নয়াদিল্লি, 3 ডিসেম্বর: চার রাজ্যের বিধানসভা ভোটের ফলে কার্যত স্পষ্ট তিন রাজ্যেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় আসছে বিজেপি ৷ রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে এককভাবেই ক্ষমতায় আসতে চলেছে বিজেপি ৷ আর লোকসভার 'সেমিফাইনালে' তিন রাজ্যে পদ্ম ফোটানোর পর রবিবার সন্ধ্যায় দিল্লিতে দলের সদর কার্যালয়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিজেপি দলীয় সূত্রে খবর, এখানে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণও দিতে পারেন প্রধানমন্ত্রী ৷
কথায় বলে, দিন কেমন যাবে তা সকাল বলে দেয় ৷ এদিন সকাল আটটা থেকে পোস্টাল ব্যালটের মধ্যে দিয়ে চার রাজ্যে ভোটের গণনা শুরু হয় ৷ আর সেখানেই চিত্রটা অনেকাংশে সাফ হয়ে গিয়েছিল ৷ তেলেঙ্গানা বাদ দিয়ে তিন রাজ্যেই দেখা যায় সরকারি কর্মীরা বিজেপির দিকে ঝুঁকে আছে ৷ আর সকাল সাড়ে আটটার কিছু পর ইভিএমে গণনার বেশ কয়েক রাউন্ডের পরই বোঝা যায়, তিন রাজ্যে কংগ্রেসকে ছাড়িয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে বিজেপি ৷
বেশ কিছু জায়গায় তো কংগ্রেস হেভিওয়েট নেতাদের ছাপিয়ে যায় বিজেপির প্রার্থীরা ৷ ফল বেরোনো শুরু হওয়ার পর বেলা যত গড়িয়েছে তারপরই বিজেপি সূত্রে জানা যায়, বিকাল পাঁচটা থেকে বিজেপির সদর দফতরে বিজয়োৎসব হবে ৷ একই সঙ্গে, বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্ভবত দলের সদর দফতরে বিজেপি কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে পারেন ৷
অন্যদিকে, দুপুর পর্যন্ত নির্বাচন কমিশনের জারি করা ফলের ট্রেন্ড অনুসারে, মধ্যপ্রদেশের 230টি আসনের মধ্যে 155টিতে এবং ছত্তিশগড়ের 90টি আসনের মধ্যে 54টিতে বিজেপি এগিয়ে আছে। রাজস্থানে বিজেপি 199টি আসনের মধ্যে 111টিতে এগিয়ে রয়েছে ৷ যেখানে কংগ্রেস তেলঙ্গানায় 64টি আসনে এগিয়ে রয়েছে। (পিটিআই)
আরও পড়ুন: