নয়াদিল্লি, 25 জুলাই : নিজের মনের কথা সদর্থক, তা মানুষকে উৎসাহ জোগাবে, এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর পুরো দেশে একটা পরিবর্তনের হাওয়া বইছে ৷ বিশেষত তরুণ প্রজন্ম নানা রকম পরীক্ষানিরীক্ষার মাধ্যমে নতুন কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ এতে মোদি খুব অনুপ্রাণিত ৷ কী বললেন তাদের নিয়ে ?
মন কি বাত-এর মনের কথা
মন কি বাত একটা সদর্থক মাধ্যম (Positivity), সংবেদনশীলতার (Sensitivity) মাধ্যম ৷ এখানে পজিটিভ কথা বলা হয় ৷ এর চরিত্র কালেকটিভ (Collective) ৷ ভারতের যুব শক্তির এই সক্রিয়তা আমায় আনন্দ দিচ্ছে ৷ আমার আনন্দ হচ্ছে যে, মন কি বাতের মাধ্যমে আমি তরুণদের মনের ভাবনা জানতে পারছি ৷ আপনাদের কাছ থেকে পাওয়া উপদেশই মন কি বাতের শক্তি ৷
সাই প্রণীথ (Sai Praneeth)
তিনি অন্ধ্রপ্রদেশে বসবাসকারী একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার ৷ গত বছর তিনি দেখেন যে, খারাপ আবহাওয়ার জন্য চাষিদের অনেক ক্ষতি হয়েছে ৷ আবহাওয়া বিজ্ঞান (Metereology Science) নিয়ে তাঁর উৎসাহ ছিল ৷ তিনি তাঁর উৎসাহ আর মেধাকে চাষিদের কল্যাণের জন্যে কাজে লাগানোর সিদ্ধান্ত নিলেন ৷ তিনি নানা ধরনের আবহাওয়া সংক্রান্ত তথ্য কেনেন, বিশ্লেষণ করেন ৷ এর পর স্থানীয় ভাষায় বিভিন্ন ভাবে কৃষকদের কাছে জরুরি তথ্য পৌঁছে দেন ৷ আবহাওয়ার পূর্বাভাস ছাড়াও নানা ধরনের জলবায়ুতে কী করা উচিত, সে নির্দেশও দেন ৷ বিশেষত বন্য়া, ঝড়, বাজ পড়া, এসব বিপর্যয় থেকে কী ভাবে নিজেদের রক্ষা করা যায়, সে বিষয়ে পরামর্শ দেন ৷
আইজ্যাক মুণ্ডা (Isaac Munda)
ওড়িশার সম্বলপুর গ্রামে থাকেন তিনি ৷ একসময় তিনি বিহারে মজদুরের কাজ করতেন ৷
এখন তিনি একজন ইন্টারনেট সেনশেনসে পরিণত হয়েছেন ৷ তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল আছে ৷ সেখানে থেকে যথেষ্ট টাকা উপার্জন করছেন ৷ সুস্বাদু খাবার কী করে তৈরি করা যায়, তার ভিডিয়ো তৈরি করে তা চ্যানেলে দেখান ৷ এ ছাড়া নিজের গ্রাম, জীবন, পরিবার, খাদ্যাভ্যাসও দেখান সকলকে ৷ ইউটিউবার হিসেবে আইজ্যাকের যাত্রা 2020-তে শুরু হয়েছিল ৷ ওড়িশার চিরাচরিত খাবার পাখালা (Pakhala) তৈরির একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ তার পর থেকে কয়েকশো ভিডিয়ো পোস্ট করেছেন ৷ অনেক দিক দিয়ে তাঁর এই চেষ্টা আলাদা ৷ এত শহরে থাকা মানুষ প্রত্যন্ত গ্রামের জীবন যাপন দেখতে পান, এই সম্বন্ধে শহুরে লোকেরা খুব কম জানেন ৷ আইজ্যাক মুণ্ডাজি সংস্কৃতি আর রান্নার প্রণালী দুটোর সঠিক মিশ্রণ করে উদযাপন করছেন ৷ আমাদের প্রেরণা জোগাচ্ছেন ৷
থ্রি-ডি প্রিন্টিং (3-D Printing)
প্রযুক্তির (Technology) চর্চায় আরও একটা আকর্ষণীয় বিষয়ে বলতে চাই ৷ আআইট মাদ্রাজ (IIT Madras)-এর অ্যালুমনি (Alumni) একটা স্টার্টআপ (Startup) শুরু করেছেন ৷ তাঁরা থ্রি-ডি প্রিন্টেড হাউজ (3D Printed House) তৈরি করেছেন ৷ থ্রি-ডি প্রিন্টের মাধ্যমে ঘর তৈরি সম্ভব হল কী করে ? থ্রি-ডি প্রিন্টারে একটা তিনটে ডাইমেশনের ডিজাইন যুক্ত করেন ৷ তার পর একটা বিশেষ প্রকারের কংক্রিটের মাধ্যমে লেয়ারের সঙ্গে লেয়ার জুড়ে একটা থ্রি-ডি স্ট্রাকচার (3-D Strcuter) তৈরি করে ফেলেন ৷
লাইট হাউজ প্রোজেক্ট (Light House Project)
দেশে এ ধরনের বহু পরীক্ষানিরীক্ষা হচ্ছে ৷ একটা সময় ছিল যখন ছোট ছোট কনস্ট্রাকশনের কাজেও বহু বছর লেগে যেত ৷ কিন্তু আজ টেকনোলজির মাধ্য়মে পরিস্থিতি বদলেছে ৷ বেশ কিছু সময় আগে, আমরা দুনিয়ার নানা সৃজনশীল কোম্পানিকে আমন্ত্রণ জানানোর জন্য ‘গ্লোবাল হাউজিং টেকনোলজি চ্যালেঞ্জ’ (Global Housing Technology Challenge) চালু করেছিলাম ৷ এটা দেশের নিজের অভিনব একটা প্রচেষ্টা ৷ এই প্রোজেক্টের নাম দিয়েছিলাম ‘লাইট হাউজ প্রজেক্ট’ (Light House Project) ৷ এখন দেশের ছ'টি জায়গায় এর কাজ চলছে ৷