বেঙ্গালুরু, 24 অগস্ট: বিশ্বে ইতিহাস গড়েছে ভারত ৷ চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফট ল্যান্ডিং করেছে চন্দ্রযান-3 ৷ বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ছিলেন ব্রিকস সম্মেলনে ৷ সেখান থেকেই তিনি এই বিরল মুহূর্তের সাক্ষী হন ৷ এবার দেশে ফিরে ইসরোয় যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে সরাসরি বিজ্ঞানীদের কৃতজ্ঞতা জানাবেন ৷
জানা গিয়েছে, শনিবার অর্থাৎ 26 অগস্ট বেঙ্গালুরুতে ইসরোর সদর দফতরে যাবেন প্রধানমন্ত্রী ৷ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করবেন ৷ চন্দ্রাভিযানের সাফল্যের নেপথ্যে থাকা দলটির সঙ্গে কথা বলবেন। তাঁদের শুভেচ্ছা জানাবেন নরেন্দ্র মোদি ৷
ইতিমধ্যে বুধবার সন্ধ্যায় ইসরোয় গিয়েছিলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার ৷ তিনি ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ এবং তাঁর দলকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ এদিন ইসরোর চেয়ারম্যান সোমানাথ, ইউআর রাও স্পেস সেন্টারের ডিরেক্টর শঙ্করন, প্রজেক্ট ডিরেক্টর ভীরামুথু, সহকারী প্রজেক্ট ডিরেক্টর কল্পনা, মেশিনে মেনটেন্যান্স ডিরেক্টর শ্রীকান্ত এবং অন্য বিজ্ঞানীদের মাইসোর পেটা, শাল এবং ফুলের মালা দিয়ে সম্মান জানান ডিকে শিবকুমার ৷
তিনি বলেন, "চাঁদের মাটিতে বিক্রমের অবতরণ সফল হয়েছে ৷ আপনাদের এই সাফল্য প্রশংসনীয় ৷ আপনারা দেশের গর্ব ৷" বুধবার সন্ধ্যায় দেশ তথা দুনিয়ার নজর ছিল চাঁদের দিকে এবং চন্দ্রযান-3-এর দিকেই ৷ চাঁদের দক্ষিণ মেরুতে ঠিকঠাক অবতরণ করতে পারবে কি চন্দ্রযান ? সফট ল্যান্ডিং অর্থাৎ কোনও ঝাঁকুনি ছাড়া চাঁদের মাটিতে নামাটাই চ্যালেঞ্জ ছিল বিজ্ঞানীদের কাছে ৷ 2019 সালে চন্দ্রযান-2-এর সফট ল্যান্ডিং সম্ভব হয়নি ৷ শেষ পর্যায়ে এসে তা ব্যর্থ হয় ৷
আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে অভিনন্দন জানালেন বিশ্বনেতারা! 'সমগ্র মানবজাতির সাফল্য', দাবি প্রধানমন্ত্রীর
সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই পরবর্তী চন্দ্রযান-3 তৈরি করা হয় ৷ এবার যাতে ল্যান্ডার বিক্রান্ত সফলভাবে চাঁদের মাটিতে নামতে পারে, সেই বিষয়টি সুনিশ্চিত করতে কঠিন পরিশ্রম করেছেন ইসরোর বিজ্ঞানীরা ৷ গতকাল সেই স্বপ্ন পূরণ হয়েছে ৷ বিশ্বের মহাজাগতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে ভারতের এই চন্দ্রাভিযান ৷