নয়াদিল্লি, 7 নভেম্বর: মঙ্গলবার, অর্থাৎ 8 নভেম্বর ভারতের জি20 প্রেসিডেন্সির (India G20 Presidency) লোগো, থিম এবং ওয়েবসাইটের উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷ বিকেল সাড়ে চারটে নাগাদ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তিনি এটি উন্মোচন করবেন বলে জানিয়েছে একটি সরকারি সূত্র ।
2022 সালের 1 ডিসেম্বর থেকে ভারত G20 প্রেসিডেন্সি গ্রহণ করবে । প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, "জি20 প্রেসিডেন্সি ভারতকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর তৈরি বিশ্বব্যাপী এজেন্ডায় অবদান রাখার জন্য একটি অনন্য সুযোগ করে দেবে ।" পিএমও জানিয়েছে, "আমাদের জি20 প্রেসিডেন্সির লোগো, থিম এবং ওয়েবসাইট বিশ্বের কাছে ভারতের বার্তা এবং সর্বাধিক অগ্রাধিকার তুলে ধরবে ৷"
জি20 হল আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম, যা বিশ্বব্যাপী জিডিপির প্রায় 85%, বিশ্ব বাণিজ্যের 75% এবং বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে । জি20 প্রেসিডেন্সি থাকাকালীন ভারত জুড়ে বিভিন্ন স্থানে 32টি সেক্টরে প্রায় 200টি বৈঠক করবে দেশ ।
আরও পড়ুন: 'আমি এই গুজরাত তৈরি করেছি' ! ভোটের আগে নতুন স্লোগান মোদির
আগামী বছর যে জি20 শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে, তা হবে ভারত কর্তৃক আয়োজিত সর্বোচ্চ আন্তর্জাতিক সমাবেশগুলির মধ্যে অন্যতম ৷