ETV Bharat / bharat

কবি সন্ত রবিদাসের জন্মদিনে টুইটে শ্রদ্ধার্ঘ মোদির

কবি সন্ত রবিদাসের জন্মদিন উপলক্ষে তাঁকে টুইটে শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, শনিবার কবি সন্ত রবিদাসের জন্মদিনকে তিনি রবিদাসজয়ন্তী হিসেবে উৎসর্গ করেন।

Prime Minister of India
Narendra Modi
author img

By

Published : Feb 27, 2021, 1:50 PM IST

দিল্লি, 27 ফেব্রুয়ারি: রহস্যময় কবি সন্ত রবিদাসের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, শনিবার কবি সন্ত রবিদাসের জন্মদিনকে তিনি রবিদাসজয়ন্তী হিসেবে উৎসর্গও করেন।

কবির জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী টুইটে বলেন, 'রবিদাস কয়েক শতক ধরে সমতা, শুভকামনা এবং করুণার বার্তা দিয়ে আসছে, যা যুগ যুগ ধরে দেশবাসীকে উদ্বুদ্ধ করবে। আমি তাঁর জন্মদিনে কবি রবিদাসকে শ্রদ্ধা জানাই।'

  • संत रविदास जी ने सदियों पहले समानता, सद्भावना और करुणा पर जो संदेश दिए, वे देशवासियों को युगों-युगों तक प्रेरित करने वाले हैं। उनकी जयंती पर उन्हें मेरा सादर नमन। pic.twitter.com/uSKRh9AhgH

    — Narendra Modi (@narendramodi) February 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী আরও বলেন, 'পঞ্চদশ এবং ষষ্ঠদশ শতাব্দীতে ভক্তি আন্দোলনের স্তবের উল্লেখও আছে গুরু গ্রন্থসাহেবে। কবি রবিদাস বিবেচিত হয়েছেন একুশ শতকের রবিদাসা সম্প্রদায়ের প্রতিষ্ঠতা হিসেবে।'

আরও পড়ুন: পাঁচ বছরে মোদি সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, রবিদাসের জন্মদিন পালন করা হয় প্রতি বছর মাঘ মাসের মাগী পূর্ণিমা তিথিতে। যে সময় রাতের আকাশে পূর্ণচাঁদ দেখা যায়।

দিল্লি, 27 ফেব্রুয়ারি: রহস্যময় কবি সন্ত রবিদাসের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, শনিবার কবি সন্ত রবিদাসের জন্মদিনকে তিনি রবিদাসজয়ন্তী হিসেবে উৎসর্গও করেন।

কবির জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী টুইটে বলেন, 'রবিদাস কয়েক শতক ধরে সমতা, শুভকামনা এবং করুণার বার্তা দিয়ে আসছে, যা যুগ যুগ ধরে দেশবাসীকে উদ্বুদ্ধ করবে। আমি তাঁর জন্মদিনে কবি রবিদাসকে শ্রদ্ধা জানাই।'

  • संत रविदास जी ने सदियों पहले समानता, सद्भावना और करुणा पर जो संदेश दिए, वे देशवासियों को युगों-युगों तक प्रेरित करने वाले हैं। उनकी जयंती पर उन्हें मेरा सादर नमन। pic.twitter.com/uSKRh9AhgH

    — Narendra Modi (@narendramodi) February 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী আরও বলেন, 'পঞ্চদশ এবং ষষ্ঠদশ শতাব্দীতে ভক্তি আন্দোলনের স্তবের উল্লেখও আছে গুরু গ্রন্থসাহেবে। কবি রবিদাস বিবেচিত হয়েছেন একুশ শতকের রবিদাসা সম্প্রদায়ের প্রতিষ্ঠতা হিসেবে।'

আরও পড়ুন: পাঁচ বছরে মোদি সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, রবিদাসের জন্মদিন পালন করা হয় প্রতি বছর মাঘ মাসের মাগী পূর্ণিমা তিথিতে। যে সময় রাতের আকাশে পূর্ণচাঁদ দেখা যায়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.