ETV Bharat / bharat

সমস্ত নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দিক কেন্দ্র, জনস্বার্থ মামলা শীর্ষ আদালতে - সমস্ত নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দিক কেন্দ্র

সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সঠিকভাবে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে কি না, একটি কমিটি গড়ে তার উপর নজরদারি চালাক শীর্ষ আদালত ৷ এই দাবি করেছেন মামলাকারী আইনজীবী ৷

pil-in-sc-seeking-uniform-pan-india-policy-for-free-covid-19-vaccination-to-every-citizen
pil-in-sc-seeking-uniform-pan-india-policy-for-free-covid-19-vaccination-to-every-citizen
author img

By

Published : May 12, 2021, 3:38 PM IST

নয়াদিল্লি, 12 মে : জাতীয় পরিকল্পনা গড়ে কেন্দ্রীয় ভাবে গোটা দেশের সমস্ত নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হোক, এই দাবিতে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে ৷ মামলা করল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অব ইন্ডিয়া ৷ এসডিপিআই-এর তরফে মামলাটি করেছেন আইনজীবী সেলভিন রাজা ৷ রাজার আরও আবেদন, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সঠিক ভাবে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে কি না, একটি কমিটি গড়ে তার উপর নজরদারি চালাক শীর্ষ আদালত ৷

আরও পড়ুন: কেন্দ্রের নির্দেশে দিল্লিকে কোভ্যাক্সিন দেয়নি ভারত বায়োটেক: বিস্ফোরক সিসোদিয়া

মামলায় উল্লেখ করা হয়েছে, সংবিধানের 21 ধারা অনুযায়ী দেশের সমস্ত নাগরিক বিনামূল্যে ভ্যাকসিন পাওয়ার অধিকারী ৷ আইনজীবী সেলভিন রাজার আবেদনে আরও বলা হয়েছে, "ভয়ঙ্কর হয়ে ওঠা মহামারিতে সঠিক সময় চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে মানুষ ৷ এমন অবস্থা যে শ্মশানে দেহ দাহ করার জন্য দিন-রাত লাইন দিয়ে বসে থাকতে হচ্ছে ৷ এখন দেশের মানুষের একমাত্র আশা ভ্যাকসিন ৷ সিংহভাগ মানুষের পক্ষে সেই ভ্যাকসিন পয়সা দিয়ে কেনা কঠিন ৷"

মামলার আবেদন পত্রে আরও বলে হয়েছে, ভারতের জনসংখ্যার একটা বড় অংশ গরিব মানুষ ৷ তাদের বিনমূল্যে ভ্যাকসিন দেওয়া জরুরি ৷ সেক্ষেত্রে বিপর্যয় কাটানো সম্ভব হবে ৷

নয়াদিল্লি, 12 মে : জাতীয় পরিকল্পনা গড়ে কেন্দ্রীয় ভাবে গোটা দেশের সমস্ত নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হোক, এই দাবিতে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে ৷ মামলা করল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অব ইন্ডিয়া ৷ এসডিপিআই-এর তরফে মামলাটি করেছেন আইনজীবী সেলভিন রাজা ৷ রাজার আরও আবেদন, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সঠিক ভাবে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে কি না, একটি কমিটি গড়ে তার উপর নজরদারি চালাক শীর্ষ আদালত ৷

আরও পড়ুন: কেন্দ্রের নির্দেশে দিল্লিকে কোভ্যাক্সিন দেয়নি ভারত বায়োটেক: বিস্ফোরক সিসোদিয়া

মামলায় উল্লেখ করা হয়েছে, সংবিধানের 21 ধারা অনুযায়ী দেশের সমস্ত নাগরিক বিনামূল্যে ভ্যাকসিন পাওয়ার অধিকারী ৷ আইনজীবী সেলভিন রাজার আবেদনে আরও বলা হয়েছে, "ভয়ঙ্কর হয়ে ওঠা মহামারিতে সঠিক সময় চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে মানুষ ৷ এমন অবস্থা যে শ্মশানে দেহ দাহ করার জন্য দিন-রাত লাইন দিয়ে বসে থাকতে হচ্ছে ৷ এখন দেশের মানুষের একমাত্র আশা ভ্যাকসিন ৷ সিংহভাগ মানুষের পক্ষে সেই ভ্যাকসিন পয়সা দিয়ে কেনা কঠিন ৷"

মামলার আবেদন পত্রে আরও বলে হয়েছে, ভারতের জনসংখ্যার একটা বড় অংশ গরিব মানুষ ৷ তাদের বিনমূল্যে ভ্যাকসিন দেওয়া জরুরি ৷ সেক্ষেত্রে বিপর্যয় কাটানো সম্ভব হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.