ETV Bharat / bharat

Vijayadashami Wishes: 'আবার এসো মা...', বিজয়া দশমীতে দেশবাসীকে শুভেচ্ছা মোদি-মমতা-রাহুলের - নরেন্দ্র মোদির শুভেচ্ছা

Vijayadashami-Dusshera Wishes: বিজয়া দশমী ও দশেরা উপলক্ষে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর পাশাপাশি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধি-সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ৷

Vijayadashami-Dusshera Wishes
দেশবাসীকে শুভেচ্ছা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 12:57 PM IST

কলকাতা, 24 অক্টোবর: দেখতে দেখতে এসে গেল বিজয়া দশমী ৷ দেবী দুর্গার এ বার ঘরে ফেরার পালা ৷ তারই প্রস্তুতি চলছে পুজো মণ্ডপগুলিতে ৷ আজই নবরাত্রির অবসান পর্বে দশেরা উৎসব ৷ বিভিন্ন রাজ্যে চলছে রাবণ বধের তোরজোড় ৷ এই বিশেষ দিনে দেশবাসীকে শুভ বিজয়া ও দশেরার শুভেচ্ছা জানালেন রাজনৈতিক নেতা-নেত্রীরা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ও অন্যান্যরা নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন দেশের নাগরিকদের ৷

মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, "বিজয়া দশমীতে দেশজুড়ে আমার পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানাই ৷ এই পবিত্র উৎসব নেতিবাচক শক্তির অবসানের পাশাপাশি জীবনে ভালোত্বের আত্মীকরণের বার্তা দেয় ৷ বিজয়া দশমীতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি !"

  • देशभर के मेरे परिवारजनों को विजयादशमी की हार्दिक शुभकामनाएं। यह पावन पर्व नकारात्मक शक्तियों के अंत के साथ ही जीवन में अच्छाई को अपनाने का संदेश लेकर आता है।

    Wishing you all a Happy Vijaya Dashami!

    — Narendra Modi (@narendramodi) October 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সবাইকে বিজয়া দশমী ও দশেরার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ দেবী দুর্গার একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "আবার এসো মা...৷"

দেশবাসীকে বিজয়া দশমী ও দশেরার শুভেচ্ছা জানিয়ে হিন্দিতে পোস্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি লিখেছেন, "সকল দেশবাসীকে 'বিজয়াদশমী'র শুভেচ্ছা । অধর্মের অন্ধকার যতই ঘন হোক না কেন, সত্যের উপর ভিত্তি করে ন্যায়ের আলোর জয় চিরন্তন । পাপের উপর পুণ্যের বিজয়ের প্রতীক, 'বিজয়াদশমী' এমন একটি উৎসব যা আমাদের সর্বদা জ্ঞান ও সত্যের পথে চলতে অনুপ্রাণিত করে এবং শেখায় । ভগবান শ্রী রাম সকলের মঙ্গল করুন । জয় শ্রী রাম !"

  • समस्त देशवासियों को ‘विजयादशमी’ की हार्दिक शुभकामनाएं।
    अधर्म का अंधकार चाहे कितना भी घना क्यों न हो, सत्य के आधार पर धर्म के उजाले की विजय शाश्वत है। पाप पर पुण्य की विजय का प्रतीक ‘विजयादशमी’ हमें सदैव विवेक और सत्य के मार्ग पर चलने की प्रेरणा व शिक्षा देने वाला पर्व है।
    प्रभु… pic.twitter.com/FX8bcVnNle

    — Amit Shah (@AmitShah) October 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লেখেন, "শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা । মা দুর্গা সকলের মঙ্গল করুন । জয় মা দুর্গা ৷"

  • শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
    মা দুর্গা সকলের মঙ্গল করুন।
    জয় মা দুর্গা 🙏 pic.twitter.com/XcvJPFOevX

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিজয়া দশমীতে মিথ্যা ও অহং ধ্বংসের কামনা করে বার্তা দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তিনি লেখেন, "মন্দের উপর ভালোর বিজয়ের মহান উৎসব বিজয়া দশমীর শুভেচ্ছা সবাইকে । মিথ্যা ও অহংকার ধ্বংস হোক, সত্য ও মানবতা সবার জীবনে থাকুক । শুভ দশেরা ।"

  • अच्छाई की बुराई पर जीत के महापर्व, विजयदशमी की सभी को हार्दिक शुभकामनाएं। असत्य और अहंकार का नाश हो, सत्य और मानवता का सभी के जीवन में वास हो।

    शुभ दशहरा। pic.twitter.com/zltEFvGYbN

    — Rahul Gandhi (@RahulGandhi) October 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় বাংলাদেশ অভিমুখী, ভারী বৃষ্টিতে পণ্ড হতে পারে দশমী

কলকাতা, 24 অক্টোবর: দেখতে দেখতে এসে গেল বিজয়া দশমী ৷ দেবী দুর্গার এ বার ঘরে ফেরার পালা ৷ তারই প্রস্তুতি চলছে পুজো মণ্ডপগুলিতে ৷ আজই নবরাত্রির অবসান পর্বে দশেরা উৎসব ৷ বিভিন্ন রাজ্যে চলছে রাবণ বধের তোরজোড় ৷ এই বিশেষ দিনে দেশবাসীকে শুভ বিজয়া ও দশেরার শুভেচ্ছা জানালেন রাজনৈতিক নেতা-নেত্রীরা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ও অন্যান্যরা নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন দেশের নাগরিকদের ৷

মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, "বিজয়া দশমীতে দেশজুড়ে আমার পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানাই ৷ এই পবিত্র উৎসব নেতিবাচক শক্তির অবসানের পাশাপাশি জীবনে ভালোত্বের আত্মীকরণের বার্তা দেয় ৷ বিজয়া দশমীতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি !"

  • देशभर के मेरे परिवारजनों को विजयादशमी की हार्दिक शुभकामनाएं। यह पावन पर्व नकारात्मक शक्तियों के अंत के साथ ही जीवन में अच्छाई को अपनाने का संदेश लेकर आता है।

    Wishing you all a Happy Vijaya Dashami!

    — Narendra Modi (@narendramodi) October 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সবাইকে বিজয়া দশমী ও দশেরার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ দেবী দুর্গার একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "আবার এসো মা...৷"

দেশবাসীকে বিজয়া দশমী ও দশেরার শুভেচ্ছা জানিয়ে হিন্দিতে পোস্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি লিখেছেন, "সকল দেশবাসীকে 'বিজয়াদশমী'র শুভেচ্ছা । অধর্মের অন্ধকার যতই ঘন হোক না কেন, সত্যের উপর ভিত্তি করে ন্যায়ের আলোর জয় চিরন্তন । পাপের উপর পুণ্যের বিজয়ের প্রতীক, 'বিজয়াদশমী' এমন একটি উৎসব যা আমাদের সর্বদা জ্ঞান ও সত্যের পথে চলতে অনুপ্রাণিত করে এবং শেখায় । ভগবান শ্রী রাম সকলের মঙ্গল করুন । জয় শ্রী রাম !"

  • समस्त देशवासियों को ‘विजयादशमी’ की हार्दिक शुभकामनाएं।
    अधर्म का अंधकार चाहे कितना भी घना क्यों न हो, सत्य के आधार पर धर्म के उजाले की विजय शाश्वत है। पाप पर पुण्य की विजय का प्रतीक ‘विजयादशमी’ हमें सदैव विवेक और सत्य के मार्ग पर चलने की प्रेरणा व शिक्षा देने वाला पर्व है।
    प्रभु… pic.twitter.com/FX8bcVnNle

    — Amit Shah (@AmitShah) October 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লেখেন, "শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা । মা দুর্গা সকলের মঙ্গল করুন । জয় মা দুর্গা ৷"

  • শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
    মা দুর্গা সকলের মঙ্গল করুন।
    জয় মা দুর্গা 🙏 pic.twitter.com/XcvJPFOevX

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিজয়া দশমীতে মিথ্যা ও অহং ধ্বংসের কামনা করে বার্তা দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তিনি লেখেন, "মন্দের উপর ভালোর বিজয়ের মহান উৎসব বিজয়া দশমীর শুভেচ্ছা সবাইকে । মিথ্যা ও অহংকার ধ্বংস হোক, সত্য ও মানবতা সবার জীবনে থাকুক । শুভ দশেরা ।"

  • अच्छाई की बुराई पर जीत के महापर्व, विजयदशमी की सभी को हार्दिक शुभकामनाएं। असत्य और अहंकार का नाश हो, सत्य और मानवता का सभी के जीवन में वास हो।

    शुभ दशहरा। pic.twitter.com/zltEFvGYbN

    — Rahul Gandhi (@RahulGandhi) October 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় বাংলাদেশ অভিমুখী, ভারী বৃষ্টিতে পণ্ড হতে পারে দশমী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.