ETV Bharat / bharat

Fuel Sale Hike: গত 2 বছরের তুলনায় চলতি সেপ্টেম্বরে বাড়ল পেট্রল-ডিজেলের বিক্রি - পেট্রল

2019-2021 সালের সেপ্টেম্বরের তুলনায় ভারতে এ বছর পেট্রল-ডিজেলের বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে (Petrol Diesel Sale Jump in September) ৷ এমনটাই জানাচ্ছে, শিল্প সংক্রান্ত তথ্য (Fuel Sale Hike) ৷

petrol-diesel-sale-jump-in-september-as-festival-season-approaches
petrol-diesel-sale-jump-in-september-as-festival-season-approaches
author img

By

Published : Oct 2, 2022, 1:51 PM IST

নয়াদিল্লি, 2 অক্টোবর: সেপ্টেম্বর মাসে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে পেট্রল-ডিজেলের বিক্রি (Petrol Diesel Sale Jump in September) ৷ মূলত উৎসবের মরশুমে (Festival Season) বেচাকেনা বৃদ্ধির কারণেই পেট্রল-ডিজেলের বিক্রি বেড়েছে (Fuel Sale Hike) ৷ প্রাথমিক শিল্প তথ্যে এমনটাই প্রকাশ করা হয়েছে ৷ যেখানে উল্লেখ করা হয়েছে, পেট্রলের বিক্রি সেপ্টেম্বর মাসে বেড়ে 13.2 শতাংশ হয়েছে ৷ যেখানে মোট 2.65 মিলিয়ন টন পেট্রল বিক্রি হয়েছে ৷ এই পরিসংখ্যানগত তুলনা করা হয়েছে 2021 সালের সেপ্টেম্বর মাসের নিরিখে ৷ সেই সময় পেট্রল সারা মাসে বিক্রি হয়েছিল 2.34 মিলিয়ন টন ৷

আর 2020 সালের সেপ্টেম্বরে করোনা সংক্রমণের সময়ের থেকে পেট্রল 20.7 শতাংশ বেশি বিক্রি হয়েছে ৷ আর 2019 সালের সেপ্টেম্বরের থেকে 23.3 শতাংশ বেশি পেট্রল বিক্রি হয়েছে ভারতে ৷ তবে, 2022 সালের অগস্ট মাসের তুলনায় পেট্রল বিক্রির হার 1.9 শতাংশ কমেছে ৷ অন্যদিকে, ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া জ্বালানি ডিজেল ৷ 2021 সালের তুলনায় এ বছর সেপ্টেম্বরে ডিজেল 22.6 শতাংশ বেশি বিক্রি হয়েছে ৷ সেপ্টেম্বর মাসে মোট 5.99 মিলিয়ন টন ডিজেল বিক্রি হয়েছে ৷ যেখানে 2020 সালের সেপ্টেম্বর মাসের তুলনায় বিক্রি 23.7 শতাংশ বেড়েছে ৷ আর 2019 সালের সেপ্টেম্বরের তুলনায় 15 শতাংশ বেড়েছে ডিজেলের বিক্রি ৷

আরও পড়ুন: মোদি সরকারের শুল্ক কমানোর ঘোষণায় ফের সস্তা হচ্ছে পেট্রল-ডিজেল

তবে, জুলাই মাসের তুলনায় অগস্টে পেট্রল-ডিজেল বিক্রির হার 5 শতাংশ কমেছিল ৷ তার আগে পর্যন্ত প্রতি মাসে জ্বালানির চাহিদা 1.3 শতাংশ করে বাড়ছিল ৷ সেপ্টেম্বরে সেই চাহিদা আবারও বাড়তে শুরু করেছে ৷ শিল্পমহলের মতে, বর্ষা বিদায়ের সঙ্গেই শীতকালীন ফসলের চাষ শুরু হয়ে গিয়েছে ৷ ফলে চাষের জমিতে ট্রাক্টর ও পাম্পিং মেশিন চালাতে জ্বালানির প্রয়োজন পড়ছে ৷ আর তাই বিক্রির হার বাড়ছে ৷ পাশাপাশি, উৎসবের মরশুমে রাস্তাঘাটে যাওয়ার প্রয়োজনও বেড়েছে । গত দু’বছর করোনার কারণে বেশিরভাগ মানুষই ঘরবন্দি ছিলেন ৷ ফলে এ বছর মানুষের উৎসাহ অনেকটাই বেশি ৷ ফলে যানবাহনের সংখ্যাও বেড়েছে ৷ তবে, জুলাই ও অগস্টে জ্বালানি বিক্রির হার কম হওয়ার একমাত্র কারণ বর্ষা বলেই মনে করছে শিল্পীমহল ৷

নয়াদিল্লি, 2 অক্টোবর: সেপ্টেম্বর মাসে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে পেট্রল-ডিজেলের বিক্রি (Petrol Diesel Sale Jump in September) ৷ মূলত উৎসবের মরশুমে (Festival Season) বেচাকেনা বৃদ্ধির কারণেই পেট্রল-ডিজেলের বিক্রি বেড়েছে (Fuel Sale Hike) ৷ প্রাথমিক শিল্প তথ্যে এমনটাই প্রকাশ করা হয়েছে ৷ যেখানে উল্লেখ করা হয়েছে, পেট্রলের বিক্রি সেপ্টেম্বর মাসে বেড়ে 13.2 শতাংশ হয়েছে ৷ যেখানে মোট 2.65 মিলিয়ন টন পেট্রল বিক্রি হয়েছে ৷ এই পরিসংখ্যানগত তুলনা করা হয়েছে 2021 সালের সেপ্টেম্বর মাসের নিরিখে ৷ সেই সময় পেট্রল সারা মাসে বিক্রি হয়েছিল 2.34 মিলিয়ন টন ৷

আর 2020 সালের সেপ্টেম্বরে করোনা সংক্রমণের সময়ের থেকে পেট্রল 20.7 শতাংশ বেশি বিক্রি হয়েছে ৷ আর 2019 সালের সেপ্টেম্বরের থেকে 23.3 শতাংশ বেশি পেট্রল বিক্রি হয়েছে ভারতে ৷ তবে, 2022 সালের অগস্ট মাসের তুলনায় পেট্রল বিক্রির হার 1.9 শতাংশ কমেছে ৷ অন্যদিকে, ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া জ্বালানি ডিজেল ৷ 2021 সালের তুলনায় এ বছর সেপ্টেম্বরে ডিজেল 22.6 শতাংশ বেশি বিক্রি হয়েছে ৷ সেপ্টেম্বর মাসে মোট 5.99 মিলিয়ন টন ডিজেল বিক্রি হয়েছে ৷ যেখানে 2020 সালের সেপ্টেম্বর মাসের তুলনায় বিক্রি 23.7 শতাংশ বেড়েছে ৷ আর 2019 সালের সেপ্টেম্বরের তুলনায় 15 শতাংশ বেড়েছে ডিজেলের বিক্রি ৷

আরও পড়ুন: মোদি সরকারের শুল্ক কমানোর ঘোষণায় ফের সস্তা হচ্ছে পেট্রল-ডিজেল

তবে, জুলাই মাসের তুলনায় অগস্টে পেট্রল-ডিজেল বিক্রির হার 5 শতাংশ কমেছিল ৷ তার আগে পর্যন্ত প্রতি মাসে জ্বালানির চাহিদা 1.3 শতাংশ করে বাড়ছিল ৷ সেপ্টেম্বরে সেই চাহিদা আবারও বাড়তে শুরু করেছে ৷ শিল্পমহলের মতে, বর্ষা বিদায়ের সঙ্গেই শীতকালীন ফসলের চাষ শুরু হয়ে গিয়েছে ৷ ফলে চাষের জমিতে ট্রাক্টর ও পাম্পিং মেশিন চালাতে জ্বালানির প্রয়োজন পড়ছে ৷ আর তাই বিক্রির হার বাড়ছে ৷ পাশাপাশি, উৎসবের মরশুমে রাস্তাঘাটে যাওয়ার প্রয়োজনও বেড়েছে । গত দু’বছর করোনার কারণে বেশিরভাগ মানুষই ঘরবন্দি ছিলেন ৷ ফলে এ বছর মানুষের উৎসাহ অনেকটাই বেশি ৷ ফলে যানবাহনের সংখ্যাও বেড়েছে ৷ তবে, জুলাই ও অগস্টে জ্বালানি বিক্রির হার কম হওয়ার একমাত্র কারণ বর্ষা বলেই মনে করছে শিল্পীমহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.