দিল্লি, 6 ফেব্রুয়ারি : কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের শান্তিপূর্ণ ‘সত্যাগ্রহ’ আন্দোলন জাতীয় স্বার্থের উদ্দেশ্য়ে ৷ দিল্লির সীমানায় আন্দোলনরত কৃষকদের সমর্থনে টুইট করে এমনই বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ তাঁর হিন্দিতে করা টুইটে রাহুল লেখেন, ‘‘অন্নদাতাদের শান্তিপূর্ণ ‘সত্যাগ্রহ’ আন্দোলন জাতীয় স্বার্থে, কারণ এই কৃষি আইন দেশের পক্ষে ‘ক্ষতিকর’ ৷’’
প্রসঙ্গত, কৃষি আইনের প্রতিবাদে আজ দেশ জোড়া ‘চাক্কা জ্যাম’ ডাকেন আন্দোলনকারী কৃষকরা ৷ বেলা 12টা থেকে 3টে পর্যন্ত এই চাক্কা জ্যামের ডাক দেয় আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি ৷ জাতীয় সড়ক এবং রাজ্য সড়ক অবরোধের পরিকল্পনা নেন তাঁরা ৷ সেই পরিস্থিতিতে কৃষকদের সমর্থনে রাহুল গান্ধির এই টুইট বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ এদিন তিনি টুইট করে লেখেন, ‘‘অন্নদাতাদের শান্তিপূর্ণ এই সত্যাগ্রহ জাতীয় স্বার্থে -- এই তিনটি আইন শুধুমাত্র কৃষক ও শ্রমিকদের জন্য ক্ষতিকারক নয়, সাধারণ মানুষ এবং দেশের জন্যও এটা সমান ক্ষতিকর ৷ সম্পূর্ণ সমর্থন !’’
-
अन्नदाता का शांतिपूर्ण सत्याग्रह देशहित में है- ये तीन क़ानून सिर्फ़ किसान-मज़दूर के लिए ही नहीं, जनता व देश के लिए भी घातक हैं।
— Rahul Gandhi (@RahulGandhi) February 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
पूर्ण समर्थन!#FarmersProtests
">अन्नदाता का शांतिपूर्ण सत्याग्रह देशहित में है- ये तीन क़ानून सिर्फ़ किसान-मज़दूर के लिए ही नहीं, जनता व देश के लिए भी घातक हैं।
— Rahul Gandhi (@RahulGandhi) February 6, 2021
पूर्ण समर्थन!#FarmersProtestsअन्नदाता का शांतिपूर्ण सत्याग्रह देशहित में है- ये तीन क़ानून सिर्फ़ किसान-मज़दूर के लिए ही नहीं, जनता व देश के लिए भी घातक हैं।
— Rahul Gandhi (@RahulGandhi) February 6, 2021
पूर्ण समर्थन!#FarmersProtests
আরও পড়ুন : মোতায়েন 50 হাজার পুলিশ কর্মী, মোড়ে মোড়ে জল কামান, 'চাক্কা জ্যাম'-এর দিন দিল্লি যেন দুর্গ
শুধু রাহুল গান্ধি নন, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও কেন্দ্রীয় সরকারকে নিশানা করে কৃষকদের সমর্থনে টুইট করেন ৷ কৃষকদের ঠেকাতে রাজধানীর সীমানায় একাধিক ব্যারিকেড তৈরি করা নিয়ে কেন্দ্রকে নিশানা করেন তিনি ৷ তিনি লেখেন, ‘‘কেন আপনারা ভয়ের দেওয়াল দেখে ভয় পাচ্ছেন?’’ প্রসঙ্গত, শুক্রবারই কংগ্রেসের তরফে কৃষকদের আজকের এই চাক্কা জ্যামের পক্ষে সমর্থন জানানো হয় ৷