নয়াদিল্লি, 3 ডিসেম্বর: চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের ট্রেন্ড বলছে, তিনটি রাজ্য দখল করতে চলেছে বিজেপি ৷ আর এই প্রবণতা সামনে আসতেই গেরুয়া শিবিরে শুরু হয়ে গিয়েছে বিজয়োল্লাস ৷ এই সাফল্যের ব্যাখ্যা দিতে গিয়ে বিজেপি বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে মানুষ সমর্থন করেছে এবং প্রত্যাখ্যান করেছে কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতিকে ৷ তারই ফল দেখা যাচ্ছে এই বিধানসভা নির্বাচনের ভোটগণনায় ৷
কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজস্থানের নির্বাচনে বিজেপির ইনচার্জ প্রহ্লাদ জোশি বলেন যে, ফলাফলগুলি দেখায় যে প্রধানমন্ত্রী নরেন্দি মোদির 'গ্যারান্টি পরিষেবা প্রদানের জন্য গ্যারান্টি' মানুষ গ্রহণ করেছে ৷ কংগ্রেসের কল্যাণমূলক কাজের গ্যারান্টির পালটা হিসাবে বিজেপি তুলে ধরেছিল 'মোদির গ্যারান্টি'কে ৷ রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রীর বিষয়ে কখন সিদ্ধান্ত নেওয়া হবে, এই প্রশ্নের জবাবে জোশি বলেন, খুব শীঘ্রই এবং মসৃণভাবে তা করা হবে ।
রাজস্থানের বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, মরুভূমি রাজ্যে মুখ্যমন্ত্রী অশোক গেহলতের 'জাদু' কাজ করেনি।
একমাত্র তেলেঙ্গানায় সাফল্য পাওয়ার মুখে কংগ্রেস ৷ এ বিষয়ে যোশি বলেন যে, দলটি বিআরএসের বিরুদ্ধে ক্ষমতাবিরোধিতা থেকে উপকৃত হয়েছে এবং সেখানে বিজেপিকে আরও বাড়তে হবে ।
কেন্দ্রীয় মন্ত্রিসভায় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি ৷ এ দিন তিনি বলেন, বিরোধীরা যদি সংসদের শীতকালীন অধিবেশনে ব্যাঘাত ঘটায়, তবে এই ফল আজ যা এসেছে তার থেকেও খারাপ ফলাফলের মুখোমুখি হতে হবে তাঁদের ।
উল্লেখ্য, এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে মনে করা হচ্ছে যে, এ বার মধ্যপ্রদেশে ফুটতে চলেছে পদ্ম ৷ রাজস্থানও 'হাত' ছাড়া হচ্ছে ৷ অর্থাৎ কংগ্রেসের থেকে সেখানে ক্ষমতা দখলের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে বিজেপি ৷ ছত্তিশগড়েও অনেকটা এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদির দল ৷ তবে তেলেঙ্গানা এগিয়ে রয়েছে কংগ্রেস ৷ (সংবাদসংস্থা পিটিআই)
আরও পড়ুন: