ETV Bharat / bharat

করোনার বিরুদ্ধে জয় করবে ভারত, প্রত্যয়ী মোদি ; দিলেন দ্রুত টিকা বাড়ানোর পরামর্শ - PM Modi calls for ramping up vaccine production

শনিবার বর্তমান করোনা পরিস্থিতি এবং টিকাকরণ নিয়ে পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী ৷ বৈঠকে তিনি টিকা উৎপাদনের সংখ্যা এবং গতি বাড়ানোর জন্য আধিকারিকদের নির্দেশ দেন ৷

করোনার বিরুদ্ধে জয় করবে ভারত
করোনার বিরুদ্ধে জয় করবে ভারত
author img

By

Published : Apr 18, 2021, 9:43 AM IST

নয়াদিল্লি, 18 এপ্রিল : গত বছরের মতো এবছরও করোনার বিরুদ্ধে জয় করবে ভারত ৷ বরং আরও দ্রুততার সঙ্গে করোনার দ্বিতীয় ঢেউকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে ৷ শনিবার করোনা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

করোনার দ্বিতীয় ঢেউ ক্রমেই বেড়ে চলেছে ৷ গত তিন দিনে দেশে দৈনিক সংক্রমণ 2 লাখ ছাড়িয়েছে ৷ শেষ ছয় দিনে দশ লাখ মানুষ নতুন করে সংক্রমিত হয়েছে ৷ গত বছর এই সময়ের তুলনায় সংখ্যাটা অনেকটাই বেশি ৷ দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুর হারও মানুষকে চিন্তায় ফেলছে ৷ শনিবার 2 লাখ 34 হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হন ৷ দৈনিক সংক্রমণের দিক থেকে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ ৷ এই অবস্থায় শনিবার বর্তমান করোনা পরিস্থিতি এবং টিকাকরণ নিয়ে পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী ৷ বৈঠকে তিনি বলেন "গত বছরের মতো এবছরও করোনার বিরুদ্ধে জয় করবে ভারত ৷" দ্বিতীয় ঢেউয়ের ব্যাপকভাবে বৃদ্ধির জন্য অনেক রাজ্যেই টিকার ঘাটতি দেখা দিয়েছে ৷ এই অবস্থায় প্রধানমন্ত্রী টিকা উৎপাদনের সংখ্যা এবং গতি বাড়ানোর জন্য আধিকারিকদের নির্দেশ দেন ৷ টিকা উৎপাদনে দেশের সমস্ত ক্ষমতাকে কাজে লাগানোর কথাও বলেন ৷

আরও পড়ুন : বাংলা পরিবর্তনে ব্যস্ত মোদি, তাই রাজ্যে অক্সিজেন-সঙ্কটে তাঁকে পাশে পেলেন না উদ্ধব ?

বৈঠক শেষে প্রধানমন্ত্রী টুইটে লেখেন, করোনার বর্তমান পরিস্থিতি সামলানোর জন্য পর্যালোচনা করা হল ৷ ঔষধ, অক্সিজেন, টিকা এবং ভেন্টিলেটরের দিকটিও খতিয়ে দেখা হয়েছে ৷ তিনি লেখেন, আগের বছর যে গতিতে আমরা করোনা মোকাবিলা করেছিলাম, এবছর তার থেকেও দ্রুত গতিতে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে পারব ৷

বৈঠকে প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার কথা বলেন ৷ এছাড়া প্রশাসনকে মানুষের প্রতি সংবেদনশীল হতেও বলেন তিনি ৷ পরীক্ষা, বাছাই এবং চিকিৎসার কোনও বিকল্প নেই, বলেও উল্লেখ করেন তিনি ৷

এদিকে, বিভিন্ন রাজ্যে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে ৷ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্য অক্সিজেনের আবেদন করেছে প্রধানমন্ত্রীর কাছে ৷ এবিষয়ে প্রধানমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ৷ এদিন তিনি হাসপাতালে যথাযথ বেড বাড়ানোর পরামর্শও দেন ৷

নয়াদিল্লি, 18 এপ্রিল : গত বছরের মতো এবছরও করোনার বিরুদ্ধে জয় করবে ভারত ৷ বরং আরও দ্রুততার সঙ্গে করোনার দ্বিতীয় ঢেউকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে ৷ শনিবার করোনা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

করোনার দ্বিতীয় ঢেউ ক্রমেই বেড়ে চলেছে ৷ গত তিন দিনে দেশে দৈনিক সংক্রমণ 2 লাখ ছাড়িয়েছে ৷ শেষ ছয় দিনে দশ লাখ মানুষ নতুন করে সংক্রমিত হয়েছে ৷ গত বছর এই সময়ের তুলনায় সংখ্যাটা অনেকটাই বেশি ৷ দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুর হারও মানুষকে চিন্তায় ফেলছে ৷ শনিবার 2 লাখ 34 হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হন ৷ দৈনিক সংক্রমণের দিক থেকে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ ৷ এই অবস্থায় শনিবার বর্তমান করোনা পরিস্থিতি এবং টিকাকরণ নিয়ে পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী ৷ বৈঠকে তিনি বলেন "গত বছরের মতো এবছরও করোনার বিরুদ্ধে জয় করবে ভারত ৷" দ্বিতীয় ঢেউয়ের ব্যাপকভাবে বৃদ্ধির জন্য অনেক রাজ্যেই টিকার ঘাটতি দেখা দিয়েছে ৷ এই অবস্থায় প্রধানমন্ত্রী টিকা উৎপাদনের সংখ্যা এবং গতি বাড়ানোর জন্য আধিকারিকদের নির্দেশ দেন ৷ টিকা উৎপাদনে দেশের সমস্ত ক্ষমতাকে কাজে লাগানোর কথাও বলেন ৷

আরও পড়ুন : বাংলা পরিবর্তনে ব্যস্ত মোদি, তাই রাজ্যে অক্সিজেন-সঙ্কটে তাঁকে পাশে পেলেন না উদ্ধব ?

বৈঠক শেষে প্রধানমন্ত্রী টুইটে লেখেন, করোনার বর্তমান পরিস্থিতি সামলানোর জন্য পর্যালোচনা করা হল ৷ ঔষধ, অক্সিজেন, টিকা এবং ভেন্টিলেটরের দিকটিও খতিয়ে দেখা হয়েছে ৷ তিনি লেখেন, আগের বছর যে গতিতে আমরা করোনা মোকাবিলা করেছিলাম, এবছর তার থেকেও দ্রুত গতিতে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে পারব ৷

বৈঠকে প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার কথা বলেন ৷ এছাড়া প্রশাসনকে মানুষের প্রতি সংবেদনশীল হতেও বলেন তিনি ৷ পরীক্ষা, বাছাই এবং চিকিৎসার কোনও বিকল্প নেই, বলেও উল্লেখ করেন তিনি ৷

এদিকে, বিভিন্ন রাজ্যে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে ৷ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্য অক্সিজেনের আবেদন করেছে প্রধানমন্ত্রীর কাছে ৷ এবিষয়ে প্রধানমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ৷ এদিন তিনি হাসপাতালে যথাযথ বেড বাড়ানোর পরামর্শও দেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.