ETV Bharat / bharat

Salman Khurshid's book : খুরশিদের বই নিষিদ্ধ করার দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা

বই লিখেছেন কংগ্রেস নেতা তথা ইউপিএ জমানার আইনমন্ত্রী সলমন খুরশিদ ৷ নাম ‘সানরাইজ ওভার অযোধ্যা’ ৷ যে বই নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে ৷ বইটিতে হিন্দুত্বের অপমান করা হয়েছে বলে অভিযোগ ৷

petition-filed-in-delhi-high-court-seeking-ban-on-salman-khurshids-book-sunrise-over-ayodhya
Salman Khurshid's book : খুরশিদের বই নিষিদ্ধ করার দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা
author img

By

Published : Nov 16, 2021, 1:14 PM IST

নয়াদিল্লি, 16 নভেম্বর : ‘সানরাইজ ওভার অযোধ্যা’ (Sunrise Over Ayodhya) ৷ কংগ্রেস নেতা সলমন খুরশিদের (Salman Khurshid) লেখা এই বই নিয়ে এবার মামলা হল ৷ দিল্লি হাইকোর্টে (Delhi High Court ) এই মামলা করেছেন আইনজীবী বিনীত জিন্দাল ৷ আদালতের কাছে তাঁর আর্জি, এই বইকে নিষিদ্ধ করা হোক ৷ আজ ওই মামলার শুনানি ৷

আরও পড়ুন : Mohan Bhagwat : আজ কলকাতায় একাধিক কর্মসূচি সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের

মামলাকারীর আইনজীবী রাজকিশোর চৌধুরী জানিয়েছেন যে, সলমন খুরশিদ প্রাক্তন আইনমন্ত্রী ৷ জনতার কাছে পরিচিত মুখ ৷ তাই তাঁর মতামত জনমানসে প্রভাব ফেলবে ৷ এই বইয়ে করা মন্তব্যে হিন্দুদের মধ্যে ক্ষোভ বাড়ছে ৷ এর ফলে দেশের নিরাপত্তা, শান্তি ও সম্প্রতি বিঘ্নিত হতে পারে ৷ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে ৷

কংগ্রেসের এই নেতার বইটি নিয়ে আরও একটি মামলা হয়েছে ৷ সেই মামলা দায়ের করেছেন হিন্দু সেনার সভাপতি বিষ্ণু গুপ্ত ৷ তিনি দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে এই বই বিক্রি বন্ধ ও নিষিদ্ধ করার দাবি তুলে মামলা করেছেন ৷ বিষ্ণু গুপ্তর আইনজীবী ও অক্ষয় আগরওয়াল ও সুশান্ত প্রকাশের দাবি, এই বই হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri : লখিমপুর খেরির আদালতে মন্ত্রী-পুত্রের জামিনের আবেদন খারিজ

ওই আবেদনে জানানো হয়েছে, খুরশিদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের নাম ‘স্যাফ্রন স্কাই (গেরুয়া আকাশ)’ ৷ সেখানে 113 নম্বর পাতায় ‘সনাতন হিন্দুত্ব’-এর সঙ্গে আইসিস ও বোকো হারামের তুলনা করা হয়েছে ৷ এটা করে হিন্দুত্বের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে ৷ সংবিধানের 19 (1) (ক) ধারায় প্রত্যেক নাগরিককে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে ৷ কিন্তু সেখানে কিছু শর্ত দেওয়া হয়েছে ৷ দেশ ও সমাজের সম্প্রীতির নষ্ট করে এমন মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়নি ৷

আরও পড়ুন : Supreme Court : দিল্লির দূষণ নিয়ন্ত্রণে কেন্দ্রকে জরুরি বৈঠক ডাকার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, 16 নভেম্বর : ‘সানরাইজ ওভার অযোধ্যা’ (Sunrise Over Ayodhya) ৷ কংগ্রেস নেতা সলমন খুরশিদের (Salman Khurshid) লেখা এই বই নিয়ে এবার মামলা হল ৷ দিল্লি হাইকোর্টে (Delhi High Court ) এই মামলা করেছেন আইনজীবী বিনীত জিন্দাল ৷ আদালতের কাছে তাঁর আর্জি, এই বইকে নিষিদ্ধ করা হোক ৷ আজ ওই মামলার শুনানি ৷

আরও পড়ুন : Mohan Bhagwat : আজ কলকাতায় একাধিক কর্মসূচি সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের

মামলাকারীর আইনজীবী রাজকিশোর চৌধুরী জানিয়েছেন যে, সলমন খুরশিদ প্রাক্তন আইনমন্ত্রী ৷ জনতার কাছে পরিচিত মুখ ৷ তাই তাঁর মতামত জনমানসে প্রভাব ফেলবে ৷ এই বইয়ে করা মন্তব্যে হিন্দুদের মধ্যে ক্ষোভ বাড়ছে ৷ এর ফলে দেশের নিরাপত্তা, শান্তি ও সম্প্রতি বিঘ্নিত হতে পারে ৷ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে ৷

কংগ্রেসের এই নেতার বইটি নিয়ে আরও একটি মামলা হয়েছে ৷ সেই মামলা দায়ের করেছেন হিন্দু সেনার সভাপতি বিষ্ণু গুপ্ত ৷ তিনি দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে এই বই বিক্রি বন্ধ ও নিষিদ্ধ করার দাবি তুলে মামলা করেছেন ৷ বিষ্ণু গুপ্তর আইনজীবী ও অক্ষয় আগরওয়াল ও সুশান্ত প্রকাশের দাবি, এই বই হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri : লখিমপুর খেরির আদালতে মন্ত্রী-পুত্রের জামিনের আবেদন খারিজ

ওই আবেদনে জানানো হয়েছে, খুরশিদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের নাম ‘স্যাফ্রন স্কাই (গেরুয়া আকাশ)’ ৷ সেখানে 113 নম্বর পাতায় ‘সনাতন হিন্দুত্ব’-এর সঙ্গে আইসিস ও বোকো হারামের তুলনা করা হয়েছে ৷ এটা করে হিন্দুত্বের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে ৷ সংবিধানের 19 (1) (ক) ধারায় প্রত্যেক নাগরিককে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে ৷ কিন্তু সেখানে কিছু শর্ত দেওয়া হয়েছে ৷ দেশ ও সমাজের সম্প্রীতির নষ্ট করে এমন মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়নি ৷

আরও পড়ুন : Supreme Court : দিল্লির দূষণ নিয়ন্ত্রণে কেন্দ্রকে জরুরি বৈঠক ডাকার নির্দেশ সুপ্রিম কোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.