হায়দরাবাদ, 11 জানুয়ারি : 8 ফেব্রুয়ারি থেকে নতুন প্রাইভেসি পলিসি নিয়ে আসছে ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যেখানে অ্যাপ ব্যবহারকারীরা নিজেদের ব্যক্তি স্বাধীনতা বা প্রাইভেসি হারাতে চলেছেন বলে মনে করা হচ্ছে। আর সেই সুযোগেই এবার ম্যাসেজিং অ্যাপের বাজারে জাঁকিয়ে বসতে শুরু করেছে সিগনাল ও টেলিগ্রাম।
হোয়াটসঅ্যাপ তার নয়া পলিসিতে অ্যাপ ব্যবহারকারীদের তথ্য ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবে। নিজেদের ব্যবসায়িক স্বার্থে ব্যাপক এই পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ। আর সেই কারণে, বিশেষ করে ভারতে অধিকাংশ মানুষ সিগনাল ম্যাসেজিং অ্যাপের প্রতি ঝুঁকতে শুরু করেছেন। বিশেষজ্ঞদের মতে, এই অ্যাপ প্রস্তুতকারী সংস্থা তার গ্রাহকদের কোনও তথ্যই নিজেদের কাছে রাখে না। সিগন্যাল অ্যাপে যা মেসেজ, ছবি আদান প্রদান করা হবে, তার সম্পূর্ণটাই গোপন থেকে যাবে। আর সেই কারণেই এবার নিজেদের প্রাইভেসি বজায় রাখতে অধিকাংশ সিগনাল অ্যাপে ঝুঁকতে শুরু করেছে।
এই প্রতিযোগিতায় কিছুটা পিছনে রয়েছে টেলিগ্রাম। কারণ, তারা নিজেদের গ্রাহকদের আদান প্রদান করা তথ্য স্টোর করতে পারবে। তবে এখানেও গ্রাহকদের প্রাইভেসিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।