ETV Bharat / bharat

Doctor Leaves Surgery: চা পাননি, অস্ত্রোপচার মাঝপথে ফেলে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে গেলেন চিকিৎসক ! - Doctor Leaves Surgery

Doctor leaves operation theatre: চা পাননি বলে রেগে গিয়ে অস্ত্রোপচার মাঝপথে ফেলে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে গেলেন এক চিকিৎসক ৷ নাগপুরের ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে ৷

Nagpur Doctor
অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে গেলেন চিকিৎসক
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 2:48 PM IST

নাগপুর, 7 নভেম্বর: তিনি চা পাননি ৷ সেই কারণে রেগে গিয়ে অস্ত্রোপচার ফেলে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে গেলেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ! নাগপুর জেলার খট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঘটেছে এই তাজ্জব করা ঘটনা ৷ ডা. তেজরাম ভালাভির বিরুদ্ধে উঠেছে এই গুরুতর অভিযোগ ৷ এই ঘটনার তদন্তে জেলা প্রশাসন কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন জেলা পরিষদের সহ-সভাপতি কুন্দা রাউত ।

অভিযোগ, অপারেশনের আগে ডা. তেজরাম ভালাভি চা চেয়েছিলেন ৷ কিন্তু কেউ নাকি তাঁকে চা দেননি । পরিবার পরিকল্পনা অস্ত্রোপচারের জন্য আসা চার মহিলাকে তখন অজ্ঞান করার ইনজেকশন দেওয়া হয়েছে ৷ ওই অবস্থায় ডাক্তার ভালাভি চা পাননি বলে, অস্ত্রোপচার মাঝপথে ছেড়ে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে যান বলে অভিযোগ । চিকিৎসকের এমন আচরণের কারণে অপারেশনের জন্য অবেদন করা চার মহিলাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় । এই ঘটনা প্রকাশ্যে আসার পর ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে ।

চা পাননি বলে চিকিৎসক অস্ত্রোপচার মাঝপথে ফেলে ওটি থেকে বেরিয়ে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর আত্মীয়রা ৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে আরও একজন চিকিৎসকের ব্যবস্থা করা হয় । তিনিই গিয়ে বাকি অস্ত্রোপচার করেন ৷

বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তিন সদস্যের কমিটির মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছে জেলা পরিষদ প্রশাসন । জেলা পরিষদের সহ-সভাপতি কুন্দা রাউত জানান, চা না পেয়ে চিকিৎসক অস্ত্রোপচার না করে চলে গিয়েছেন । ডাক্তার ভালাভির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে জেলা প্রশাসন । ডাক্তারের এই আচরণের কারণে, অপারেশনের জন্য অবেদনপ্রাপ্ত চার মহিলাকে অপেক্ষা করতে হয়েছিল । কুন্দা রাউতও দাবি করেছেন যে, আইপিসি 304-এর অধীনে ডা. ভালাভির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা উচিত ।

আরও পড়ুন: মমতার সাহিত্যচর্চা নিয়ে ব্যঙ্গাত্মক চিঠি, মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ বিশ্বভারতী উপাচার্যের

নাগপুর, 7 নভেম্বর: তিনি চা পাননি ৷ সেই কারণে রেগে গিয়ে অস্ত্রোপচার ফেলে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে গেলেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ! নাগপুর জেলার খট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঘটেছে এই তাজ্জব করা ঘটনা ৷ ডা. তেজরাম ভালাভির বিরুদ্ধে উঠেছে এই গুরুতর অভিযোগ ৷ এই ঘটনার তদন্তে জেলা প্রশাসন কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন জেলা পরিষদের সহ-সভাপতি কুন্দা রাউত ।

অভিযোগ, অপারেশনের আগে ডা. তেজরাম ভালাভি চা চেয়েছিলেন ৷ কিন্তু কেউ নাকি তাঁকে চা দেননি । পরিবার পরিকল্পনা অস্ত্রোপচারের জন্য আসা চার মহিলাকে তখন অজ্ঞান করার ইনজেকশন দেওয়া হয়েছে ৷ ওই অবস্থায় ডাক্তার ভালাভি চা পাননি বলে, অস্ত্রোপচার মাঝপথে ছেড়ে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে যান বলে অভিযোগ । চিকিৎসকের এমন আচরণের কারণে অপারেশনের জন্য অবেদন করা চার মহিলাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় । এই ঘটনা প্রকাশ্যে আসার পর ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে ।

চা পাননি বলে চিকিৎসক অস্ত্রোপচার মাঝপথে ফেলে ওটি থেকে বেরিয়ে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর আত্মীয়রা ৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে আরও একজন চিকিৎসকের ব্যবস্থা করা হয় । তিনিই গিয়ে বাকি অস্ত্রোপচার করেন ৷

বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তিন সদস্যের কমিটির মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছে জেলা পরিষদ প্রশাসন । জেলা পরিষদের সহ-সভাপতি কুন্দা রাউত জানান, চা না পেয়ে চিকিৎসক অস্ত্রোপচার না করে চলে গিয়েছেন । ডাক্তার ভালাভির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে জেলা প্রশাসন । ডাক্তারের এই আচরণের কারণে, অপারেশনের জন্য অবেদনপ্রাপ্ত চার মহিলাকে অপেক্ষা করতে হয়েছিল । কুন্দা রাউতও দাবি করেছেন যে, আইপিসি 304-এর অধীনে ডা. ভালাভির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা উচিত ।

আরও পড়ুন: মমতার সাহিত্যচর্চা নিয়ে ব্যঙ্গাত্মক চিঠি, মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ বিশ্বভারতী উপাচার্যের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.