ETV Bharat / bharat

Playboy Slip: নাম-ফোন নম্বর দিয়ে প্লেবয় লেখা কাগজ ছড়াচ্ছে রায়পুরের বাড়িতে বাড়িতে

author img

By

Published : Dec 31, 2022, 7:37 PM IST

প্লেবয় লেখা কাগজের টুকরো (Playboy Slip) বাড়ি বাড়িতে ফেলে রেখে যাচ্ছিল কেউ ৷ ছত্তীশগড়ের (Chhattisgarh) রায়পুরের ঘটনা ৷ পুলিশ একজনকে গ্রেফতার করেছে ৷ মূলচক্রীদের সন্ধান চলছে বলে পুলিশ জানিয়েছে ৷

Playboy Slip
Playboy Slip

রায়পুর (ছত্তীশগড়), 31 ডিসেম্বর: সকলের অগোচরে বাড়ির উঠোনে ফেলে দেওয়া হত এক টুকরো কাগজ ৷ যে কাগজে পেন দিয়ে ইংরেজিতে তিনটি লাইন লেখা ৷ প্রথম লাইনে ‘সেক্স প্লে বয়’ (Playboy Slip) ৷ দ্বিতীয় লাইনে রকি ৷ আর তৃতীয় তথা শেষ লাইনে একটি ফোন নম্বর ৷

ঘটনাটি ঘটেছে ছত্তীশগড়ের (Chhattisgarh) রায়পুরে ৷ সেখানকার তিন নম্বর সেক্টরের একাধিক বাড়িতে এই ধরনের কাগজের টুকরো একাধিক দিন পড়ে থাকতে দেখা গিয়েছে ৷ প্রথমে স্থানীয় বাসিন্দারা বিষয়টিকে গুরুত্ব দেননি ৷ কেউ কেউ মনে করেছিলেন নেহাতই দুষ্টুমি করে এই কাণ্ড ঘটানো হচ্ছে ৷

স্থানীয়দের বক্তব্য, পরে দেখা যায় প্রায় প্রতিটি বাড়িতেই এই ধরনের ঘটনা ঘটছে ৷ ফলে এই নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করে ৷ তখনই বিষয়টি পুলিশকে জানানোর সিদ্ধান্ত নেন এলাকার বাসিন্দারা ৷ সেই মতো পুলিশের কাছে অভিযোগও করা হয় ৷

রায়পুরের (Raipur) তিন নম্বর সেক্টর এলাকাটি আবার স্থানীয় রাখি থানার (Rakhi Police Station) অধীনে পড়ছে ৷ ফলে সেখানেই অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা ৷ শুরু হয় পুলিশি তদন্ত ৷ প্রথমে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ কিন্তু এই নিয়ে কোনও সূত্রই পাওয়া যায়নি ৷

স্থানীয়দের দাবি, রায়পুরে ইদানীং অপরাধ প্রবণতা বাড়ছে ৷ রাতবিরেতে রাস্তায় বের হওয়া দুষ্কর হয়ে যায় ৷ এই ঘটনাকেও বিচ্ছিন্ন বলে মানতে রাজি হননি তাঁরা ৷ তাঁদের দাবি, এভাবেই হয়তো অপরাধের ফাঁদ পাতছে দুষ্কৃতীরা ৷ ফলে থানায় গিয়ে এলাকাবাসী বিক্ষোভও দেখান ৷ তাঁদের দাবি, এর পরই তদন্তে গতি আসে ৷ এলাকার এক যুবককে আটক করে পুলিশ ৷

পুলিশ জানিয়েছে, ওই যুবক রাজনন্দগাঁওয়ের বাসিন্দা । তিনি রায়পুরে থাকেন এবং পড়াশোনা করেন । জিজ্ঞাসাবাদের পর পুলিশ ওই যুবককে গ্রেফতার করে ৷ রাখি থানার ইনচার্জ লক্ষ্মী জয়সওয়াল বলেন, "এটি তিন নম্বর সেক্টরের ঘটনা । পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে । জিজ্ঞাসাবাদে সে জানায়, কিছু লোক তাঁকে তিন নম্বর সেক্টরে নির্মিত কলোনীর বাড়ি বাড়ি ওই কাগজ ছুঁড়তে বলেছিল । এরপর তিনি এক ডজনেরও বেশি বাড়িতে স্লিপ নিক্ষেপ করেছে । ওই স্লিপে দেওয়া নম্বরও ধৃত যুবকের ৷’’

তবে পুলিশ জানিয়েছে, কারা ওই যুবককে এই কাজ করতে বলল, সেই বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য মেলেনি ৷ তা নিয়ে ওই যুবককে জেরা করা চলছে ৷

আরও পড়ুন: বিজেপির প্রাক্তন বিধায়কের বাংলোর পিছনে উদ্ধার মহিলার মৃতদেহ

রায়পুর (ছত্তীশগড়), 31 ডিসেম্বর: সকলের অগোচরে বাড়ির উঠোনে ফেলে দেওয়া হত এক টুকরো কাগজ ৷ যে কাগজে পেন দিয়ে ইংরেজিতে তিনটি লাইন লেখা ৷ প্রথম লাইনে ‘সেক্স প্লে বয়’ (Playboy Slip) ৷ দ্বিতীয় লাইনে রকি ৷ আর তৃতীয় তথা শেষ লাইনে একটি ফোন নম্বর ৷

ঘটনাটি ঘটেছে ছত্তীশগড়ের (Chhattisgarh) রায়পুরে ৷ সেখানকার তিন নম্বর সেক্টরের একাধিক বাড়িতে এই ধরনের কাগজের টুকরো একাধিক দিন পড়ে থাকতে দেখা গিয়েছে ৷ প্রথমে স্থানীয় বাসিন্দারা বিষয়টিকে গুরুত্ব দেননি ৷ কেউ কেউ মনে করেছিলেন নেহাতই দুষ্টুমি করে এই কাণ্ড ঘটানো হচ্ছে ৷

স্থানীয়দের বক্তব্য, পরে দেখা যায় প্রায় প্রতিটি বাড়িতেই এই ধরনের ঘটনা ঘটছে ৷ ফলে এই নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করে ৷ তখনই বিষয়টি পুলিশকে জানানোর সিদ্ধান্ত নেন এলাকার বাসিন্দারা ৷ সেই মতো পুলিশের কাছে অভিযোগও করা হয় ৷

রায়পুরের (Raipur) তিন নম্বর সেক্টর এলাকাটি আবার স্থানীয় রাখি থানার (Rakhi Police Station) অধীনে পড়ছে ৷ ফলে সেখানেই অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা ৷ শুরু হয় পুলিশি তদন্ত ৷ প্রথমে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ কিন্তু এই নিয়ে কোনও সূত্রই পাওয়া যায়নি ৷

স্থানীয়দের দাবি, রায়পুরে ইদানীং অপরাধ প্রবণতা বাড়ছে ৷ রাতবিরেতে রাস্তায় বের হওয়া দুষ্কর হয়ে যায় ৷ এই ঘটনাকেও বিচ্ছিন্ন বলে মানতে রাজি হননি তাঁরা ৷ তাঁদের দাবি, এভাবেই হয়তো অপরাধের ফাঁদ পাতছে দুষ্কৃতীরা ৷ ফলে থানায় গিয়ে এলাকাবাসী বিক্ষোভও দেখান ৷ তাঁদের দাবি, এর পরই তদন্তে গতি আসে ৷ এলাকার এক যুবককে আটক করে পুলিশ ৷

পুলিশ জানিয়েছে, ওই যুবক রাজনন্দগাঁওয়ের বাসিন্দা । তিনি রায়পুরে থাকেন এবং পড়াশোনা করেন । জিজ্ঞাসাবাদের পর পুলিশ ওই যুবককে গ্রেফতার করে ৷ রাখি থানার ইনচার্জ লক্ষ্মী জয়সওয়াল বলেন, "এটি তিন নম্বর সেক্টরের ঘটনা । পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে । জিজ্ঞাসাবাদে সে জানায়, কিছু লোক তাঁকে তিন নম্বর সেক্টরে নির্মিত কলোনীর বাড়ি বাড়ি ওই কাগজ ছুঁড়তে বলেছিল । এরপর তিনি এক ডজনেরও বেশি বাড়িতে স্লিপ নিক্ষেপ করেছে । ওই স্লিপে দেওয়া নম্বরও ধৃত যুবকের ৷’’

তবে পুলিশ জানিয়েছে, কারা ওই যুবককে এই কাজ করতে বলল, সেই বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য মেলেনি ৷ তা নিয়ে ওই যুবককে জেরা করা চলছে ৷

আরও পড়ুন: বিজেপির প্রাক্তন বিধায়কের বাংলোর পিছনে উদ্ধার মহিলার মৃতদেহ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.