নিউ দিল্লি, 28 এপ্রিল: করোনা সংক্রমণের চিকিৎসায় প্রাথমিক উপাদান লিকুইড মেডিক্যাল অক্সিজেনের জোগান বেড়েছে 8,922 এমটি ৷ আশা করা যাচ্ছে, এ মাসের শেষে তা 9,250 এমটি-তে পৌঁছাবে ৷ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি উচ্চস্তরের বৈঠকে সরকারের তরফে এই তথ্য জানানো হয়েছে ৷ গত বছর অগস্টে এই পরিমাণ ছিল 5,700 এমটি ৷
কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে সংক্রামিতের সংখ্যা ঊর্ধ্বমুখী হওয়ায় দেশের বিভিন্ন অংশ থেকে অক্সিজেনের অভাবের খবর আসছিল ৷ তার পর জরুরি ভিত্তিতে অক্সিজেন উৎপাদন বাড়ানোর পদক্ষেপ করে কেন্দ্র ৷ এদিন এই বৈঠকে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব পিএসএ অক্সিজেন প্ল্যান্ট চালু করতে নির্দেশ দেন মোদি ৷
আরও পড়ুন: করোনা প্রাণ কাড়ল মোদির কাকিমার
পিএমও-র তরফে জানানো হয়েছে, এই বৈঠকে প্রধানমন্ত্রী চিকিৎসার পরিকাঠামো নিয়ে পর্যালোচনা করেন আর আধিকারিকদের স্বাস্থ্য সম্বন্ধীয় সুবিধাগুলি উন্নত করার উপর জোর দিতে বলেন ৷ তিনটি দায়িত্বে থাকা দল এ বিষয়ে একটি উপস্থাপনাও দেখায় প্রধানমন্ত্রীকে ৷
অক্সিজেন এক্সপ্রেস রেলওয়ে-র পরিষেবা, বিমান বাহিনীর মাধ্যমে বিদেশ থেকে এবং দেশের মধ্যেও বিভিন্ন জায়গায় অক্সিজেন ট্যাঙ্কার পাঠানোর বিষয়টিও জানান তিনি ৷ রাজ্য় সরকারকে পিএসএ অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের জন্য জোর দেওয়া হচ্ছে ৷ কোভিড-19 নিয়ন্ত্রণের পরিচালনায় থাকা দায়িত্বপূর্ণ দলগুলি হাসপাতালে বেড আর আইসিইউ-র সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে কী কী পদক্ষেপ করা হয়েছে, তার সংক্ষিপ্ত বিবরণ দেয় ৷