কলকাতা, 26 অগস্ট: বার্ডস আই ভিউ (Bird’s Eye View) ৷ এই কথাটির সঙ্গে আমরা কমবেশি সবাই পরিচিত ৷ আকাশ থেকে পাখিদের চোখে এই ভূপৃষ্ঠকে ঠিক যেমন দেখায়, সেটাই বার্ডস আই ভিউ ৷ আমরা চাইলেও ডানা লাগাতে পারি না ৷ পাখিদের মতো আকাশে ভেসে বেড়াতে পারি না ৷ তবে বুদ্ধি দিয়ে পাখির মতো ওড়ার পাশাপাশি তাদের দৃষ্টিনন্দনেরও স্বাদ চেখে দেখেছে মানবজাতি ৷ বিমান, কপ্টার, ড্রোনের মাধ্যমে সহজেই মেলে বার্ডস আই ভিউ ৷ তবে এ বার সেই পাখির হাত ধরেই মিলল পাখির চোখে ধরিত্রীকে দেখার সুযোগ মিলল ৷ আক্ষরিক অর্থেই চাক্ষুস করা গেল বার্ডস আই ভিউ ৷
একটু খোলসা করা যাক ৷ একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ সেখানে দেখা গিয়েছে, একটি টিয়া পাখিকে ধাওয়া করছে একটি ছেলে ৷ আসলে তার হাতের ফোনটি কেড়ে নিয়ে পালিয়েছে পাখিটি ৷ তারপর সেই ফোনের ক্যামেরা থেকে মিলেছে রিয়্যাল বার্ডস আই ভিউ ৷ পাখির মুখে ধরা সেই মোবাইল থেকে পাওয়া গিয়েছে আশপাশের গোটা এলাকার ছবি ৷ আকাশে টিয়া যত উড়েছে, ততই ধরা পড়েছে এলাকার নানা প্রান্তের দৃশ্য ৷ রাস্তা, বাড়ি-ঘরের ছাদ, পথচলতি মানুষকে পাখিটি ঠিক যে রকম ভাবে দেখেছে, সেভাবেই সেই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায় ৷ প্রায় মিনিটখানেক ফোনটি টিয়ার মুখেই ধরা ছিল ৷ অবশেষে একটি ব্যলকনির রেলিংয়ে গিয়ে বসে সে ৷ তবে তাকে মানুষজন ধাওয়া করেছে দেখে সেখানেই ফোনটি ফেলে দিয়ে আবারও উড়ে যায় পাখিটি ৷
আরও পড়ুন: Mamata Banerjee : সেপ্টেম্বরের শুরুতে তিনদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা
ফ্রেড স্কুলজ নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে ভিডিয়ো ক্লিপটি শেয়ার করা হয় ৷ ক্যাপশনে লেখা হয়, "ফোনটি নিয়ে গিয়ে দারুণ একটা সফর করাল টিয়া ৷"
-
Parrot takes the phone on a fantastic trip. 😳🤯😂🦜 pic.twitter.com/Yjt9IGc124
— Fred Schultz (@fred035schultz) August 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Parrot takes the phone on a fantastic trip. 😳🤯😂🦜 pic.twitter.com/Yjt9IGc124
— Fred Schultz (@fred035schultz) August 24, 2021Parrot takes the phone on a fantastic trip. 😳🤯😂🦜 pic.twitter.com/Yjt9IGc124
— Fred Schultz (@fred035schultz) August 24, 2021
ভিডিয়োটি পোস্ট হওয়ার পর তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি ৷ ইতিমধ্যেই 10 লক্ষেরও বেশি ভিউ হয়ে গিয়েছে ভিডিয়োটির ৷ এটি রিটুইট হয়েছে 7000-এরও বেশি বার ৷ অনেকে আবার এই টিয়াকে ইকো-ফ্রেন্ডলি ড্রোন বলে মশকরা করেছেন ৷ একজন যেমন লিখেছেন, "দারুণ সফর হল ৷" অপর ইউজারের কথায়, "গোটা শহর ঘুরে দেখাল পাখিটি ৷ কোথাও ফোনটা ফেলে দেয়নি সে ৷"
আরও পড়ুন: Celebs Congratulate Nusrat: ভালবাসা পাঠালেন তনুশ্রী-প্রিয়াঙ্কা-রাজ, অভিনন্দনে ভাসছেন নুসরত
-
It’s 100% an animation. Pause and look at the bird wings. They look cut out with harsh edges - there’s no real motion blur. Shadows on ground and buildings are too sharp. The leaves on the trees don’t have real texture. It all looks flat. Movement is also extremely unrealistic
— Kathleen Balson (@KBalson) August 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It’s 100% an animation. Pause and look at the bird wings. They look cut out with harsh edges - there’s no real motion blur. Shadows on ground and buildings are too sharp. The leaves on the trees don’t have real texture. It all looks flat. Movement is also extremely unrealistic
— Kathleen Balson (@KBalson) August 25, 2021It’s 100% an animation. Pause and look at the bird wings. They look cut out with harsh edges - there’s no real motion blur. Shadows on ground and buildings are too sharp. The leaves on the trees don’t have real texture. It all looks flat. Movement is also extremely unrealistic
— Kathleen Balson (@KBalson) August 25, 2021
সম্প্রতি একই ধরনের একটি ঘটনা এসেছিল সংবাদের শিরোনামে ৷ এক ব্যক্তির থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় একটি বাঁদর ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই মজাদার ভিডিয়ো ৷ ভিডিয়োয় দেখা যায়, টেরসে হাতে স্মার্টফোন নিয়ে বসে রয়েছে বাঁদরটি ৷ সে ফোনটি নিয়ে খেলতে থাকে ৷ তাকে খাবারের প্যাকেটের লোভ দেখিয়ে ফোনটি নেওয়ার চেষ্টা করতে থাকেন অনেকে ৷ সারাদিনের কঠিন ব্যস্ততার জীবনে মন ভাল করে দেয় এ ধরনের ঘটনা ৷