নয়াদিল্লি, 11 ফেব্রুয়ারি : হিজাব বিতর্ক (Hijab Row) নিয়ে পরবর্তী রায় না-দেওয়া পর্যন্ত হিজাব বা অন্য কোনও ধর্মীয় পোশাক পরা থেকে ছাত্রছাত্রীদের বিরত থাকার অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল কর্নাটকের হাইকোর্ট (Karnataka High Court interim order in Hijab Row Case) ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এ বার মামলা করা হল সুপ্রিম কোর্টে (Hijab Case in Supreme Court) ৷
কর্নাটকের ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় মঙ্গলবার থেকে তিনদিনের জন্য স্কুল, কলেজ-সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছিল সরকার ৷ এই নিয়ে মামলা নিয়ে কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বিশেষ বেঞ্চ গঠন করা হয় বুধবার ৷ বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থির নেতৃত্বে গঠিত বেঞ্চ হিজাব বিতর্কে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয় ৷ আজ থেকেই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বলা হয়েছে ৷ তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রছাত্রীদের ধর্মীয় পোশাক পরা থেকে বিরত থাকতে বলেছে আদালত ৷
আরও পড়ুন: Karnataka Hijab Row : হিজাব বিতর্কে স্থিতাবস্থার নির্দেশ হাইকোর্টের, কাল থেকে স্কুল খুলছে কর্নাটকে
-
Karnataka High Court's February 10 interim order to restrain students from wearing hijab or any religious attire till the matter is pending with the court has been challenged in the Supreme Court.#HijabRow pic.twitter.com/5ttKnI4zN9
— ANI (@ANI) February 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Karnataka High Court's February 10 interim order to restrain students from wearing hijab or any religious attire till the matter is pending with the court has been challenged in the Supreme Court.#HijabRow pic.twitter.com/5ttKnI4zN9
— ANI (@ANI) February 11, 2022Karnataka High Court's February 10 interim order to restrain students from wearing hijab or any religious attire till the matter is pending with the court has been challenged in the Supreme Court.#HijabRow pic.twitter.com/5ttKnI4zN9
— ANI (@ANI) February 11, 2022
অন্তর্বর্তীকালীন এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছে এক ছাত্র ৷ কর্নাটক হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দাবি করা হয়েছে সেই পিটিশনে ৷ সেখানে অভিযোগ করা হয়েছে যে, হিজাব পরতে বারণ করে হাইকোর্ট মুসলিম ছাত্রীদের মৌলিক অধিকার খর্ব করতে চাইছে ৷ পিটিশনারের দাবি, হাইকোর্ট ধর্মীয় পোশাকে আপাতত যে নিষেধাজ্ঞা জারি করেছে, তার প্রভাব অন্য কোনও ধর্মের ছাত্রের উপর পড়বে না ৷ শুধু প্রভাব পড়বে হিজাব পরা মুসলিম ছাত্রীদের উপর, যা অকারণে ভেদাভেদ তৈরি করবে ৷
আরও পড়ুন : বোরখার পক্ষে নই, তবে কিশোরীদের গুন্ডারা ভয় দেখাচ্ছে বলে বিরক্ত : হিজাব বিতর্কে জাভেদ
কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি তাঁর রায়ে বলেছিলেন, ‘‘প্রতিষ্ঠানগুলো চালু হোক, কিন্তু বিষয়টি বিচারাধীন থাকায় কোনও শিক্ষার্থী ধর্মীয় পোশাক পরার জন্য জোর করবেন না । আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে সিদ্ধান্ত নেব ।’’ আগামী 14 ফেব্রুয়ারি, সোমবার পর্যন্ত এই মামলার শুনানি মুলতুবি রাখা হয় ৷