ETV Bharat / bharat

PM Modi in Japan: শিনজো আবের শেষকৃত্যে যোগ দিতে জাপানে মোদি, সাক্ষাৎ কিশিদার সঙ্গেও - shinzo abe death

প্রাক্তন প্রধানমন্ত্রী (Former Prime Minister Shinzo Abe) শিনজো আবের শেষকৃত্যে যোগ দিতে জাপানে পৌঁছলেন নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ 8 জুলাই দক্ষিণ জাপানে শিনজোকে গুলি করে হত্যা করা হয় ৷ মোদির সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল শিনজোর ৷

PM Modi arrives in Japan to attend Shinzo Abes state funeral
PM Modi arrives in Japan to attend Shinzo Abes state funeral
author img

By

Published : Sep 27, 2022, 9:33 AM IST

Updated : Sep 27, 2022, 10:05 AM IST

টোকিও, 27 সেপ্টেম্বর: মঙ্গলবার জাপানে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের (Former Japanese Prime Minister Shinzo Abe) রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যে যোগ দিতে গিয়েছেন তিনি । মোদি বিভিন্ন বিশ্ব নেতাদের সঙ্গে শিনজোর শেযকৃত্যে শ্রদ্ধা জানাতে যোগ দেবেন । 20 টিরও বেশি রাষ্ট্র ও সরকারের প্রধান-সহ 100 টিরও বেশি দেশের প্রতিনিধিরা মঙ্গলবার আবের শেষকৃত্যে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে । জাপানে গিয়ে সেদেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে ।

প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে জাপানের বৈদেশিক নীতিকে নতুনভাবে ঢেলে সাজিয়েছেন ৷ যার মধ্যে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । "টোকিওতে নেমে পড়েছি," মোদি বিমিন থেকে নামার ছবি-সহ টুইট করে জানান । তিনি জাপানি ভাষায়ও একই টুইট পোস্ট করেন ।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (Arindam Bagchi) টুইট করে বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টোকিওতে পৌঁছেছেন । এরপরে তিনি জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নেবেন । এছাড়াও তিনি জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার (Prime Minister Fumio Kishida) সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন ৷ এই বৈঠকে ভারত-জাপানের মধ্যে বিশেষ কৌশলগত এবং বৈশ্বিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার ব্যাপারে আলোচনা হবে ।"

প্রসঙ্গত, 8 জুলাই দক্ষিণ জাপানের নারা শহরে একটি প্রচারে ভাষণ দেওয়ার সময় শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয় । শিনজোর প্রতি শ্রদ্ধার জ্ঞাপন করে 9 জুলাই ভারত একদিনের জাতীয় শোক পালন করেছে । সোমবার ভিডিয়ো বার্তায় বিদেশ সচিব বিনয় কোয়াত্রা (Foreign Secretary Vinay Kwatra) বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফুমিও কিশিদা এবং শিনজো আবের স্ত্রী আকির সঙ্গে দেখা করবেন ৷ এর পাশাপাশি বুদোকানে শিনজোর রাষ্ট্রীয় শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দেবেন ৷ এরপর আকাসাকা প্রাসাদে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ।"

আরও পড়ুন: পদ্মভূষণ থেকে গঙ্গা আরতিতে জড়িয়ে আবে, 'বন্ধু'র প্রয়াণে জাতীয় শোক ঘোষণা মোদির

উল্লেখ্য, মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর শিনজো আবে একাধিকবার ভারতে এসেছেন ৷ 2015 সালে তাঁকে বারাণসীতে গঙ্গা আরতি দেখতে নিয়ে যান মোদি ৷ বছর দুয়েক পর আবার আসেন আবে ৷ আমেদাবাদে সেই সময় বুলেট ট্রেনের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসেছিলেন ৷ পরের বছর ভারত-জাপান বার্ষিক সম্মেলনেও আসেন জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে ৷

তবে শুধু মোদি নয়, ভারতের সঙ্গেও বরাবর তাঁর সম্পর্ক ভালো ছিল ৷ 2014 সালের প্রজাতন্ত্র দিবসে তিনি প্রধান অতিথি ছিলেন ৷ 2021 সালে তাঁকে ভারত সরকার দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ দেয় ৷

টোকিও, 27 সেপ্টেম্বর: মঙ্গলবার জাপানে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের (Former Japanese Prime Minister Shinzo Abe) রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যে যোগ দিতে গিয়েছেন তিনি । মোদি বিভিন্ন বিশ্ব নেতাদের সঙ্গে শিনজোর শেযকৃত্যে শ্রদ্ধা জানাতে যোগ দেবেন । 20 টিরও বেশি রাষ্ট্র ও সরকারের প্রধান-সহ 100 টিরও বেশি দেশের প্রতিনিধিরা মঙ্গলবার আবের শেষকৃত্যে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে । জাপানে গিয়ে সেদেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে ।

প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে জাপানের বৈদেশিক নীতিকে নতুনভাবে ঢেলে সাজিয়েছেন ৷ যার মধ্যে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । "টোকিওতে নেমে পড়েছি," মোদি বিমিন থেকে নামার ছবি-সহ টুইট করে জানান । তিনি জাপানি ভাষায়ও একই টুইট পোস্ট করেন ।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (Arindam Bagchi) টুইট করে বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টোকিওতে পৌঁছেছেন । এরপরে তিনি জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নেবেন । এছাড়াও তিনি জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার (Prime Minister Fumio Kishida) সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন ৷ এই বৈঠকে ভারত-জাপানের মধ্যে বিশেষ কৌশলগত এবং বৈশ্বিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার ব্যাপারে আলোচনা হবে ।"

প্রসঙ্গত, 8 জুলাই দক্ষিণ জাপানের নারা শহরে একটি প্রচারে ভাষণ দেওয়ার সময় শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয় । শিনজোর প্রতি শ্রদ্ধার জ্ঞাপন করে 9 জুলাই ভারত একদিনের জাতীয় শোক পালন করেছে । সোমবার ভিডিয়ো বার্তায় বিদেশ সচিব বিনয় কোয়াত্রা (Foreign Secretary Vinay Kwatra) বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফুমিও কিশিদা এবং শিনজো আবের স্ত্রী আকির সঙ্গে দেখা করবেন ৷ এর পাশাপাশি বুদোকানে শিনজোর রাষ্ট্রীয় শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দেবেন ৷ এরপর আকাসাকা প্রাসাদে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ।"

আরও পড়ুন: পদ্মভূষণ থেকে গঙ্গা আরতিতে জড়িয়ে আবে, 'বন্ধু'র প্রয়াণে জাতীয় শোক ঘোষণা মোদির

উল্লেখ্য, মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর শিনজো আবে একাধিকবার ভারতে এসেছেন ৷ 2015 সালে তাঁকে বারাণসীতে গঙ্গা আরতি দেখতে নিয়ে যান মোদি ৷ বছর দুয়েক পর আবার আসেন আবে ৷ আমেদাবাদে সেই সময় বুলেট ট্রেনের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসেছিলেন ৷ পরের বছর ভারত-জাপান বার্ষিক সম্মেলনেও আসেন জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে ৷

তবে শুধু মোদি নয়, ভারতের সঙ্গেও বরাবর তাঁর সম্পর্ক ভালো ছিল ৷ 2014 সালের প্রজাতন্ত্র দিবসে তিনি প্রধান অতিথি ছিলেন ৷ 2021 সালে তাঁকে ভারত সরকার দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ দেয় ৷

Last Updated : Sep 27, 2022, 10:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.