ETV Bharat / bharat

পটনা এইমসে শুরু শিশুদের উপর কোভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ - বিহারের খবর

করোনার দ্বিতীয় ঢেউ ধীরে ধীরে সামাল দিয়ে উঠতে শুরু করেছে ভারত । আর এর মধ্যেই দানা বাঁধছে তৃতীয় ঢেউয়ের ভয় । অনেকেই আশঙ্কা করছেন, তৃতীয় ঢেউ যদি আসে, তাতে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা শিশুদের ।

পটনা এইমসে শিশুদের উপর কোভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ
পটনা এইমসে শিশুদের উপর কোভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ
author img

By

Published : Jun 3, 2021, 2:11 PM IST

পটনা, 3 জুন : পটনার এইমসে শিশুদের উপর করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ । পটনা এইমসে ভারত বায়োটেকের কোভ্যাকসিনের পেডিয়াট্রিক ট্রায়াল চলছে । 11 মে ডিজিসিআই শিশুদের উপর করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগে অনুমোদন দিয়েছে ।

নীতি আয়োগের সদস্য ভি কে পাল জানিয়েছিলেন, "2 থেকে 18 বছর বয়সি শিশুদের শরীরে টিকার দ্বিতীয় ও তৃতীয় দফার পরীক্ষামূলক প্রয়োগের জন্য কোভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে ডিজিসিআই ।"

উল্লেখ্য চলতি বছরের 16 জানুয়ারি থেকে দেশে করোনা টিকাকরণ শুরু হয়েছে । সবার প্রথমে দেওয়া হয় স্বাস্থ্যকর্মীদের । এরপর প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয় 2 ফেব্রুয়ারি । 1 মার্চ থেকে 60 ঊর্ধ্ব নাগরিকদের এবং 44 ঊর্ধ্ব যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের টিকা দেওয়া হয় । এরপর 1 এপ্রিল থেকে 45 ঊর্ধ্ব প্রত্যেককে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র । তৃতীয় পর্যায়ে 1 মে থেকে 18-44 বছর বয়সি প্রত্যেকে টিকা দেওয়া শুরু হয় ।

এখন করোনার দ্বিতীয় ঢেউ ধীরে ধীরে সামাল দিয়ে উঠতে শুরু করেছে ভারত । আর এর মধ্যেই দানা বাঁধছে তৃতীয় ঢেউয়ের ভয় । অনেকেই আশঙ্কা করছেন, তৃতীয় ঢেউ যদি আসে, তাতে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা শিশুদের । এই পরিস্থিতিতে তৃতীয় ঢেউ আসার আগে শিশুদের টিকাকরণ নিশ্চিত করে ফেলাটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

পটনা, 3 জুন : পটনার এইমসে শিশুদের উপর করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ । পটনা এইমসে ভারত বায়োটেকের কোভ্যাকসিনের পেডিয়াট্রিক ট্রায়াল চলছে । 11 মে ডিজিসিআই শিশুদের উপর করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগে অনুমোদন দিয়েছে ।

নীতি আয়োগের সদস্য ভি কে পাল জানিয়েছিলেন, "2 থেকে 18 বছর বয়সি শিশুদের শরীরে টিকার দ্বিতীয় ও তৃতীয় দফার পরীক্ষামূলক প্রয়োগের জন্য কোভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে ডিজিসিআই ।"

উল্লেখ্য চলতি বছরের 16 জানুয়ারি থেকে দেশে করোনা টিকাকরণ শুরু হয়েছে । সবার প্রথমে দেওয়া হয় স্বাস্থ্যকর্মীদের । এরপর প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয় 2 ফেব্রুয়ারি । 1 মার্চ থেকে 60 ঊর্ধ্ব নাগরিকদের এবং 44 ঊর্ধ্ব যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের টিকা দেওয়া হয় । এরপর 1 এপ্রিল থেকে 45 ঊর্ধ্ব প্রত্যেককে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র । তৃতীয় পর্যায়ে 1 মে থেকে 18-44 বছর বয়সি প্রত্যেকে টিকা দেওয়া শুরু হয় ।

এখন করোনার দ্বিতীয় ঢেউ ধীরে ধীরে সামাল দিয়ে উঠতে শুরু করেছে ভারত । আর এর মধ্যেই দানা বাঁধছে তৃতীয় ঢেউয়ের ভয় । অনেকেই আশঙ্কা করছেন, তৃতীয় ঢেউ যদি আসে, তাতে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা শিশুদের । এই পরিস্থিতিতে তৃতীয় ঢেউ আসার আগে শিশুদের টিকাকরণ নিশ্চিত করে ফেলাটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.