ETV Bharat / bharat

PM Offers Prayers at Somnath: সোমনাথ মন্দিরে পুজো দিলেন মোদি, সৌরাষ্ট্রে আজ তাঁর চারটি জনসভা - সোমনাথ মন্দিরে পুজো

সোমনাথ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Offers Prayers at Somnath)৷ গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election 2022) প্রচারে সৌরাষ্ট্রে আজ তাঁর চারটি জনসভায় যোগ দেওয়ার কথা (PM Modi Address)৷

PM Modi offers prayers at Somnath, to address four rallies in Saurashtra today
সোমনাথ মন্দিরে পুজো দিলেন মোদি, সৌরাষ্ট্রে আজ তাঁর চারটি জনসভা
author img

By

Published : Nov 20, 2022, 1:19 PM IST

আহমেদাবাদ, 20 নভেম্বর: গুজরাতের সোমনাথ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Offers Prayers at Somnath)৷ রবিবার সাতসকালে সেখানে গিয়ে নিয়ম আচার মেনে পুজো সারেন তিনি ৷ এরপর গির সোমনাথ জেলার ভেরাভাল শহরে একটি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর ৷ ভোটমুখী গুজরাত সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সৌরাষ্ট্র অঞ্চলে চারটি জনসভায় বক্তব্য রাখবেন (PM Modi Address)৷

প্রধানমন্ত্রী রবিবার বিখ্যাত সোমনাথ মন্দিরে পুজো দেওয়ার মাধ্যমে দিনের সূচনা করেন । বিজেপির তরফে জানা গিয়েছে, তিনি সেখান থেকে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারের উদ্দেশ্যে যাবেন রাজকোটের ধোরাজিতে ৷ তারও পরে আমরেলি এবং বোটাদে গেরুয়া শিবিরের জনসভায় যোগ দেবেন তিনি ৷

আরও পড়ুন: Gujarat Assembly Election: মাত্র 11 ভোট বদলে দিয়েছিল সব হিসেব, পড়ুন গুজরাত নির্বাচনের কিছু আজনা তথ্য

শনিবার সন্ধ্যায় দক্ষিণ গুজরাতের ভালসাদে একটি সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে একটি রোড শো-ও অনুষ্ঠিত হয় । যাঁরা গুজরাতকে অপমানিত করছে, তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তাঁদের গুজরাত থেকে উৎখাত করার জন্য মানুষের কাছে আবেদন জানান তিনি ৷ জানা গিয়েছে, তিন দিনের সফরে আটটি সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী ৷ দু দশকেরও বেশি সময় ধরে গুজরাতে শাসন চালানোর পর এ বারও ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি ৷ আর সে ক্ষেত্রে তাদের তুরুপের তাস নিঃসন্দেহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

182-সদস্যের গুজরাত বিধানসভার (Gujarat Assembly Election 2022) জন্য নির্বাচন দুই দফায় হতে চলেছে 1 এবং 5 ডিসেম্বর ৷ 8 ডিসেম্বর ভোট গণনা করা হবে ।

আহমেদাবাদ, 20 নভেম্বর: গুজরাতের সোমনাথ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Offers Prayers at Somnath)৷ রবিবার সাতসকালে সেখানে গিয়ে নিয়ম আচার মেনে পুজো সারেন তিনি ৷ এরপর গির সোমনাথ জেলার ভেরাভাল শহরে একটি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর ৷ ভোটমুখী গুজরাত সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সৌরাষ্ট্র অঞ্চলে চারটি জনসভায় বক্তব্য রাখবেন (PM Modi Address)৷

প্রধানমন্ত্রী রবিবার বিখ্যাত সোমনাথ মন্দিরে পুজো দেওয়ার মাধ্যমে দিনের সূচনা করেন । বিজেপির তরফে জানা গিয়েছে, তিনি সেখান থেকে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারের উদ্দেশ্যে যাবেন রাজকোটের ধোরাজিতে ৷ তারও পরে আমরেলি এবং বোটাদে গেরুয়া শিবিরের জনসভায় যোগ দেবেন তিনি ৷

আরও পড়ুন: Gujarat Assembly Election: মাত্র 11 ভোট বদলে দিয়েছিল সব হিসেব, পড়ুন গুজরাত নির্বাচনের কিছু আজনা তথ্য

শনিবার সন্ধ্যায় দক্ষিণ গুজরাতের ভালসাদে একটি সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে একটি রোড শো-ও অনুষ্ঠিত হয় । যাঁরা গুজরাতকে অপমানিত করছে, তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তাঁদের গুজরাত থেকে উৎখাত করার জন্য মানুষের কাছে আবেদন জানান তিনি ৷ জানা গিয়েছে, তিন দিনের সফরে আটটি সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী ৷ দু দশকেরও বেশি সময় ধরে গুজরাতে শাসন চালানোর পর এ বারও ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি ৷ আর সে ক্ষেত্রে তাদের তুরুপের তাস নিঃসন্দেহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

182-সদস্যের গুজরাত বিধানসভার (Gujarat Assembly Election 2022) জন্য নির্বাচন দুই দফায় হতে চলেছে 1 এবং 5 ডিসেম্বর ৷ 8 ডিসেম্বর ভোট গণনা করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.