নয়াদিল্লি, 20 জুন : লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে এবার কেন্দ্র তথা নরেন্দ্র মোদি সরকারকে নয়া উপমা দিলেন রাহুল গান্ধি ৷ ‘‘কর উসুল পিএইচডি’’! প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সহ দেশের চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন মিটতেই পেট্রোপণ্য তথা জ্বালানির দাম বেড়েই চলেছে ৷ যা প্রথমবার ভারতীয় মুদ্রায় সেঞ্চুরি পেরিয়ে গিয়েছে ৷ মুম্বই, হায়দরাবাদে 100 টাকার উপরে পেট্রোলের দাম ৷ কলকাতায় আজ পেট্রোল 97 টাকা 12 পয়সা প্রতি লিটার ৷
এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই কেন্দ্রে বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ টুইটারে নরেন্দ্র মোদি সরকারকে উদ্দেশ্যে ব্যঙ্গ করে রাহুল লেখেন, ‘‘কর উসুল করতে পিএইচডি’’ ৷ প্রসঙ্গত, একটি হিন্দি সংবাদপত্রে খবর তুলে ধরে এই পোস্টটি রাহুল গান্ধি করেছেন ৷ যেখানে লেখা হয়েছে, ‘‘সরকার আয়কর এবং কর্পোরেট করের থেকে বেশি আয় পেট্রোল-ডিজেল থেকে করে নিয়েছে ৷’’ যেখানে 2014-15 অর্থবর্ষ থেকে 2020-21 অর্থবর্ষের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে ৷
-
टैक्स वसूली में PhD. pic.twitter.com/RfRxmF8o7J
— Rahul Gandhi (@RahulGandhi) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">टैक्स वसूली में PhD. pic.twitter.com/RfRxmF8o7J
— Rahul Gandhi (@RahulGandhi) June 20, 2021टैक्स वसूली में PhD. pic.twitter.com/RfRxmF8o7J
— Rahul Gandhi (@RahulGandhi) June 20, 2021
আরও পড়ুন : জ্বালানিতে ছ্যাঁকা, দিল্লিতে পেট্রল-ডিজেলের দামে রেকর্ড
গতকাল একদিনের জন্য জ্বালানির মূল্যবৃদ্ধি হয়নি ৷ কিন্তু, আজ বাজার খুলতেই ফের বাড়ে পেট্রোল ও ডিজেলের দাম ৷ বর্তমানে বহু শহরে পেট্রোলের দাম 100 টাকা পেরিয়ে গিয়েছে ৷ যেখানে ভোপালে পেট্রোলের দাম সবচেয়ে বেশি 105.43 টাকা প্রতি লিটার ৷ ডিজেল 96.65 টাকা প্রতি লিটার ৷ এর পরেই রয়েছে বাণিজ্যনগরী মুম্বই ৷ যেখানে পেট্রোল 103.36 টাকা প্রতি লিটার এবং ডিজেল 95.44 টাকা প্রতি লিটার ৷ রাজধানী দিল্লিতে পেট্রোল প্রতি লিটারে 97.22 টাকা এবং ডিজেল 87.97 টাকা ৷