নয়াদিল্লি, 6 জুলাই : কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ (Cabinet Reshuffle) নিয়ে আলোচনার জন্য আজ সরকারের শীর্ষ মন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) ৷ তবে সূত্র মারফত জানা গিয়েছে যে, সেই বৈঠক বাতিল (Meeting Cancelled) করা হয়েছে ৷
মন্ত্রীদের পারফরম্যান্স কেমন ? ভবিষ্যতের নানা প্রকল্পের জন্য মন্ত্রীদের প্রস্তাব কী ? এমনই নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ বিকেল 5টায় এনডিএ জোটের শীর্ষ মন্ত্রীদের সঙ্গে আলোচনা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ সেই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ছাড়াও ধর্মেন্দ্র প্রধান, প্রহ্লাদ যোশি, পীযূষ গয়াল ও নরেন্দ্র সি তোমরের মতো শীর্ষস্থানীয় মন্ত্রীদের সেই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল ৷ গত দু'বছরে সরকারের কাজকর্মের খতিয়ান নিয়ে পর্যালোচনার জন্য গত 20 জুন শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী ৷
আরও পড়ুন: পেট্রলের সেঞ্চুরির পর দাম কমানোর দাবিতে মোদিকে চিঠি মমতার
বর্তমানে দেশের কেন্দ্রীয় মন্ত্রিসভায় 53 জন মন্ত্রী আছেন ৷ তবে সেখানে থাকতে পারেন 81 জন মন্ত্রী ৷ অর্থাৎ মন্ত্রিসভায় এখনও 28 জনকে নেওয়া যেতে পারে ৷ দ্বিতীয় ইনিংসে এই প্রথম মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটাতে চলেছেন নরেন্দ্র মোদি ৷ পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন ও 2024 লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই তিনি যাবতীয় সিদ্ধান্ত নেবেন বলে মনে করা হচ্ছে ৷ নতুন মন্ত্রী হওয়ার দৌড়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, লোক জনশক্তি পার্টির পশুপতি পরস ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ানের নাম ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে ৷ তবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবে কি না, তা নিয়ে এখনও সংশয় রয়েছে ৷ 2019 সালে বিজেপি তাদের একটি মন্ত্রক নেওয়ার প্রস্তাব দিয়েছিল, তবে তা খারিজ করে দেয় জেডিইউ ৷
আরও পড়ুন : সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছিলেন বাবা, তৃণমূলে যোগ দিয়ে বললেন প্রণব-পুত্র
শিব সেনা ও শিরোমণি অকালি দল এনডিএ জোট থেকে বেরিয়ে আসায় এবং রামবিলাস পাসোয়ানের জীবনাবসানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বেশ কয়েকটি আসন খালি হয়েছে ৷ পাঁচ রাজ্যের আসন্ন ভোটের দিকে তাকিয়ে মন্ত্রিসভায় আঞ্চলিক ক্ষেত্রের মুখ তুলে ধরায় জোর দেওয়া হতে পারে বলে মত বিশেষজ্ঞদের ৷ সূত্রের তরফে জানা গিয়েছে, মন্ত্রিসভার সম্প্রসারণের আগে সরকারের সব মন্ত্রীদের কাজ খুঁটিয়ে দেখে পর্যালোচনা করা হচ্ছে ৷ এখনও পর্যন্ত পর্যালোচনা করা হয়েছে কৃষি ও কৃষক কল্যাণ, গ্রামোন্নয়ন, কয়লা ও খনি, পেট্রলিয়াম, আবাসন, রেল, পর্যটন, আদিবাসী উন্নয়ন, পশুপালন, সড়ক পরিবহণ, পরিবেশ, বন, স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রকের কাজ ৷