ETV Bharat / bharat

PM Modi Takes Metro Ride: নাগপুরে মেট্রোয় সফর মোদির, গল্পে মাতলেন ছাত্রছাত্রীদের সঙ্গে - নাগপুরে প্রধানমন্ত্রী

নাগপুর-মুম্বই সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের প্রথম পর্যায়ের উদ্বোধনে গিয়ে মেট্রোয় সফর (PM Modi Takes Metro Ride) করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM in Nagpur)৷ মেট্রোয় উপস্থিত ছাত্রছাত্রীদের সঙ্গে গল্পে মাতলেন তিনি (PM interacts with students)৷

PM in Nagpur: Modi takes Metro ride, interacts with students
নাগপুরে মেট্রোয় সফর মোদির, গল্পে মাতলেন ছাত্রছাত্রীদের সঙ্গে
author img

By

Published : Dec 11, 2022, 12:16 PM IST

নয়াদিল্লি, 11 ডিসেম্বর: নাগপুর-মুম্বই সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের প্রথম পর্যায়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার আগে নাগপুর মেট্রোতে সফর (PM Modi Takes Metro Ride) করেন তিনি ৷ ফ্রিডম পার্ক থেকে খাপরি পর্যন্ত সফরে ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় মাতেন প্রধানমন্ত্রী ৷ এরপর নাগপুর মেট্রোর প্রথম পর্যায়ের উদ্বোধনের পাশাপাশি দ্বিতীয় পর্যায়ের শিলান্যাসও করেন নরেন্দ্র মোদি (PM in Nagpur)৷

রবিবার নাগপুর রেলওয়ে স্টেশনে নাগপুর থেকে বিলাসপুরের সঙ্গে সংযোগকারী বন্দে ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM interacts with students)৷ এটি দেশের ষষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস, যার ফ্ল্যাগ-অফ করলেন তিনি ৷ তাঁর সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস ও রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি ৷

75,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধনে রবিবার মহারাষ্ট্র সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজই গোয়ায় মোপা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের কথা রয়েছে তাঁর ৷ নাগপুর এবং অজনি রেলওয়ে স্টেশনগুলির পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন-সহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করতে নাগপুর গিয়েছেন প্রধানমন্ত্রী । স্টেশনগুলি যথাক্রমে প্রায় 590 কোটি এবং 360 কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ করা হবে ।

অজনিতে সরকারি রক্ষণাবেক্ষণ ডিপো (লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ ডিপো) এবং নাগপুর-ইটারসি থার্ড-লাইন প্রকল্পের কোহলি-নারখের অংশটিও জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন তিনি । এই প্রকল্পগুলি যথাক্রমে প্রায় 110 কোটি টাকা এবং প্রায় 450 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে । এরপর প্রধানমন্ত্রী নাগপুর মেট্রোর ফেজ-1-এর উদ্বোধন করেন । তিনি একটি মেট্রোর টিকিট কেটে ট্রেনে সফর করেন ৷ সেখানে উপস্থিত ছাত্রছাত্রী ও অন্যান্য যাত্রীদের সঙ্গে কথাবার্তা বলেন প্রধানমন্ত্রী ৷ এছাড়াও তিনি বিদর্ভের একটি জনসভায় যোগ দেবেন ৷ সেখানে তিনি 1,500 কোটি টাকারও বেশি খরচের রেল প্রকল্পের উদ্বোধন করবেন ।

আরও পড়ুন: 'মোদি জাদু শেষ, এই ভোট থেকে শিক্ষা নিন !' কটাক্ষ অধীরের

প্রধানমন্ত্রী আজ অত্যাধুনিক সুবিধা সম্বলিত এইমস নাগপুর হাসপাতালেরও উদ্বোধন করবেন । একটি বিবৃতিতে বলা হয়েছে, "হাসপাতালটি মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে আধুনিক চিকিৎসা পরিষেবা প্রদান করবে এবং গাড়চিরোলি, গোন্দিয়া এবং মেলঘাটের আশেপাশের উপজাতীয় অঞ্চলগুলির জন্য এটি একটি আশীর্বাদ ৷"

নয়াদিল্লি, 11 ডিসেম্বর: নাগপুর-মুম্বই সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের প্রথম পর্যায়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার আগে নাগপুর মেট্রোতে সফর (PM Modi Takes Metro Ride) করেন তিনি ৷ ফ্রিডম পার্ক থেকে খাপরি পর্যন্ত সফরে ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় মাতেন প্রধানমন্ত্রী ৷ এরপর নাগপুর মেট্রোর প্রথম পর্যায়ের উদ্বোধনের পাশাপাশি দ্বিতীয় পর্যায়ের শিলান্যাসও করেন নরেন্দ্র মোদি (PM in Nagpur)৷

রবিবার নাগপুর রেলওয়ে স্টেশনে নাগপুর থেকে বিলাসপুরের সঙ্গে সংযোগকারী বন্দে ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM interacts with students)৷ এটি দেশের ষষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস, যার ফ্ল্যাগ-অফ করলেন তিনি ৷ তাঁর সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস ও রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি ৷

75,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধনে রবিবার মহারাষ্ট্র সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজই গোয়ায় মোপা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের কথা রয়েছে তাঁর ৷ নাগপুর এবং অজনি রেলওয়ে স্টেশনগুলির পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন-সহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করতে নাগপুর গিয়েছেন প্রধানমন্ত্রী । স্টেশনগুলি যথাক্রমে প্রায় 590 কোটি এবং 360 কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ করা হবে ।

অজনিতে সরকারি রক্ষণাবেক্ষণ ডিপো (লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ ডিপো) এবং নাগপুর-ইটারসি থার্ড-লাইন প্রকল্পের কোহলি-নারখের অংশটিও জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন তিনি । এই প্রকল্পগুলি যথাক্রমে প্রায় 110 কোটি টাকা এবং প্রায় 450 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে । এরপর প্রধানমন্ত্রী নাগপুর মেট্রোর ফেজ-1-এর উদ্বোধন করেন । তিনি একটি মেট্রোর টিকিট কেটে ট্রেনে সফর করেন ৷ সেখানে উপস্থিত ছাত্রছাত্রী ও অন্যান্য যাত্রীদের সঙ্গে কথাবার্তা বলেন প্রধানমন্ত্রী ৷ এছাড়াও তিনি বিদর্ভের একটি জনসভায় যোগ দেবেন ৷ সেখানে তিনি 1,500 কোটি টাকারও বেশি খরচের রেল প্রকল্পের উদ্বোধন করবেন ।

আরও পড়ুন: 'মোদি জাদু শেষ, এই ভোট থেকে শিক্ষা নিন !' কটাক্ষ অধীরের

প্রধানমন্ত্রী আজ অত্যাধুনিক সুবিধা সম্বলিত এইমস নাগপুর হাসপাতালেরও উদ্বোধন করবেন । একটি বিবৃতিতে বলা হয়েছে, "হাসপাতালটি মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে আধুনিক চিকিৎসা পরিষেবা প্রদান করবে এবং গাড়চিরোলি, গোন্দিয়া এবং মেলঘাটের আশেপাশের উপজাতীয় অঞ্চলগুলির জন্য এটি একটি আশীর্বাদ ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.