ETV Bharat / bharat

National Ganga Council Meeting: কলকাতায় ভার্চুয়ালি জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকের নেতৃত্বে মোদি, আছেন মমতা

ভিডিয়ো কনফারেন্সিংয়ের (Modi virtually chairs Meeting) মাধ্যমে কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকের (National Ganga Council Meeting) নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷

National Ganga Council meeting ETV Bharat
জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক
author img

By

Published : Dec 30, 2022, 4:15 PM IST

Updated : Dec 30, 2022, 5:40 PM IST

গান্ধিনগর (গুজরাত), 30 ডিসেম্বর: কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের দ্বিতীয় বৈঠকে (National Ganga Council Meeting) সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আজ ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে (Modi virtually chairs Meeting) এই বৈঠকে নেতৃত্ব দেন তিনি ৷

জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরা ৷ ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী ও পরিষদের অন্যান্য সদস্যরা ৷ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পরিবর্তেন এই বৈঠকে যোগ দেন তাঁর ডেপুটি তেজস্বী যাদব ।

আজ সকালে মা হীরাবেন মোদির শেষকৃত্য সম্পন্ন করার পর প্রধানমন্ত্রী তাঁর রাজ্য সফরের সব কর্মসূচিই ভার্চুয়ালি সেরেছেন ৷ এ দিন ভারতীয় রেলের একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি ৷ জাতীয় গঙ্গা পরিষদকে গঙ্গা নদী এবং এর উপনদীগুলির দূষণ প্রতিরোধ ও পুনর্জীবনের তত্ত্বাবধানের সামগ্রিক দায়িত্ব দেওয়া হয়েছে ।

নমামি গঙ্গে কর্মসূচি হল একটি সমন্বিত সংরক্ষণ মিশন, যা জাতীয় নদী গঙ্গার দূষণ, সংরক্ষণ ও পুনর্জীবনের কার্যকরী উদ্দেশ্যগুলি সম্পাদনের জন্য 2014 সালের জুন মাসে সরকার 20,000 কোটি টাকার বাজেট ব্যয়ে 'ফ্ল্যাগশিপ প্রোগ্রাম' হিসাবে অনুমোদন করেছে ৷

আরও পড়ুন: বন্দে মাতরমের মাটিতে বন্দে ভারত নিয়ে উৎফুল্ল মোদি

ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (NMCG)-এর কার্যনির্বাহী কমিটির 46তম বৈঠকে গঙ্গা অববাহিকায় নিকাশি পরিকাঠামোর উন্নয়নের জন্য প্রায় 2,700 টাকার প্রকল্প অনুমোদিত হয়েছিল । জলশক্তি মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে 12টি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের নিকাশি পরিকাঠামোর উন্নয়নের সঙ্গে সম্পর্কিত এবং এর জন্য খরচ হবে 2,700 কোটি টাকারও বেশি অর্থ ৷

সম্প্রতি প্রাকৃতিক বিশ্বকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে শীর্ষ 10টি বিশ্ব পুনরুদ্ধার ফ্ল্যাগশিপ প্রোগ্রামের মধ্যে অন্যতম হিসেবে নমামি গঙ্গে উদ্যোগকে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ ৷ বিশ্ব পুনরুদ্ধার দিবসে কানাডার মন্ট্রিলে জীববৈচিত্র্যের 15তম কনফারেন্স অফ পার্টিস (COP15)-এর একটি অনুষ্ঠানে নমামি গঙ্গে প্রকল্পের ডিরেক্টর জেনারেল জি. অশোক কুমার এই পুরস্কার গ্রহণ করেন ।

গান্ধিনগর (গুজরাত), 30 ডিসেম্বর: কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের দ্বিতীয় বৈঠকে (National Ganga Council Meeting) সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আজ ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে (Modi virtually chairs Meeting) এই বৈঠকে নেতৃত্ব দেন তিনি ৷

জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরা ৷ ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী ও পরিষদের অন্যান্য সদস্যরা ৷ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পরিবর্তেন এই বৈঠকে যোগ দেন তাঁর ডেপুটি তেজস্বী যাদব ।

আজ সকালে মা হীরাবেন মোদির শেষকৃত্য সম্পন্ন করার পর প্রধানমন্ত্রী তাঁর রাজ্য সফরের সব কর্মসূচিই ভার্চুয়ালি সেরেছেন ৷ এ দিন ভারতীয় রেলের একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি ৷ জাতীয় গঙ্গা পরিষদকে গঙ্গা নদী এবং এর উপনদীগুলির দূষণ প্রতিরোধ ও পুনর্জীবনের তত্ত্বাবধানের সামগ্রিক দায়িত্ব দেওয়া হয়েছে ।

নমামি গঙ্গে কর্মসূচি হল একটি সমন্বিত সংরক্ষণ মিশন, যা জাতীয় নদী গঙ্গার দূষণ, সংরক্ষণ ও পুনর্জীবনের কার্যকরী উদ্দেশ্যগুলি সম্পাদনের জন্য 2014 সালের জুন মাসে সরকার 20,000 কোটি টাকার বাজেট ব্যয়ে 'ফ্ল্যাগশিপ প্রোগ্রাম' হিসাবে অনুমোদন করেছে ৷

আরও পড়ুন: বন্দে মাতরমের মাটিতে বন্দে ভারত নিয়ে উৎফুল্ল মোদি

ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (NMCG)-এর কার্যনির্বাহী কমিটির 46তম বৈঠকে গঙ্গা অববাহিকায় নিকাশি পরিকাঠামোর উন্নয়নের জন্য প্রায় 2,700 টাকার প্রকল্প অনুমোদিত হয়েছিল । জলশক্তি মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে 12টি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের নিকাশি পরিকাঠামোর উন্নয়নের সঙ্গে সম্পর্কিত এবং এর জন্য খরচ হবে 2,700 কোটি টাকারও বেশি অর্থ ৷

সম্প্রতি প্রাকৃতিক বিশ্বকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে শীর্ষ 10টি বিশ্ব পুনরুদ্ধার ফ্ল্যাগশিপ প্রোগ্রামের মধ্যে অন্যতম হিসেবে নমামি গঙ্গে উদ্যোগকে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ ৷ বিশ্ব পুনরুদ্ধার দিবসে কানাডার মন্ট্রিলে জীববৈচিত্র্যের 15তম কনফারেন্স অফ পার্টিস (COP15)-এর একটি অনুষ্ঠানে নমামি গঙ্গে প্রকল্পের ডিরেক্টর জেনারেল জি. অশোক কুমার এই পুরস্কার গ্রহণ করেন ।

Last Updated : Dec 30, 2022, 5:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.