ETV Bharat / bharat

PM Narendra Modi: সুপ্রিম কোর্টও ধাক্কা দিয়েছে বিরোধীদের, দুর্নীতি ইস্যুতে কটাক্ষ মোদির - বিরোধীদের আক্রমণ প্রধানমন্ত্রীর

শনিবার হায়দরাবাদের জনসভা থেকে দুর্নীতি ইস্যুতে বিরোধীদের আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জানান, দুর্নীতির তদন্ত থেকে বাঁচতে আদালতে গিয়েছিল বিরোধীরা কিন্তু সেখানেও তারা ধাক্কা খেয়েছে ৷

ETV Bharat
নরেন্দ্র মোদি
author img

By

Published : Apr 8, 2023, 7:39 PM IST

হায়দরাবাদ, 8 এপ্রিল: দুর্নীতি ইস্যুতে ফের বিরোধী দলগুলিকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার হায়দরাবাদে তিনি বলেন, "দুর্নীতির তদন্ত থেকে বাঁচতে কয়েকদিন আগে বিরোধী দলগুলি আদালতে (সুপ্রিম কোর্ট) গিয়েছিল ৷ কিন্তু সেখানেও তাদের ধাক্কা খেতে হয়েছে ৷"

উল্লেখ্য, সিবিআই ও ইডি'র মতো কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলির অপব্যবহার করছে কেন্দ্র, বিরোধীদের হেনস্থা করতে তাদের কাজে লাগানো হচ্ছে এই অভিযোগ তুলে সম্প্রতি সুপ্রিম কোর্টে মামলা করেছিল কংগ্রেস, তৃণমূল-সহ 14টি বিরোধী দল ৷ আবেদনে বলা হয়েছিল, 2014 সালে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে বিরোধীদের কণ্ঠরোধ করতে ব্যবহার করা হচ্ছে ৷ ইডি ও সিবিআই-এর 95 শতাংশ মামলাই বিরোধীদের নেতাদের বিরুদ্ধে করা হচ্ছে ৷ যদিও 5 এপ্রিল এই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ ৷ এদিন হায়দরাবাদে এক জনসভায় সেই প্রসঙ্গই তোলেন প্রধানমন্ত্রী ৷ তবে এদিন কোনও নেতা-নেত্রী বা দলের নাম করেননি তিনি ৷

  • #WATCH | A few days back some political parties had gone to the court to seek protection so that no one opens their corruption books but the court turned them back: PM Narendra Modi, in Hyderabad pic.twitter.com/aROJGxFqaf

    — ANI (@ANI) April 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নরেন্দ্র মোদি এদিন আরও জানান, যখন সবাইকে সঙ্গে নিয়ে সবার জন্য উন্নয়নের কাজ করা হয় তখন গণতন্ত্র আরও মজবুত হয় ৷ আর এটাই বাবা সাহেব আম্বেদকরের স্বপ্ন ছিল ৷ প্রধানমন্ত্রী এদিন অভিযোগ করেন, দেশে যে উন্নয়নের কাজ চলছে তাতে কয়েকজন নেতা খুশি নন ৷ তাঁরা পরিবারবাদ ও দুর্নীতিকে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক ৷ তাই স্বচ্ছতা তাঁদের পছন্দ না ৷ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দিকে ইঙ্গিত করে প্রধানন্ত্রী এদিন বলেন, "যাঁরা কেবল পরিবারের কথা ভাবেন, পরিবারের স্বার্থ দেখেন, পরিবারবাদ প্রতিষ্ঠা করতে চান তাঁদের থেকে তেলেঙ্গানাবাসীদের সতর্ক থাকতে হবে ৷"

আরও পড়ুন: কেসিআরের উলটো পথে স্ট্যালিন, মোদিকে স্বাগত জানালেন বিমানবন্দরেই

এদিন সেকেন্দ্রাবাদ স্টেশনের সংস্কারের কাজের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেকান্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত ট্রেনের যাত্রারও সূচনা করেন প্রধানমন্ত্রী ৷ এদিন মোট 11 হাজার 300 কোটি টাকার প্রকল্পের সূচনা ও উদ্বোধন করেছেন তিনি ৷

হায়দরাবাদ, 8 এপ্রিল: দুর্নীতি ইস্যুতে ফের বিরোধী দলগুলিকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার হায়দরাবাদে তিনি বলেন, "দুর্নীতির তদন্ত থেকে বাঁচতে কয়েকদিন আগে বিরোধী দলগুলি আদালতে (সুপ্রিম কোর্ট) গিয়েছিল ৷ কিন্তু সেখানেও তাদের ধাক্কা খেতে হয়েছে ৷"

উল্লেখ্য, সিবিআই ও ইডি'র মতো কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলির অপব্যবহার করছে কেন্দ্র, বিরোধীদের হেনস্থা করতে তাদের কাজে লাগানো হচ্ছে এই অভিযোগ তুলে সম্প্রতি সুপ্রিম কোর্টে মামলা করেছিল কংগ্রেস, তৃণমূল-সহ 14টি বিরোধী দল ৷ আবেদনে বলা হয়েছিল, 2014 সালে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে বিরোধীদের কণ্ঠরোধ করতে ব্যবহার করা হচ্ছে ৷ ইডি ও সিবিআই-এর 95 শতাংশ মামলাই বিরোধীদের নেতাদের বিরুদ্ধে করা হচ্ছে ৷ যদিও 5 এপ্রিল এই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ ৷ এদিন হায়দরাবাদে এক জনসভায় সেই প্রসঙ্গই তোলেন প্রধানমন্ত্রী ৷ তবে এদিন কোনও নেতা-নেত্রী বা দলের নাম করেননি তিনি ৷

  • #WATCH | A few days back some political parties had gone to the court to seek protection so that no one opens their corruption books but the court turned them back: PM Narendra Modi, in Hyderabad pic.twitter.com/aROJGxFqaf

    — ANI (@ANI) April 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নরেন্দ্র মোদি এদিন আরও জানান, যখন সবাইকে সঙ্গে নিয়ে সবার জন্য উন্নয়নের কাজ করা হয় তখন গণতন্ত্র আরও মজবুত হয় ৷ আর এটাই বাবা সাহেব আম্বেদকরের স্বপ্ন ছিল ৷ প্রধানমন্ত্রী এদিন অভিযোগ করেন, দেশে যে উন্নয়নের কাজ চলছে তাতে কয়েকজন নেতা খুশি নন ৷ তাঁরা পরিবারবাদ ও দুর্নীতিকে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক ৷ তাই স্বচ্ছতা তাঁদের পছন্দ না ৷ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দিকে ইঙ্গিত করে প্রধানন্ত্রী এদিন বলেন, "যাঁরা কেবল পরিবারের কথা ভাবেন, পরিবারের স্বার্থ দেখেন, পরিবারবাদ প্রতিষ্ঠা করতে চান তাঁদের থেকে তেলেঙ্গানাবাসীদের সতর্ক থাকতে হবে ৷"

আরও পড়ুন: কেসিআরের উলটো পথে স্ট্যালিন, মোদিকে স্বাগত জানালেন বিমানবন্দরেই

এদিন সেকেন্দ্রাবাদ স্টেশনের সংস্কারের কাজের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেকান্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত ট্রেনের যাত্রারও সূচনা করেন প্রধানমন্ত্রী ৷ এদিন মোট 11 হাজার 300 কোটি টাকার প্রকল্পের সূচনা ও উদ্বোধন করেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.