ETV Bharat / bharat

PM Greets Nation দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন মোদি, মমতা - PM Addressed The Nation From Red Fort

দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই শুভেচ্ছা বার্তা জানিয়ে শুক্রবার সকালে হিন্দিতে টুইট করেন প্রধানমন্ত্রী (Narendra Modi Greets nation on Janmashtami ) । বিভিন্ন সামাজিক থেকে শুরু করে ধর্মীয় অনুষ্ঠানে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ।

PM Greets Nation
দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন মোদি
author img

By

Published : Aug 19, 2022, 10:01 AM IST

Updated : Aug 19, 2022, 12:38 PM IST

নয়াদিল্লি,19 অগস্ট: দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Greets nation on Janmashtami )। এই শুভেচ্ছা বার্তা জানিয়ে শুক্রবার সকালে হিন্দিতে টুইট করেন প্রধানমন্ত্রী । তিনি লেখেন, "এই আনন্দ উৎসব দেশবাসীর জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসবে।" শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । তিনি লেখেন, "সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা । ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জ্ঞান বুদ্ধি এবং শান্তি দিন এই প্রার্থণা করি ।"

  • सभी देशवासियों को जन्माष्टमी के पावन-पुनीत अवसर पर हार्दिक शुभकामनाएं। भक्ति और उल्लास का यह उत्सव हर किसी के जीवन में सुख, समृद्धि और सौभाग्य लेकर आए। जय श्रीकृष्ण!

    — Narendra Modi (@narendramodi) August 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিন চারেক আগেই স্বাধীনতা দিবসের আনন্দে মেতে উঠেছিল দেশ । স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষ্যে আজাদি কা অমৃত মহোৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার (Azadi ka Amrit Mahotsav)। বেশ কয়েক মাস ধরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতার হীরক জয়ন্তি পালন করে দেশ । সেদিন লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দীর্ঘ ভাষণ দেন প্রধানমন্ত্রী (PM Addressed The Nation From Red Fort)। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই বিশেষ দিনে জাতির উদ্দেশে উদ্দেশে দেন প্রধানমন্ত্রীরা । এবারের ভাষণেও দেশের উন্নতির রূপরেখা ঠিক করে দেন প্রধানমন্ত্রী । স্বাধীনতার একশো বছর পূর্ণ করার সময় ভারতকে কী অবস্থায় দেখতে চান তাও সবিস্তারে জানান তিনি । পাশাপাশি জোর দেন নারীদের উন্নয়নে ।

আরও পড়ুন: দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগামী 25 বছরে মধ্যে কোন কোন দিকে দেশকে আরও বেশি করে এগোতে হবে সেই হদিশও দেন তিনি । এরপর আজ দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী । তিনি ছাডাও রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা সামাজিক মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

নয়াদিল্লি,19 অগস্ট: দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Greets nation on Janmashtami )। এই শুভেচ্ছা বার্তা জানিয়ে শুক্রবার সকালে হিন্দিতে টুইট করেন প্রধানমন্ত্রী । তিনি লেখেন, "এই আনন্দ উৎসব দেশবাসীর জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসবে।" শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । তিনি লেখেন, "সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা । ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জ্ঞান বুদ্ধি এবং শান্তি দিন এই প্রার্থণা করি ।"

  • सभी देशवासियों को जन्माष्टमी के पावन-पुनीत अवसर पर हार्दिक शुभकामनाएं। भक्ति और उल्लास का यह उत्सव हर किसी के जीवन में सुख, समृद्धि और सौभाग्य लेकर आए। जय श्रीकृष्ण!

    — Narendra Modi (@narendramodi) August 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিন চারেক আগেই স্বাধীনতা দিবসের আনন্দে মেতে উঠেছিল দেশ । স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষ্যে আজাদি কা অমৃত মহোৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার (Azadi ka Amrit Mahotsav)। বেশ কয়েক মাস ধরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতার হীরক জয়ন্তি পালন করে দেশ । সেদিন লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দীর্ঘ ভাষণ দেন প্রধানমন্ত্রী (PM Addressed The Nation From Red Fort)। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই বিশেষ দিনে জাতির উদ্দেশে উদ্দেশে দেন প্রধানমন্ত্রীরা । এবারের ভাষণেও দেশের উন্নতির রূপরেখা ঠিক করে দেন প্রধানমন্ত্রী । স্বাধীনতার একশো বছর পূর্ণ করার সময় ভারতকে কী অবস্থায় দেখতে চান তাও সবিস্তারে জানান তিনি । পাশাপাশি জোর দেন নারীদের উন্নয়নে ।

আরও পড়ুন: দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগামী 25 বছরে মধ্যে কোন কোন দিকে দেশকে আরও বেশি করে এগোতে হবে সেই হদিশও দেন তিনি । এরপর আজ দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী । তিনি ছাডাও রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা সামাজিক মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

Last Updated : Aug 19, 2022, 12:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.