ETV Bharat / bharat

Narendra Modi: গাড়ি থামিয়ে জনতার উদ্দেশ্যে হাত নাড়লেন মোদি - party workers and supporters in Bengaluru

বেঙ্গালুরু বিমানবন্দরে নাদপ্রভু কেম্পেগৌড়ার একটি বিশাল মূর্তি উন্মোচন করতে বেঙ্গালুরু সফরে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের (KIA) টার্মিনাল 2-এর উদ্বোধন করতে যাওয়ার পথে গাড়ি থামিয়ে জনতার উদ্দেশ্যে হাত নাড়লেন তিনি (PM Modi stops car greets enthusiastic party workers) ৷

Narendra Modi
গাড়ি থামিয়ে জনতার উদ্দেশ্যে হাত নাড়লেন মোদি
author img

By

Published : Nov 11, 2022, 2:23 PM IST

বেঙ্গালুরু, 11 নভেম্বর: গাড়ি থামিয়ে হাত নাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ শুক্রবার এমনই দৃশ্য চোখে পড়ল বেঙ্গালুরুর কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের অফিসের বিধান সৌধার কাছে ৷

এদিন তিনি 'বন্দে ভারত' এক্সপ্রেস এবং 'ভারত গৌরব কাশী দর্শন' ট্রেনগুলিতে ফ্ল্যাগ অফ করার জন্য এখানকার ক্রান্তিবীর সাঙ্গোলি রায়ানা (KSR) স্টেশনে যাচ্ছিলেন । তাঁর গাড়ির 'রানিং বোর্ডে' যখন দাঁড়িয়ে, মোদি জনতাকে অভ্যর্থনা জানালেন ৷ এদিন অনেককে 'মোদি, মোদি' স্লোগানের সঙ্গে সঙ্গে বিজেপির পতাকা তুলে ধরতে দেখা গেল ।

পরে, কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের (KIA) টার্মিনাল 2-এর উদ্বোধন করার জন্য যাচ্ছিলেন, সেসময় কেএসআর রেলওয়ে স্টেশনের কাছে একটি প্রধান ট্রাফিক জংশনে মোদি গাড়ি থেকে নামেন ৷ ভিড়ের মধ্যে হাঁটলেন এবং জনতাৎ উদ্দেশ্যে হাত নাড়লেন ৷

আরও পড়ুন: মুক্তো ও স্ফটিক খচিত লাল বেনারস পাগড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে মাইসোর

প্রধানমন্ত্রী ট্রেনের পতাকা উন্মোচন করতে, কেআইএ-এর টার্মিনাল-2 উদ্বোধন করতে এবং প্রায় 600 বছর প্রাচীন বেঙ্গালুরু বিমানবন্দরে নাদপ্রভু কেম্পেগৌড়ার 108 ফুট লম্বা একটি বিশাল মূর্তি উন্মোচন করতে বেঙ্গালুরু সফরে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কর্নাটকের বিধানসভা নির্বাচনের 6 মাসেরও কম বাকি থাকায় মোদির বেঙ্গালুরু সফর তাৎপর্যপূর্ণ ।

বেঙ্গালুরু, 11 নভেম্বর: গাড়ি থামিয়ে হাত নাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ শুক্রবার এমনই দৃশ্য চোখে পড়ল বেঙ্গালুরুর কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের অফিসের বিধান সৌধার কাছে ৷

এদিন তিনি 'বন্দে ভারত' এক্সপ্রেস এবং 'ভারত গৌরব কাশী দর্শন' ট্রেনগুলিতে ফ্ল্যাগ অফ করার জন্য এখানকার ক্রান্তিবীর সাঙ্গোলি রায়ানা (KSR) স্টেশনে যাচ্ছিলেন । তাঁর গাড়ির 'রানিং বোর্ডে' যখন দাঁড়িয়ে, মোদি জনতাকে অভ্যর্থনা জানালেন ৷ এদিন অনেককে 'মোদি, মোদি' স্লোগানের সঙ্গে সঙ্গে বিজেপির পতাকা তুলে ধরতে দেখা গেল ।

পরে, কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের (KIA) টার্মিনাল 2-এর উদ্বোধন করার জন্য যাচ্ছিলেন, সেসময় কেএসআর রেলওয়ে স্টেশনের কাছে একটি প্রধান ট্রাফিক জংশনে মোদি গাড়ি থেকে নামেন ৷ ভিড়ের মধ্যে হাঁটলেন এবং জনতাৎ উদ্দেশ্যে হাত নাড়লেন ৷

আরও পড়ুন: মুক্তো ও স্ফটিক খচিত লাল বেনারস পাগড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে মাইসোর

প্রধানমন্ত্রী ট্রেনের পতাকা উন্মোচন করতে, কেআইএ-এর টার্মিনাল-2 উদ্বোধন করতে এবং প্রায় 600 বছর প্রাচীন বেঙ্গালুরু বিমানবন্দরে নাদপ্রভু কেম্পেগৌড়ার 108 ফুট লম্বা একটি বিশাল মূর্তি উন্মোচন করতে বেঙ্গালুরু সফরে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কর্নাটকের বিধানসভা নির্বাচনের 6 মাসেরও কম বাকি থাকায় মোদির বেঙ্গালুরু সফর তাৎপর্যপূর্ণ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.