ETV Bharat / bharat

PM President on UP Mishap : উত্তরপ্রদেশের দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 2 লক্ষ, শোকাহত মোদি-কোবিন্দ

উত্তরপ্রদেশের বিয়ের অনুষ্ঠানে দুর্ঘটনায় 13 জনের মৃত্যুতে শোকাহত রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ (President Kovind condole loss of lives in UP's Kushinagar mishap) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM President on UP mishap)৷ মৃতদের পরিবারপিছু 2 লাখ টাকা ও আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷

pm-modi-president-kovind-condole-loss-of-lives-in-up mishap
উত্তরপ্রদেশের দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 2 লাখ, শোকাহত মোদি-কোবিন্দ
author img

By

Published : Feb 17, 2022, 10:46 AM IST

নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশের কুশিনগরে বিয়েবাড়িতে মর্মান্তিক দুর্ঘটনায় 13 জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ (President Kovind condole loss of lives in UP's Kushinagar Mishap) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM President on UP Mishap) ৷ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু 2 লাখ টাকা ও আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন নমো ৷

প্রধানমন্ত্রী তাঁর টুইটে লিখেছেন, "উত্তরপ্রদেশের কুশিনগরের দুর্ঘটনা হৃদয়বিদারক ৷ এই ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি ৷ আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি ৷ যাবতীয় সাহায্যের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন ৷" মৃতদের পরিবার ও আহতদের জন্য ক্ষতিপূরণও ঘোষণা করেন প্রধানমন্ত্রী ৷

  • उत्तर प्रदेश के कुशीनगर में हुआ हादसा हृदयविदारक है। इसमें जिन लोगों को अपनी जान गंवानी पड़ी है, उनके परिजनों के प्रति मैं अपनी गहरी संवेदनाएं व्यक्त करता हूं। इसके साथ ही घायलों के जल्द से जल्द स्वस्थ होने की कामना करता हूं। स्थानीय प्रशासन हर संभव मदद में जुटा है।

    — Narendra Modi (@narendramodi) February 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: UP Wedding Tragedy : বিয়েবাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা, কুয়োয় পড়ে মৃত 13

এই ঘটনায় মর্মাহত রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দও ৷ রাষ্ট্রপতি ভবনের তরফে টুইটে লেখা হয়েছে, "উত্তরপ্রদেশের কুশিনগরের (UP's Kushinagar accident) দুর্ঘটনা মহিলা ও শিশু-সহ এতজনের মৃত্যুর খবরে শোকাহত ৷ এই দুঃখজনক ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ আহতদের দ্রুত সুস্থতা কামনা করি ৷"

  • उत्तर प्रदेश के कुशीनगर में हुए हादसे में महिलाओं और बच्चों समेत कई लोगों की मृत्यु का दुःखद समाचार सुनकर व्यथित हूँ। इस दर्दनाक हादसे में अपने परिजनों को खोने वाले सभी शोक-संतप्त परिवारों के प्रति मेरी गहन संवेदनाएं। मैं घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूँ।

    — President of India (@rashtrapatibhvn) February 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: UP Election 2022 : প্রথমবার উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে প্রার্থী যোগী, লড়বেন গোরক্ষপুর থেকে

বুধবার রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে কুশিনগরে (UP Wedding Tragedy) ৷ আচমকা কুয়োয় পড়ে গিয়ে প্রাণ হারান 13 জন (several die after drowning in well UP) ৷ নেবুয়া নৌরঙ্গিয়া থানা এলাকায় জনৈক পরমেশ্বর কুশওয়াহার বাড়িতে বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানের সময় কুয়োর একটি স্ল্যাবে বসেছিলেন বেশ কয়েকজন মহিলা (Women killed as they accidentally fall into well) ৷ তবে অত্যধিক চাপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই স্ল্যাব ৷ কুয়োয় পড়ে যান অনেকে ৷ প্রাণ যায় 13 জনের ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ৷

নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশের কুশিনগরে বিয়েবাড়িতে মর্মান্তিক দুর্ঘটনায় 13 জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ (President Kovind condole loss of lives in UP's Kushinagar Mishap) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM President on UP Mishap) ৷ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু 2 লাখ টাকা ও আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন নমো ৷

প্রধানমন্ত্রী তাঁর টুইটে লিখেছেন, "উত্তরপ্রদেশের কুশিনগরের দুর্ঘটনা হৃদয়বিদারক ৷ এই ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি ৷ আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি ৷ যাবতীয় সাহায্যের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন ৷" মৃতদের পরিবার ও আহতদের জন্য ক্ষতিপূরণও ঘোষণা করেন প্রধানমন্ত্রী ৷

  • उत्तर प्रदेश के कुशीनगर में हुआ हादसा हृदयविदारक है। इसमें जिन लोगों को अपनी जान गंवानी पड़ी है, उनके परिजनों के प्रति मैं अपनी गहरी संवेदनाएं व्यक्त करता हूं। इसके साथ ही घायलों के जल्द से जल्द स्वस्थ होने की कामना करता हूं। स्थानीय प्रशासन हर संभव मदद में जुटा है।

    — Narendra Modi (@narendramodi) February 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: UP Wedding Tragedy : বিয়েবাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা, কুয়োয় পড়ে মৃত 13

এই ঘটনায় মর্মাহত রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দও ৷ রাষ্ট্রপতি ভবনের তরফে টুইটে লেখা হয়েছে, "উত্তরপ্রদেশের কুশিনগরের (UP's Kushinagar accident) দুর্ঘটনা মহিলা ও শিশু-সহ এতজনের মৃত্যুর খবরে শোকাহত ৷ এই দুঃখজনক ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ আহতদের দ্রুত সুস্থতা কামনা করি ৷"

  • उत्तर प्रदेश के कुशीनगर में हुए हादसे में महिलाओं और बच्चों समेत कई लोगों की मृत्यु का दुःखद समाचार सुनकर व्यथित हूँ। इस दर्दनाक हादसे में अपने परिजनों को खोने वाले सभी शोक-संतप्त परिवारों के प्रति मेरी गहन संवेदनाएं। मैं घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूँ।

    — President of India (@rashtrapatibhvn) February 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: UP Election 2022 : প্রথমবার উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে প্রার্থী যোগী, লড়বেন গোরক্ষপুর থেকে

বুধবার রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে কুশিনগরে (UP Wedding Tragedy) ৷ আচমকা কুয়োয় পড়ে গিয়ে প্রাণ হারান 13 জন (several die after drowning in well UP) ৷ নেবুয়া নৌরঙ্গিয়া থানা এলাকায় জনৈক পরমেশ্বর কুশওয়াহার বাড়িতে বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানের সময় কুয়োর একটি স্ল্যাবে বসেছিলেন বেশ কয়েকজন মহিলা (Women killed as they accidentally fall into well) ৷ তবে অত্যধিক চাপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই স্ল্যাব ৷ কুয়োয় পড়ে যান অনেকে ৷ প্রাণ যায় 13 জনের ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.