নয়াদিল্লি, 19 এপ্রিল : ভারতের পরম্পরাগত চিকিৎসা, ওষুধকে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বে কাছে পৌঁছনোর ঐতিহাসিক পদক্ষেপ করছে মোদি সরকার ৷ আজ হু গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন বা জিসিটিএম-এর (WHO Global Centre for Traditional Medicine (GCTM)) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার তিনদিনের জন্য গুজরাত সফরে গিয়েছেন তিনি ৷ অন্যদিকে গান্ধিনগরে 20-22 এপ্রিল হবে 'গ্লোবাল আয়ুষ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনোভেশন সামিট' বা জিএআইআইএস (Global Ayush Investment and Innovation Summit, GAIIS) ৷
সোমবার আয়ুষ মন্ত্রক এবং গুজরাত সরকার যৌথভাবে একটি সাংবাদিক সম্মেলন করে এই দু'টি অনুষ্ঠানের কথা জানিয়েছে ৷ আজ, 19 এপ্রিল জামনগরে জিসিটিএম-এর উদ্বোধন হওয়ার কথা রয়েছে ৷ দু'টি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি ছাড়াও থাকবেন মরিশাসের প্রধানমন্ত্রী, হু-র ডিরেক্টর-জেনারেল ডাঃ টেড্রস গ্যাব্রিয়েসস (Director-General of WHO, Dr Tedros Ghebreyesus) ৷ দুই অতিথি ইতিমধ্যে গুজরাতে এসে পৌঁছেছেন বলে টুইট করে জানিয়েছে আয়ুষ মন্ত্রক ৷
-
.@DrTedros, Director General, @WHO was welcomed by D Senthil Pandiyan, Joint Secretary, Ministry of Ayush, in Delhi.
— Ministry of Ayush (@moayush) April 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
He will be joining Hon'ble PM Shri @narendramodi & Hon'ble PM of Mauritius, Shri Pravind Kumar Jugnauth for the groundbreaking ceremony of WHO-GCTM today. pic.twitter.com/aNNCTq736i
">.@DrTedros, Director General, @WHO was welcomed by D Senthil Pandiyan, Joint Secretary, Ministry of Ayush, in Delhi.
— Ministry of Ayush (@moayush) April 19, 2022
He will be joining Hon'ble PM Shri @narendramodi & Hon'ble PM of Mauritius, Shri Pravind Kumar Jugnauth for the groundbreaking ceremony of WHO-GCTM today. pic.twitter.com/aNNCTq736i.@DrTedros, Director General, @WHO was welcomed by D Senthil Pandiyan, Joint Secretary, Ministry of Ayush, in Delhi.
— Ministry of Ayush (@moayush) April 19, 2022
He will be joining Hon'ble PM Shri @narendramodi & Hon'ble PM of Mauritius, Shri Pravind Kumar Jugnauth for the groundbreaking ceremony of WHO-GCTM today. pic.twitter.com/aNNCTq736i
দেশের পরম্পরাগত চিকিৎসা পদ্ধতির ভিত্তি যেন প্রমাণ-নির্ভর গবেষণার সঙ্গে যুক্ত হয় এবং পাশাপাশি প্রযুক্তির মেলবন্ধন করে তার সম্ভাবনা বাড়ানোই জিসিটিএম-এর উদ্দেশ্য ৷ অন্যদিকে জামনগর আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হবে ও চিকিৎসায় সুবিধে বৃদ্ধি পাবে ৷ দেশের চিরাচরিত চিকিৎসা, ওষুধের ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো এবং ছড়িয়ে দেওয়াই লক্ষ্য জিএআইআইএস-এর ৷
এ প্রসঙ্গে আয়ুষ মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল (Sarbananda Sonawal, Union Minister for Ayush ) বলেন, "দু'টো অনুষ্ঠানই ভারতের আয়ুষ ইন্ডাস্ট্রির জন্য একটা মাইলফলক ৷ ভারতের আয়ুর্বেদিক ও ভেষজ সামগ্রী বিশ্বের বাজারে ছড়িয়ে পড়ার সুযোগ পাবে ৷"