ETV Bharat / bharat

SRK : মিলেছে ছেলের জামিন, আনন্দে লিগাল টিমের সঙ্গে ছবি তুললেন শাহরুখ - আরিয়ান খান

উল্লেখ্য, গত 2 অক্টোবর মুম্বই-গোয়া তটে প্রমোদতরীর মাদক পার্টি থেকে আটক হয়েছিলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান ৷ 3 অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয় ৷

SRK
মিলেছে ছেলের জামিন, আনন্দে লিগাল টিমের সঙ্গে ছবি তুললেন শাহরুখ
author img

By

Published : Oct 28, 2021, 10:57 PM IST

মুম্বই, 28 অক্টোবর : বৃহস্পতিবারই বম্বে হাইকোর্টে জামিন মঞ্জুর হয়েছে মাদককাণ্ডে অভিযুক্ত আরিয়ান খানের ৷ ছেলের জামিন মঞ্জুর হওয়ার এই খবরে স্বাভাবিক ভাবেই খুশি বাবা শাহরুখ খান ৷ বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রকাশ্যে এসেছে বলিউড সুপারস্টার শাহরুখের আনন্দমাখা অভিব্যক্তির ছবি ৷

প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, ম্যানেজার পুজা দাদলানি ও মাদককাণ্ডে আরিয়ানের হয়ে আদালতে সওয়াল করা লিগাল টিমের সঙ্গে এক ফ্রেমে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ ৷ ছবিতে তাঁর হাসিমুখে তৃপ্তি ও আনন্দের ছাপ স্পষ্ট ৷

আরও পড়ুন : Aryan Khan: মাদক-কাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ানের জামিন, ছাড়া পেলেন আরবাজ-মুনমুনও

উল্লেখ্য, গত 2 অক্টোবর মুম্বই-গোয়া তটে প্রমোদতরীর মাদক পার্টি থেকে আটক হয়েছিলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান ৷ 3 অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয় ৷ 25 দিন পর বম্বে হাইকোর্টে জামিন পেলেন আরিয়ান খান (Aryan Khan)৷ বম্বে হাইকোর্টে (Bombay High Court) বিচারপতি এনডব্লিউ সাম্বরের সিঙ্গল বেঞ্চ আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচারও জামিন মঞ্জুর করেছে ৷ বিস্তারিত রায় শুক্রবার সকালে প্রকাশিত হবে বলে বিচারপতি জানিয়েছেন ৷ সেই রায় যতক্ষণ না আদালত প্রকাশ করছে, ততক্ষণ অভিযুক্তদের জেলেই কাটাতে হবে ৷ আরিয়ানের আইনজীবী মুকুল রোহতগি (Mukul Rohatgi) জানিয়েছেন, শুক্রবার অথবা শনিবার আরিয়ান খান জেল থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে ৷

মুম্বই, 28 অক্টোবর : বৃহস্পতিবারই বম্বে হাইকোর্টে জামিন মঞ্জুর হয়েছে মাদককাণ্ডে অভিযুক্ত আরিয়ান খানের ৷ ছেলের জামিন মঞ্জুর হওয়ার এই খবরে স্বাভাবিক ভাবেই খুশি বাবা শাহরুখ খান ৷ বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রকাশ্যে এসেছে বলিউড সুপারস্টার শাহরুখের আনন্দমাখা অভিব্যক্তির ছবি ৷

প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, ম্যানেজার পুজা দাদলানি ও মাদককাণ্ডে আরিয়ানের হয়ে আদালতে সওয়াল করা লিগাল টিমের সঙ্গে এক ফ্রেমে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ ৷ ছবিতে তাঁর হাসিমুখে তৃপ্তি ও আনন্দের ছাপ স্পষ্ট ৷

আরও পড়ুন : Aryan Khan: মাদক-কাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ানের জামিন, ছাড়া পেলেন আরবাজ-মুনমুনও

উল্লেখ্য, গত 2 অক্টোবর মুম্বই-গোয়া তটে প্রমোদতরীর মাদক পার্টি থেকে আটক হয়েছিলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান ৷ 3 অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয় ৷ 25 দিন পর বম্বে হাইকোর্টে জামিন পেলেন আরিয়ান খান (Aryan Khan)৷ বম্বে হাইকোর্টে (Bombay High Court) বিচারপতি এনডব্লিউ সাম্বরের সিঙ্গল বেঞ্চ আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচারও জামিন মঞ্জুর করেছে ৷ বিস্তারিত রায় শুক্রবার সকালে প্রকাশিত হবে বলে বিচারপতি জানিয়েছেন ৷ সেই রায় যতক্ষণ না আদালত প্রকাশ করছে, ততক্ষণ অভিযুক্তদের জেলেই কাটাতে হবে ৷ আরিয়ানের আইনজীবী মুকুল রোহতগি (Mukul Rohatgi) জানিয়েছেন, শুক্রবার অথবা শনিবার আরিয়ান খান জেল থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.