ETV Bharat / bharat

PM Modi condoles death of Birju Maharaj: বিরজু মহারাজের প্রয়াণে শোকাহত নমো, নৃত্যশিল্পী না-হলে কী হতেন ?

বিরজু মহারাজের প্রয়াণে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi condoles death of Birju Maharaj)৷ কিংবদন্তি নৃত্যশিল্পী না-হলে কী হতেন বিরজু মহারাজ (Pandit Birju Maharaj passes away)? শেয়ার করেছেন তাঁর নাতনি রাগিনী ৷

author img

By

Published : Jan 17, 2022, 10:03 AM IST

PM Modi condoles death of Birju Maharaj
বিরজু মহারাজের প্রয়াণে শোকাহত নমো, নৃত্যশিল্পী না-হলে কী হতেন ?

নয়াদিল্লি, 17 জানুয়ারি: একই অঙ্গে অনেক রূপ ৷ প্রবাদপ্রতিম কত্থক শিল্পী বিরজু মহারাজ ৷ তবে শুধু কত্থকই নয়, তাঁর অসাধারণ দক্ষতা ছিল গান, আঁকা ও বাদ্যযন্ত্রেও ৷ সাবলীল ভাবে প্রায় সব ধরনের ড্রাম বাজাতেন ৷ বিশেষ অনুরাগ ছিল তবলা ও নালের প্রতি ৷ গান গেয়েও ভুবন মাতিয়েছেন এই কিংবদন্তি ৷ ঠুমরি, গজল, ভজনে ছিল তাঁর অবাধ বিচরণ ৷ সংস্কৃতির জগত ছাড়া প্রখ্যাত শিল্পীর ভাল লাগার বিষয় ছিল একেবারে ভিন্ন ক্ষেত্রে ৷

বিরজু মহারাজের প্রয়াণের পর তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর নাতনি রাগিনী মহারাজ দাদুর সম্পূর্ণ একটি অন্য দিক উন্মোচন করেছেন ৷ তিনি জানিয়েছেন, যে কোনও গ্যাজেটের প্রতি বিশেষ আকর্ষণ ছিল কথকশিল্পীর ৷ রাগিনীর কথায়, "তিনি গ্যাজেট খুব ভালবাসতেন ৷ যত দ্রুত সম্ভব তা কিনে ফেলার চেষ্টা করতেন ৷ তিনি সবসময় বলতেন, নৃত্যশিল্পী না-হলে, তিনি একজন মেক্যানিক হতেন ৷ মনের মধ্যে সর্বদা তাঁর হাসিমুখের ছবিটাই ধরা থাকবে ৷"

কিংদন্তি শিল্পীর প্রয়াণে শোকাহত দেশ ৷ টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi condoles death of Birju Maharaj)৷ বিরজু মহারাজের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে মোদি লিখেছেন, "পণ্ডিত বিরজু মহারাজজির মৃত্যুতে গভীর ভাবে শোকাহত ৷ তিনি ভারতীয় নৃত্যশিল্পকে বিশ্বজুড়ে অনন্য স্বীকৃতি দিয়েছিলেন । তাঁর চলে যাওয়া সমগ্র শিল্প জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি । শোকের এই মুহূর্তে তাঁর পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা । ওম শান্তি !"

  • भारतीय नृत्य कला को विश्वभर में विशिष्ट पहचान दिलाने वाले पंडित बिरजू महाराज जी के निधन से अत्यंत दुख हुआ है। उनका जाना संपूर्ण कला जगत के लिए एक अपूरणीय क्षति है। शोक की इस घड़ी में मेरी संवेदनाएं उनके परिजनों और प्रशंसकों के साथ हैं। ओम शांति! pic.twitter.com/PtqDkoe8kd

    — Narendra Modi (@narendramodi) January 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Pandit Birju Maharaj Passes Away : প্রয়াত কথ্থক সম্রাট পন্ডিত বিরজু মহারাজ

শিল্পের দুনিয়ায় বিরজু মহারাজের প্রয়াণ অপূরণীয় ক্ষতি, টুইটে লিখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath on Birju Maharaj)৷

  • कथक सम्राट, पद्म विभूषण पंडित बिरजू महाराज जी का निधन अत्यंत दुःखद है।

    उनका जाना कला जगत की अपूरणीय क्षति है।

    प्रभु श्री राम से प्रार्थना है कि दिवंगत पुण्यात्मा को अपने श्री चरणों में स्थान व शोकाकुल परिजनों को यह दुःख सहने की शक्ति प्रदान करें।

    ॐ शांति!

    — Yogi Adityanath (@myogiadityanath) January 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গায়ক আদনান স্বামীও (Adnan sami remembers Birju Maharaj) বিরজু মহারাজের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে টুইটে লিখেছেন, "পারফর্মিং আর্টসের ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানকে আমরা হারালাম ৷ তাঁর অবদান দিয়ে তিনি বহু প্রজন্মকে উদ্বুদ্ধ করেছেন ৷"

  • Extremely saddened by the news about the passing away of Legendary Kathak Dancer- Pandit Birju Maharaj ji.
    We have lost an unparalleled institution in the field of the performing arts. He has influenced many generations through his genius.
    May he rest in peace.🙏🖤#BirjuMaharaj pic.twitter.com/YpJZEeuFjH

    — Adnan Sami (@AdnanSamiLive) January 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চিত্রনির্মাতা অশোক পণ্ডিত লিখেছেন, "ভারত একটা রত্নকে হারাল ৷"

কথকের পরিবারে জন্ম । সাত পুরুষ ধরে তাঁদের পরিবারে চর্চা চলছে এই নৃত্যের ৷ তাঁর দুই কাকা শম্ভু মহারাজ এবং লচ্ছু মহারাজ ছিলেন বিখ্যাত নৃত্য শিল্পী । বিরজুর গুরু ছিলেন বাবা অচ্চন মহারাজ ।

নাচের মধ্যে দিয়েই জীবনের নানা গল্প শোনাতেন বিরজু মহারাজ (Pandit Birju Maharaj passes away)৷ তাঁকে ঘিরে থাকা মানুষজন তাঁর সঙ্গ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন ৷ দেশের দ্বিতীয় বৃহত্তম নাগরিক সম্মান পদ্মবিভূষণ পেয়েছেন ৷ ভালোবেসে তাঁকে সবাই ডাকতেন পণ্ডিতজি, মহারাজজি ৷ বিরাট মাপের এই মানুষটি সবসময় থাকতেন মাটির কাছাকাছি ৷ নিজের ভেতরের শৈশবটাকে বাঁচিয়ে রেখেছিলেন বিরজু মহারাজ ৷ ছোট্ট নাতির সঙ্গে খেলা করতে করতেই পৌঁছে গেলেন জীবন সায়াহ্নে ৷ 83 বছর বয়সে থেমে গেল ঘুঙুরের ঝঙ্কার ৷ চিরঘুমে শায়িত হলেন বিরজু মহারাজ ৷

নয়াদিল্লি, 17 জানুয়ারি: একই অঙ্গে অনেক রূপ ৷ প্রবাদপ্রতিম কত্থক শিল্পী বিরজু মহারাজ ৷ তবে শুধু কত্থকই নয়, তাঁর অসাধারণ দক্ষতা ছিল গান, আঁকা ও বাদ্যযন্ত্রেও ৷ সাবলীল ভাবে প্রায় সব ধরনের ড্রাম বাজাতেন ৷ বিশেষ অনুরাগ ছিল তবলা ও নালের প্রতি ৷ গান গেয়েও ভুবন মাতিয়েছেন এই কিংবদন্তি ৷ ঠুমরি, গজল, ভজনে ছিল তাঁর অবাধ বিচরণ ৷ সংস্কৃতির জগত ছাড়া প্রখ্যাত শিল্পীর ভাল লাগার বিষয় ছিল একেবারে ভিন্ন ক্ষেত্রে ৷

বিরজু মহারাজের প্রয়াণের পর তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর নাতনি রাগিনী মহারাজ দাদুর সম্পূর্ণ একটি অন্য দিক উন্মোচন করেছেন ৷ তিনি জানিয়েছেন, যে কোনও গ্যাজেটের প্রতি বিশেষ আকর্ষণ ছিল কথকশিল্পীর ৷ রাগিনীর কথায়, "তিনি গ্যাজেট খুব ভালবাসতেন ৷ যত দ্রুত সম্ভব তা কিনে ফেলার চেষ্টা করতেন ৷ তিনি সবসময় বলতেন, নৃত্যশিল্পী না-হলে, তিনি একজন মেক্যানিক হতেন ৷ মনের মধ্যে সর্বদা তাঁর হাসিমুখের ছবিটাই ধরা থাকবে ৷"

কিংদন্তি শিল্পীর প্রয়াণে শোকাহত দেশ ৷ টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi condoles death of Birju Maharaj)৷ বিরজু মহারাজের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে মোদি লিখেছেন, "পণ্ডিত বিরজু মহারাজজির মৃত্যুতে গভীর ভাবে শোকাহত ৷ তিনি ভারতীয় নৃত্যশিল্পকে বিশ্বজুড়ে অনন্য স্বীকৃতি দিয়েছিলেন । তাঁর চলে যাওয়া সমগ্র শিল্প জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি । শোকের এই মুহূর্তে তাঁর পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা । ওম শান্তি !"

  • भारतीय नृत्य कला को विश्वभर में विशिष्ट पहचान दिलाने वाले पंडित बिरजू महाराज जी के निधन से अत्यंत दुख हुआ है। उनका जाना संपूर्ण कला जगत के लिए एक अपूरणीय क्षति है। शोक की इस घड़ी में मेरी संवेदनाएं उनके परिजनों और प्रशंसकों के साथ हैं। ओम शांति! pic.twitter.com/PtqDkoe8kd

    — Narendra Modi (@narendramodi) January 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Pandit Birju Maharaj Passes Away : প্রয়াত কথ্থক সম্রাট পন্ডিত বিরজু মহারাজ

শিল্পের দুনিয়ায় বিরজু মহারাজের প্রয়াণ অপূরণীয় ক্ষতি, টুইটে লিখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath on Birju Maharaj)৷

  • कथक सम्राट, पद्म विभूषण पंडित बिरजू महाराज जी का निधन अत्यंत दुःखद है।

    उनका जाना कला जगत की अपूरणीय क्षति है।

    प्रभु श्री राम से प्रार्थना है कि दिवंगत पुण्यात्मा को अपने श्री चरणों में स्थान व शोकाकुल परिजनों को यह दुःख सहने की शक्ति प्रदान करें।

    ॐ शांति!

    — Yogi Adityanath (@myogiadityanath) January 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গায়ক আদনান স্বামীও (Adnan sami remembers Birju Maharaj) বিরজু মহারাজের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে টুইটে লিখেছেন, "পারফর্মিং আর্টসের ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানকে আমরা হারালাম ৷ তাঁর অবদান দিয়ে তিনি বহু প্রজন্মকে উদ্বুদ্ধ করেছেন ৷"

  • Extremely saddened by the news about the passing away of Legendary Kathak Dancer- Pandit Birju Maharaj ji.
    We have lost an unparalleled institution in the field of the performing arts. He has influenced many generations through his genius.
    May he rest in peace.🙏🖤#BirjuMaharaj pic.twitter.com/YpJZEeuFjH

    — Adnan Sami (@AdnanSamiLive) January 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চিত্রনির্মাতা অশোক পণ্ডিত লিখেছেন, "ভারত একটা রত্নকে হারাল ৷"

কথকের পরিবারে জন্ম । সাত পুরুষ ধরে তাঁদের পরিবারে চর্চা চলছে এই নৃত্যের ৷ তাঁর দুই কাকা শম্ভু মহারাজ এবং লচ্ছু মহারাজ ছিলেন বিখ্যাত নৃত্য শিল্পী । বিরজুর গুরু ছিলেন বাবা অচ্চন মহারাজ ।

নাচের মধ্যে দিয়েই জীবনের নানা গল্প শোনাতেন বিরজু মহারাজ (Pandit Birju Maharaj passes away)৷ তাঁকে ঘিরে থাকা মানুষজন তাঁর সঙ্গ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন ৷ দেশের দ্বিতীয় বৃহত্তম নাগরিক সম্মান পদ্মবিভূষণ পেয়েছেন ৷ ভালোবেসে তাঁকে সবাই ডাকতেন পণ্ডিতজি, মহারাজজি ৷ বিরাট মাপের এই মানুষটি সবসময় থাকতেন মাটির কাছাকাছি ৷ নিজের ভেতরের শৈশবটাকে বাঁচিয়ে রেখেছিলেন বিরজু মহারাজ ৷ ছোট্ট নাতির সঙ্গে খেলা করতে করতেই পৌঁছে গেলেন জীবন সায়াহ্নে ৷ 83 বছর বয়সে থেমে গেল ঘুঙুরের ঝঙ্কার ৷ চিরঘুমে শায়িত হলেন বিরজু মহারাজ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.