পটনা (বিহার), 10 অগস্ট : ফের ভোলবদল করেছেন জেডিইউ-এর নীতীশ কুমার (Nitish Kumar) ৷ বিজেপির (BJP) সঙ্গ ছেড়ে আরজেডি (RJD) ও কংগ্রেসের (Congress) হাত ধরে নতুন করে বিহারে সরকার গড়েছেন ৷ এই নিয়ে মুখ খুলেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) ৷
তিনি এদিন জানান, গত 10-12 বছরে ছ’বার সরকার গড়া হয়েছে বিহারে ৷ তাই এখন দেখার যে বিহারে রাজনৈতিক স্থিরতা আনতে পারে কি না, নতুন সরকার ৷ তবে বিহারের এই রাজনৈতিক পট পরিবর্তনে জাতীয় রাজনীতিতে কোনও প্রভাব পড়বে না বলেই তিনি জানিয়েছেন ৷
2015 সালে বিজেপির বিরুদ্ধে মহাজোট তৈরি করে সরকার গড়েছিলেন নীতীশ কুমার ৷ কিন্তু সেই জোট ছেড়ে 2017 সালে তিনি বেরিয়ে আসেন ৷ বিজেপির সঙ্গে জোট গড়ে তিনি মুখ্যমন্ত্রী হন ৷ পাঁচ বছর সেই জোট ছেড়ে নীতীশ কুমার কেন বেরিয়ে গেলেন ? এই নিয়ে প্রশান্ত কিশোরের দাবি, বিজেপির সঙ্গে স্বস্তিতে ছিলেন না নীতীশ ৷ 2005 থেকে 2012-র সময়কালে এনডিএ-তে তিনি অনেক বেশি স্বস্তিকর অবস্থানে ছিলেন ৷ সেই কারণে নীতীশ এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেন পিকে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, প্রশান্ত কিশোর নীতীশের ভোটকুশলী হিসেবে কাজ করেছেন 2015 সালে ৷ পরে তিনি নীতীশের দল জেডিইউ-তে যোগ দেন ৷ সেই সময় তিনি দলের সহ-সভাপতির পদও পেয়েছিলেন ৷ পরে আবার তিনি নীতীশের সঙ্গ ত্যাগ করেন ৷ তার পর তিনি আর কোনও রাজনৈতিক দলে যোগ দেননি ৷
আরও পড়ুন : 'চব্বিশ নিয়ে ভাবুন', অষ্টমবারের জন্য মসনদে বসে মোদিকে হুঁশিয়ারি নীতীশের