ ৷
সম্প্রতি প্রাকৃতিক বিশ্বকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে শীর্ষ 10টি বিশ্ব পুনরুদ্ধার ফ্ল্যাগশিপ প্রোগ্রামের মধ্যে অন্যতম হিসেবে নমামি গঙ্গে উদ্যোগকে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ ৷ বিশ্ব পুনরুদ্ধার দিবসে কানাডার মন্ট্রিলে জীববৈচিত্র্যের 15তম কনফারেন্স অফ পার্টিস (COP15)-এর একটি অনুষ্ঠানে নমামি গঙ্গে প্রকল্পের ডিরেক্টর জেনারেল জি. অশোক কুমার এই পুরস্কার গ্রহণ করেন ।